ডেল বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড সম্প্রতি দেশের বাজারে নিয়ে এলো ভস্ট্রো সিরিজের দুইটি নতুন মডেলের ল্যাপটপ ও ডেস্কটপ। ১৪ ও ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের এফএইচডি এই ল্যাপটপ দুইটির মডেল হলো ডেল ভস্ট্রো ৩৪৩০ ও ডেল ভস্ট্রো ৩৫৩০ এবং ডেস্কটপ ২ টির মডেল হলো ডেল ভস্ট্রো ৩০২০ টাওয়ার আইথ্রি ও আইফাইভ। ইন্টেল ১৩ জেনারেশনের এই ল্যাপটপ ও ডেস্কটপগুলোতে ব্যবহার করা হয়েছে কোর আইথ্রি-১৩০৫ইউ সিরিজের প্রসেসর এবং ৮ জিবি র্যাম। ডেস্কটপটি কোর আইফাইভ ভেরিএন্টেও পাওয়া যাচ্ছে। স্টোরেজ এর জন্য থাকছে ২৫৬ ও ৫১২ জিবি এনভিএমই এসএসডি। ১৪ এবং ১৫.৬ ইঞ্চির ফুল এইচ ডি (১৯২০*১০৮০) অ্যান্টি গ্লেয়ার, ন্যারো বর্ডার ডিসপ্লের এই ল্যাপটপ দুটির রিফ্রেস রেট ৬০ হার্জ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ২৫০ নিটস। ডেক্সটপগুলোতে থাকছে ১৯.৫ ইঞ্চি এর ডেল এর ফুল এইচডি মনিটর। এই ল্যাপটপ এবং ডেস্কটপের সাথে থাকছে ৩ বছরের ব্রান্ড ওয়ারেন্টি।
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
ডেল বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড সম্প্রতি দেশের বাজারে নিয়ে এলো ভস্ট্রো সিরিজের দুইটি নতুন মডেলের ল্যাপটপ ও ডেস্কটপ। ১৪ ও ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের এফএইচডি এই ল্যাপটপ দুইটির মডেল হলো ডেল ভস্ট্রো ৩৪৩০ ও ডেল ভস্ট্রো ৩৫৩০ এবং ডেস্কটপ ২ টির মডেল হলো ডেল ভস্ট্রো ৩০২০ টাওয়ার আইথ্রি ও আইফাইভ। ইন্টেল ১৩ জেনারেশনের এই ল্যাপটপ ও ডেস্কটপগুলোতে ব্যবহার করা হয়েছে কোর আইথ্রি-১৩০৫ইউ সিরিজের প্রসেসর এবং ৮ জিবি র্যাম। ডেস্কটপটি কোর আইফাইভ ভেরিএন্টেও পাওয়া যাচ্ছে। স্টোরেজ এর জন্য থাকছে ২৫৬ ও ৫১২ জিবি এনভিএমই এসএসডি। ১৪ এবং ১৫.৬ ইঞ্চির ফুল এইচ ডি (১৯২০*১০৮০) অ্যান্টি গ্লেয়ার, ন্যারো বর্ডার ডিসপ্লের এই ল্যাপটপ দুটির রিফ্রেস রেট ৬০ হার্জ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ২৫০ নিটস। ডেক্সটপগুলোতে থাকছে ১৯.৫ ইঞ্চি এর ডেল এর ফুল এইচডি মনিটর। এই ল্যাপটপ এবং ডেস্কটপের সাথে থাকছে ৩ বছরের ব্রান্ড ওয়ারেন্টি।