পাঁচ দশকের বেশি সময় ধরে সাহিত্যপ্রেমীদের মুগ্ধ করে যাওয়া পেরুর নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও বার্গাস য়োসা চিরবিদায় নিয়েছেন। রোববার (স্থানীয় সময়) পেরুর রাজধানী লিমায় পরিবারের সান্নিধ্যে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
তার ছেলে, খ্যাতনামা রাজনৈতিক বিশ্লেষক আলভারো বার্গাস য়োসা এক্সে (সাবেক টুইটার) পোস্টে বাবার মৃত্যুসংবাদ জানান।
‘আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার’, ‘ডেথ ইন দ্য আন্দিজ’ এবং ‘দ্য ওয়ার অব দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’সহ অসংখ্য কালজয়ী সাহিত্যকর্মের রচয়িতা বার্গাস য়োসা ২০১০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। কাব্যিক গদ্য, সমাজ-রাজনীতির তীক্ষ্ণ বিশ্লেষণ ও জীবনঘনিষ্ঠ চরিত্রচিত্রণের জন্য তিনি ২০ শতকের লাতিন আমেরিকান সাহিত্য আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে বিবেচিত।
বার্গাস য়োসার তিন সন্তান জানিয়েছেন, পারিবারিকভাবেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। কোনো নাগরিক অনুষ্ঠানের আয়োজন করা হবে না।
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
পাঁচ দশকের বেশি সময় ধরে সাহিত্যপ্রেমীদের মুগ্ধ করে যাওয়া পেরুর নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও বার্গাস য়োসা চিরবিদায় নিয়েছেন। রোববার (স্থানীয় সময়) পেরুর রাজধানী লিমায় পরিবারের সান্নিধ্যে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
তার ছেলে, খ্যাতনামা রাজনৈতিক বিশ্লেষক আলভারো বার্গাস য়োসা এক্সে (সাবেক টুইটার) পোস্টে বাবার মৃত্যুসংবাদ জানান।
‘আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার’, ‘ডেথ ইন দ্য আন্দিজ’ এবং ‘দ্য ওয়ার অব দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’সহ অসংখ্য কালজয়ী সাহিত্যকর্মের রচয়িতা বার্গাস য়োসা ২০১০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। কাব্যিক গদ্য, সমাজ-রাজনীতির তীক্ষ্ণ বিশ্লেষণ ও জীবনঘনিষ্ঠ চরিত্রচিত্রণের জন্য তিনি ২০ শতকের লাতিন আমেরিকান সাহিত্য আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে বিবেচিত।
বার্গাস য়োসার তিন সন্তান জানিয়েছেন, পারিবারিকভাবেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। কোনো নাগরিক অনুষ্ঠানের আয়োজন করা হবে না।