alt

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণার পর পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দরাবাদে উদ্?যাপনে মেতে ওঠেন স্থানীয় জনগণ -এএফপি

যুদ্ধে বিজয় দাবি ভারত-পাকিস্তানের, আসলে জয়ী কে? : সোমবার, ১২ মে ২০২৫

যুদ্ধ জয়ী হতে চায় সবাই, পরাজয়ের দায় নিতে চায় না কেউ। সম্প্রতি ভারত ও পাকিস্তানের যুদ্ধের ক্ষেত্রেও ঘটেছে এমনটি। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে রাজি হলেও ভারত ও পাকিস্তান উভয় দেশই দাবি করছে তারা এ যুদ্ধে জয়ী হয়েছে। দেশগুলোর গণমাধ্যম থেকে শুরু করে মন্ত্রী, রাজনৈতিক দল এবং সাধারণ জনগণও নিজেদের জয়ী দাবি করছে। যদিও বাস্তবতা ভিন্ন। সংক্ষিপ্ত এ যুদ্ধে তেমন সুবিধা করতে পারেনি পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর কেউই।

গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় পাকিস্তান ও ভারত একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এর কিছুক্ষণ পরই ভারতের একাধিক সংবাদ মাধ্যম ‘পাকিস্তান আত্মসমর্পণ করেছে’ শিরোনামে খবর প্রচার করে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, গত মাসে ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের হত্যার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপ সন্ত্রাসীদের কাছে একটি সাহসী বার্তা অন্যদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই পাকিস্তানের বিভিন্ন শহরের রাস্তায় নেমে উল্লাস করেন দেশটির সাধারণ জনগণ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাজবাজ শরীফ এ যুদ্ধবিরতিকে ইতিহাস সৃষ্টিকারী পদক্ষেপ বলে অভিহিত করে বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের যুদ্ধবিমানগুলো ভারতের বন্দুকগুলোকে নীরব করে দেওয়ার ঘটনা ইতিহাস হয়ে থাকবে, যা সহজে ভোলা যাবে না।’

তবে বাস্তবতা বলছে, সংক্ষিপ্ত এ যুদ্ধে উভয় পক্ষই যেমন নিজেদের শক্তি প্রদর্শন করেছে, তেমনি ক্ষতির সম্মুখীনও হয়েছে। পাকিস্তানের দাবি অনুযায়ী, তাদের পাইলটরা আকাশযুদ্ধে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি উন্নত ফরাসি-নির্মিত রাফালও রয়েছে। এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, পাকিস্তান যখন ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করেছিল, ঠিক সেই সময় পাকিস্তান সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোতে দুটি বিমান বিধ্বস্ত হওয়ার পাওয়া যায়।

একজন উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেন, পাকিস্তান কমপক্ষে একটি ভারতীয় রাফায়েল ভূপাতিত করেছে। এটি প্রথমবারের মতো ফ্রান্স নির্মিত অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা। ভারত জানিয়েছিল, মঙ্গলবার দিবাগত রাতের হামলার মেয়াদ ছিল ২৫ মিনিট। স্থানীয় সময় ১টা ৫ মিনিটে হামলা শুরু হয়, শেষ হয় ১টা ৩০ মিনিটে।

বিশেষজ্ঞরা বলছেন, এত অল্প সময়ে একাধিক যুদ্ধবিমান হারানো ভারতের জন্য বিশাল ক্ষতি। যদিও ভারতীয় কর্মকর্তারা এখনও বিষয়টি স্বীকার করেননি।

এদিকে, ভারত নতুন স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে, ভারতীয় বিমান হামলায় একাধিক পাকিস্তানি সামরিক ঘাঁটির বিমান স্ট্রিপ এবং রাডার স্টেশনগুলোর গুরুতর ক্ষতি হয়েছে। তবে পাকিস্তান বলছে, ভারতের হামলায় সামন্যই ক্ষতি হয়েছে। এসব পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতারা তাদের ইচ্ছামতো মতো বক্তব্য দিচ্ছেন, কিন্তু এই সংঘাতে কোনো স্পষ্ট বিজয়ী নেই।

এদিকে, চার দিনের সংঘর্ষের পর পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা জানান। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই তথ্য জানান। এরপর দুই দেশের পক্ষ থেকেও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। কিন্তু এই যুদ্ধবিরতি দুই শত্রু দেশের মধ্যে কতদিন স্থায়ী হবে সেটা নিয়ে সংশয় রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা পৃথক পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে। কারণ যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরই যুদ্ধবিরতি লংঘনের অভিযোগ পাওয়া গেছে। ভারত-পাকিস্তান সত্যি যুদ্ধে লিপ্ত ছিল: এক কথায় জবাব হচ্ছে-’না’। ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা এবং কামানের গোলাবর্ষণসহ তীব্র সামরিক সংঘাত সত্ত্বেও কোনো সরকারই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি। ভারত ও পাকিস্তান তাদের সামরিক পদক্ষেপগুলোকে নির্দিষ্ট সমন্বিত ‘সামরিক অভিযান’ হিসেবে চিহ্নিত করেছে। গত ২২ এপ্রিল পহেলগামে পর্যটকদের ওপর এক মারাত্মক হামলার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করার কয়েক দিন পর শনিবার পাকিস্তান ‘বুনিয়ান মারসুস’ নামে একটি প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে, যার আরবি অর্থ ‘সিসার প্রাচীর’।

পহেলগামে হামলার জন্য ভারত আক্রমণের পেছনে পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। তবে এই দুই দেশের জন্য এটি অস্বাভাবিক নয়। পূর্ববর্তী বড় সংঘর্ষে তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি, এমনকি হাজার হাজার সৈন্য এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পরেও।

প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর দুই দেশই সেটিতে সম্মত জানায়। মার্কো রুবিও জানিয়েছিলেন, দুই দেশের সংকট নিয়ে নিরপেক্ষ কোনো দেশে আলোচনায় বসবে দুই দেশ। কিন্তু ভারতের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ হয়েছে। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সংকট সমাধানে কাজ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি চীনকে অত্যন্ত কাছের, খুব বিশ্বাসযোগ্য এক বন্ধু দেশ বলে উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন। আর বলেছেন যে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন

ছবি

সীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী

কাতারের কাছ থেকে বিলাসবহুল বিমান উপহার নিচ্ছেন ট্রাম্প

মার্কিন জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরায়েল

ছবি

কাতারের কাছ থেকে ‘বিলাসবহুল উড়োজাহাজ উপহার নিচ্ছেন’ ট্রাম্প

ছবি

সব পাইলট ফিরে এসেছেন, ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ: ভারতীয় বিমান বাহিনী

ছবি

রাফালের পতন, চীনা প্রযুক্তির উত্থান—আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় যুদ্ধবিরতি

রাফালের পতন, চীনা প্রযুক্তির উত্থান—আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় যুদ্ধবিরতি

ছবি

মার্কিন গোয়েন্দা তথ্যেই তড়িঘড়ি যুদ্ধবিরতির উদ্যোগ

ছবি

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ

ভারত-পাকিস্তানের প্রশংসা করেছেন ট্রাম্প

পানি চুক্তি, কাশ্মিরসহ অন্যান্য বিষয়ে আলোচনা করবে ভারত-পাকিস্তান

ছবি

ভারত-পাকিস্তান ৮৭ ঘণ্টার যুদ্ধ, প্রতি ঘণ্টায় ক্ষতি ১০০ কোটি ডলার

ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের

ছবি

দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়

ছবি

চারদিনের সংঘর্ষ শেষে সমঝোতা, কয়েক ঘণ্টার মধ্যেই উত্তেজনা

ছবি

অস্ত্রবিরতির পরও স্থগিতই থাকছে সিন্ধু পানি চুক্তি

ছবি

ইউক্রেইনের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব পুতিনের

ছবি

ভারত-পাকিস্তান ‘ড্রোন যুদ্ধ’: সংঘাতের নতুন অধ্যায়

ছবি

অস্ত্রবিরতির পরও ‘স্থগিত’ থাকছে ভারত-পাকিস্তান পানি চুক্তি

ছবি

অস্ত্রবিরতির মধ্যেই শ্রীনগরে বিস্ফোরণের শব্দ, ট্রেসার শুটিংয়ের ভিডিও প্রকাশ

ছবি

অস্ত্রবিরতি মেনে চলার অঙ্গীকার; সতর্ক ও প্রস্তুত ভারতের সশস্ত্র বাহিনী

ছবি

যুদ্ধবিরতির পর সোমবার ফের আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

ছবি

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা সংস্থার জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান

ছড়িয়ে পড়েছে বিষাক্ত ক্লোরিন গ্যাস, দেড় লাখ ঘরবন্দী স্পেনে

ছবি

চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ মিয়ানমারের জান্তা প্রধানের

ছবি

রাশিয়ার ওপর চাপ বাড়াতে কিয়েভে ইউরোপীয় নেতারা

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে ৩০ যাত্রী নিহত

ইকুয়েডরে সংঘর্ষে ১১ সেনা নিহত

সুদানে ড্রোন হামলা ও বোমাবর্ষণে ৩৩ জন নিহত

ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে : ট্রাম্প

ছবি

ভারতের বিপক্ষে অভিযানের নাম ‘বুনিয়ান–উন–মারসুস’ হলো কেনো?

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’

ছবি

ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রঘাঁটিতে হামলার দাবি পাকিস্তানের

ছবি

ভারতের সামরিক স্থাপনায় পাল্টা হামলার দাবি পাকিস্তানের, কাশ্মীরে বিস্ফোরণের শব্দ

ছবি

যুদ্ধের উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে আইএমএফের ঋণ, ভারতের তীব্র আপত্তি

tab

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণার পর পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দরাবাদে উদ্?যাপনে মেতে ওঠেন স্থানীয় জনগণ -এএফপি

যুদ্ধে বিজয় দাবি ভারত-পাকিস্তানের, আসলে জয়ী কে?

সোমবার, ১২ মে ২০২৫

যুদ্ধ জয়ী হতে চায় সবাই, পরাজয়ের দায় নিতে চায় না কেউ। সম্প্রতি ভারত ও পাকিস্তানের যুদ্ধের ক্ষেত্রেও ঘটেছে এমনটি। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে রাজি হলেও ভারত ও পাকিস্তান উভয় দেশই দাবি করছে তারা এ যুদ্ধে জয়ী হয়েছে। দেশগুলোর গণমাধ্যম থেকে শুরু করে মন্ত্রী, রাজনৈতিক দল এবং সাধারণ জনগণও নিজেদের জয়ী দাবি করছে। যদিও বাস্তবতা ভিন্ন। সংক্ষিপ্ত এ যুদ্ধে তেমন সুবিধা করতে পারেনি পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর কেউই।

গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় পাকিস্তান ও ভারত একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এর কিছুক্ষণ পরই ভারতের একাধিক সংবাদ মাধ্যম ‘পাকিস্তান আত্মসমর্পণ করেছে’ শিরোনামে খবর প্রচার করে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, গত মাসে ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের হত্যার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপ সন্ত্রাসীদের কাছে একটি সাহসী বার্তা অন্যদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই পাকিস্তানের বিভিন্ন শহরের রাস্তায় নেমে উল্লাস করেন দেশটির সাধারণ জনগণ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাজবাজ শরীফ এ যুদ্ধবিরতিকে ইতিহাস সৃষ্টিকারী পদক্ষেপ বলে অভিহিত করে বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের যুদ্ধবিমানগুলো ভারতের বন্দুকগুলোকে নীরব করে দেওয়ার ঘটনা ইতিহাস হয়ে থাকবে, যা সহজে ভোলা যাবে না।’

তবে বাস্তবতা বলছে, সংক্ষিপ্ত এ যুদ্ধে উভয় পক্ষই যেমন নিজেদের শক্তি প্রদর্শন করেছে, তেমনি ক্ষতির সম্মুখীনও হয়েছে। পাকিস্তানের দাবি অনুযায়ী, তাদের পাইলটরা আকাশযুদ্ধে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি উন্নত ফরাসি-নির্মিত রাফালও রয়েছে। এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, পাকিস্তান যখন ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করেছিল, ঠিক সেই সময় পাকিস্তান সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোতে দুটি বিমান বিধ্বস্ত হওয়ার পাওয়া যায়।

একজন উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেন, পাকিস্তান কমপক্ষে একটি ভারতীয় রাফায়েল ভূপাতিত করেছে। এটি প্রথমবারের মতো ফ্রান্স নির্মিত অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা। ভারত জানিয়েছিল, মঙ্গলবার দিবাগত রাতের হামলার মেয়াদ ছিল ২৫ মিনিট। স্থানীয় সময় ১টা ৫ মিনিটে হামলা শুরু হয়, শেষ হয় ১টা ৩০ মিনিটে।

বিশেষজ্ঞরা বলছেন, এত অল্প সময়ে একাধিক যুদ্ধবিমান হারানো ভারতের জন্য বিশাল ক্ষতি। যদিও ভারতীয় কর্মকর্তারা এখনও বিষয়টি স্বীকার করেননি।

এদিকে, ভারত নতুন স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে, ভারতীয় বিমান হামলায় একাধিক পাকিস্তানি সামরিক ঘাঁটির বিমান স্ট্রিপ এবং রাডার স্টেশনগুলোর গুরুতর ক্ষতি হয়েছে। তবে পাকিস্তান বলছে, ভারতের হামলায় সামন্যই ক্ষতি হয়েছে। এসব পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতারা তাদের ইচ্ছামতো মতো বক্তব্য দিচ্ছেন, কিন্তু এই সংঘাতে কোনো স্পষ্ট বিজয়ী নেই।

এদিকে, চার দিনের সংঘর্ষের পর পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা জানান। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই তথ্য জানান। এরপর দুই দেশের পক্ষ থেকেও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। কিন্তু এই যুদ্ধবিরতি দুই শত্রু দেশের মধ্যে কতদিন স্থায়ী হবে সেটা নিয়ে সংশয় রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা পৃথক পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে। কারণ যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরই যুদ্ধবিরতি লংঘনের অভিযোগ পাওয়া গেছে। ভারত-পাকিস্তান সত্যি যুদ্ধে লিপ্ত ছিল: এক কথায় জবাব হচ্ছে-’না’। ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা এবং কামানের গোলাবর্ষণসহ তীব্র সামরিক সংঘাত সত্ত্বেও কোনো সরকারই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি। ভারত ও পাকিস্তান তাদের সামরিক পদক্ষেপগুলোকে নির্দিষ্ট সমন্বিত ‘সামরিক অভিযান’ হিসেবে চিহ্নিত করেছে। গত ২২ এপ্রিল পহেলগামে পর্যটকদের ওপর এক মারাত্মক হামলার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করার কয়েক দিন পর শনিবার পাকিস্তান ‘বুনিয়ান মারসুস’ নামে একটি প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে, যার আরবি অর্থ ‘সিসার প্রাচীর’।

পহেলগামে হামলার জন্য ভারত আক্রমণের পেছনে পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। তবে এই দুই দেশের জন্য এটি অস্বাভাবিক নয়। পূর্ববর্তী বড় সংঘর্ষে তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি, এমনকি হাজার হাজার সৈন্য এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পরেও।

প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর দুই দেশই সেটিতে সম্মত জানায়। মার্কো রুবিও জানিয়েছিলেন, দুই দেশের সংকট নিয়ে নিরপেক্ষ কোনো দেশে আলোচনায় বসবে দুই দেশ। কিন্তু ভারতের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ হয়েছে। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সংকট সমাধানে কাজ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি চীনকে অত্যন্ত কাছের, খুব বিশ্বাসযোগ্য এক বন্ধু দেশ বলে উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন। আর বলেছেন যে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

back to top