দ্রুত ও উদ্ভাবনী চার্জিং প্রযুক্তি নিয়ে ক্রমাগত কাজ করে যাচ্ছে ইনফিনিক্স। সম্প্রতি বাজারে আসা নতুন নোট ৪০ সিরিজের স্মার্টফোনে এই প্রযুক্তির মান আরও বেড়েছে। এই সিরিজে যুক্ত করা হয়েছে অল-রাউন্ড ফাস্টচার্জ ২.০ নামে পরিচিত ইনফিনিক্সের অল-রাউন্ড ফাস্ট চাজ প্রযুক্তির দ্বিতীয় প্রজন্ম। এই প্রযুক্তিতে আছে একটি মাল্টি-ট্যাব গঠনের ব্যাটারি এবং তিনটি সমান্তরাল ফাস্ট-চার্জিং চিপ। যার মাধ্যমে ১০০ ওয়াট পর্যন্ত ওয়্যারড চার্জিংয়ের সুবিধা পাওয়া যায়। সিরিজটি ২০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ও ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট করে। যার সাহায্যে ফোনকে অন্যান্য ডিভাইসের জন্য পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যায়।
নোট ৪০ সিরিজের একটি উল্লেখযোগ্য ফিচার হলো- ওয়্যারলেস ম্যাগ চার্জ, যা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে একটি নতুন সংযোজন। ম্যাগনেটিক চার্জিংয়ের জন্য এই সিস্টেমে আছে একটি ফোন কেস (ম্যাগ কেস), একটি ম্যাগনেটিক চার্জিং প্যাড (ম্যাগ প্যাড) এবং একটি ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক (ম্যাগ পাওয়ার)।
ফাস্ট চার্জ ২.০ প্রযুক্তির কেন্দ্রে রয়েছে ইনফিনিক্সের তৈরি পাওয়ার ম্যানেজমেন্ট চিপ চিতা এক্স১। যার সাহায্যে বিভিন্ন ধরনের চার্জিং ফিচার ও মোড কাজ করতে পারে। যেমন- মাল্টি-স্পিড ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং, এআই চার্জিং প্রোটেকশন এবং পিডি ৩.০ প্রোটোকলের জন্য সাপোর্ট। মাল্টি-স্পিড ফাস্ট চার্জিংয়ের আওতায় আছে সুপার মোড, স্মার্ট মোড এবং লো-টেম্পারেচার মোড।
উচ্চ তাপমাত্রা সহনীয় ডিভাইস হিসেবে নোট ৪০ সিরিজের ডিজাইন করা হয়েছে। মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও এই স্মার্টফোন চার্জ দেওয়া যায়। এখন পর্যন্ত বাংলাদেশের বাজারে নোট ৪০ সিরিজের দুটি মডেল এসেছে- নোট ৪০ ও নোট ৪০ প্রো।
মাদারবোর্ড রিপ্লেসমেন্টে ৬০% ছাড় দিচ্ছে রিয়েলমি
‘মাদারবোর্ড ডিসকাউন্ট’ অফার নিয়ে হাজির হয়েছে স্মার্টফোন ব্র্যান্ড ‘রিয়েলমি’। এ অফারের মাধ্যমে তাদের নির্দিষ্ট কিছু স্মার্টফোন মডেলের মাদারবোর্ড রিপ্লেসমেন্টে ৬০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের সুবিধা ঘোষনা করা হয়েছে। দেশে অবস্থিত রিয়েলমি’র যেকোনো অনুমোদিত সার্ভিস সেন্টারে গিয়ে গ্রাহকরা এ অফার উপভোগ করতে পারবেন। তবে আউটলেটে গিয়ে সেবা গ্রহণের আগে, নির্দিষ্ট মডেলের ফোনটি ওই সার্ভিস সেন্টারে সহজলভ্য কী- না তা যাচাই করে দেখার অনুরোধ করা হচ্ছে। রিয়েলমি সার্ভিস সেন্টারের অবস্থান সম্পর্কে জানতে https://www.realme.com/bd/support/services -এ ওয়েবসাইট ভিজিট করুন।
অফারটি রিয়েলমি’র নির্দিষ্ট কয়েকটি ফোনের মডেলের ক্ষেত্রে প্রযোজ্য। রিয়েলমি সি১৫, রিয়েলমি সি১৭, রিয়েলমি ৮, রিয়েলমি সি৩১, রিয়েলমি নারজো ৫০আই, রিয়েলমি সি১১ ২০২১, রিয়েলমি …
শনিবার, ০১ জুন ২০২৪
দ্রুত ও উদ্ভাবনী চার্জিং প্রযুক্তি নিয়ে ক্রমাগত কাজ করে যাচ্ছে ইনফিনিক্স। সম্প্রতি বাজারে আসা নতুন নোট ৪০ সিরিজের স্মার্টফোনে এই প্রযুক্তির মান আরও বেড়েছে। এই সিরিজে যুক্ত করা হয়েছে অল-রাউন্ড ফাস্টচার্জ ২.০ নামে পরিচিত ইনফিনিক্সের অল-রাউন্ড ফাস্ট চাজ প্রযুক্তির দ্বিতীয় প্রজন্ম। এই প্রযুক্তিতে আছে একটি মাল্টি-ট্যাব গঠনের ব্যাটারি এবং তিনটি সমান্তরাল ফাস্ট-চার্জিং চিপ। যার মাধ্যমে ১০০ ওয়াট পর্যন্ত ওয়্যারড চার্জিংয়ের সুবিধা পাওয়া যায়। সিরিজটি ২০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ও ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট করে। যার সাহায্যে ফোনকে অন্যান্য ডিভাইসের জন্য পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যায়।
নোট ৪০ সিরিজের একটি উল্লেখযোগ্য ফিচার হলো- ওয়্যারলেস ম্যাগ চার্জ, যা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে একটি নতুন সংযোজন। ম্যাগনেটিক চার্জিংয়ের জন্য এই সিস্টেমে আছে একটি ফোন কেস (ম্যাগ কেস), একটি ম্যাগনেটিক চার্জিং প্যাড (ম্যাগ প্যাড) এবং একটি ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক (ম্যাগ পাওয়ার)।
ফাস্ট চার্জ ২.০ প্রযুক্তির কেন্দ্রে রয়েছে ইনফিনিক্সের তৈরি পাওয়ার ম্যানেজমেন্ট চিপ চিতা এক্স১। যার সাহায্যে বিভিন্ন ধরনের চার্জিং ফিচার ও মোড কাজ করতে পারে। যেমন- মাল্টি-স্পিড ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং, এআই চার্জিং প্রোটেকশন এবং পিডি ৩.০ প্রোটোকলের জন্য সাপোর্ট। মাল্টি-স্পিড ফাস্ট চার্জিংয়ের আওতায় আছে সুপার মোড, স্মার্ট মোড এবং লো-টেম্পারেচার মোড।
উচ্চ তাপমাত্রা সহনীয় ডিভাইস হিসেবে নোট ৪০ সিরিজের ডিজাইন করা হয়েছে। মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও এই স্মার্টফোন চার্জ দেওয়া যায়। এখন পর্যন্ত বাংলাদেশের বাজারে নোট ৪০ সিরিজের দুটি মডেল এসেছে- নোট ৪০ ও নোট ৪০ প্রো।
মাদারবোর্ড রিপ্লেসমেন্টে ৬০% ছাড় দিচ্ছে রিয়েলমি
‘মাদারবোর্ড ডিসকাউন্ট’ অফার নিয়ে হাজির হয়েছে স্মার্টফোন ব্র্যান্ড ‘রিয়েলমি’। এ অফারের মাধ্যমে তাদের নির্দিষ্ট কিছু স্মার্টফোন মডেলের মাদারবোর্ড রিপ্লেসমেন্টে ৬০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের সুবিধা ঘোষনা করা হয়েছে। দেশে অবস্থিত রিয়েলমি’র যেকোনো অনুমোদিত সার্ভিস সেন্টারে গিয়ে গ্রাহকরা এ অফার উপভোগ করতে পারবেন। তবে আউটলেটে গিয়ে সেবা গ্রহণের আগে, নির্দিষ্ট মডেলের ফোনটি ওই সার্ভিস সেন্টারে সহজলভ্য কী- না তা যাচাই করে দেখার অনুরোধ করা হচ্ছে। রিয়েলমি সার্ভিস সেন্টারের অবস্থান সম্পর্কে জানতে https://www.realme.com/bd/support/services -এ ওয়েবসাইট ভিজিট করুন।
অফারটি রিয়েলমি’র নির্দিষ্ট কয়েকটি ফোনের মডেলের ক্ষেত্রে প্রযোজ্য। রিয়েলমি সি১৫, রিয়েলমি সি১৭, রিয়েলমি ৮, রিয়েলমি সি৩১, রিয়েলমি নারজো ৫০আই, রিয়েলমি সি১১ ২০২১, রিয়েলমি …