গত বছরের সেপ্টেম্বরে বিশে^র প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন ‘হুয়াওয়ে মেট এক্সটি’ উন্মোচন করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস। এবার এর পরবর্তী সংস্করণ আসতে যাচ্ছে বলে জানা গেছে। উন্নত ফিচার ও শক্তিশালী কিরিন ৯০২০ চিপসেটসহ চলতি বছরের শেষের দিকে ফোনটি উন্মোচন করা হতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
গত বছরের ১০ সেপ্টেম্বর যখন বাণিজ্যিকভাবে বিশে^র প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোনটি উন্মোচন করা হয়, তখন প্রযুক্তি দুনিয়ায় ঘটনাটি বেশ সাড়া ফেলেছিল। যুক্তরাষ্ট্রের স্যাংশন সত্ত্বেও ফোনটির মাধ্যমে প্রযুক্তি প্রতিষ্ঠানটি নিজেদের নকশা, প্রকৌশল ও উৎপাদন সম্পর্কিত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার সক্ষমতা দেখিয়েছে বলে বিশ্লেষকরা জানান। চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবো টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল জানিয়েছে, দ্বিতীয় প্রজন্মের মেট এক্সটির মাধ্যমে হুয়াওয়ে নিজেদের এ সফলতাকে এক ধাপ এগিয়ে নিতে প্রস্তুত বলে মনে হচ্ছে।
পূর্বেল মেট এক্সটিতে কিরিন ৯০১০ চিপসেট ব্যবহার করা হয়েছে। নতুন মডেলে যে কিরিন ৯০২০ চিপসেট ব্যবহার করা হবে, এর ১২-কোর ক্লাস্টার ও হাইপারথ্রেডিংয়ের কারণে উন্নত মাল্টি-কোর পারফরম্যান্স পাওয়া যাবে। ভাঁজ করা অবস্থায় মেট এক্সটির ডিসপ্লের আকার ৬.৪ ইঞ্চি। পুরোপুরি খুললে ১০ দশমিক ২ ইঞ্চির ট্যাবলেটের আকার ধারণ করে। বাজার গবেষণা সংস্থা বিজনেস রিসার্চ বলছে, চলতি বছর থেকে ফোল্ডেবল স্মার্টফোন বাজার ব্যাপকভাবে বাড়বে। ২০২৮ সালের মধ্যে এটি ৫ হাজার কোটি ডলার ছাড়াবে।
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
গত বছরের সেপ্টেম্বরে বিশে^র প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন ‘হুয়াওয়ে মেট এক্সটি’ উন্মোচন করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস। এবার এর পরবর্তী সংস্করণ আসতে যাচ্ছে বলে জানা গেছে। উন্নত ফিচার ও শক্তিশালী কিরিন ৯০২০ চিপসেটসহ চলতি বছরের শেষের দিকে ফোনটি উন্মোচন করা হতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
গত বছরের ১০ সেপ্টেম্বর যখন বাণিজ্যিকভাবে বিশে^র প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোনটি উন্মোচন করা হয়, তখন প্রযুক্তি দুনিয়ায় ঘটনাটি বেশ সাড়া ফেলেছিল। যুক্তরাষ্ট্রের স্যাংশন সত্ত্বেও ফোনটির মাধ্যমে প্রযুক্তি প্রতিষ্ঠানটি নিজেদের নকশা, প্রকৌশল ও উৎপাদন সম্পর্কিত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার সক্ষমতা দেখিয়েছে বলে বিশ্লেষকরা জানান। চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবো টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল জানিয়েছে, দ্বিতীয় প্রজন্মের মেট এক্সটির মাধ্যমে হুয়াওয়ে নিজেদের এ সফলতাকে এক ধাপ এগিয়ে নিতে প্রস্তুত বলে মনে হচ্ছে।
পূর্বেল মেট এক্সটিতে কিরিন ৯০১০ চিপসেট ব্যবহার করা হয়েছে। নতুন মডেলে যে কিরিন ৯০২০ চিপসেট ব্যবহার করা হবে, এর ১২-কোর ক্লাস্টার ও হাইপারথ্রেডিংয়ের কারণে উন্নত মাল্টি-কোর পারফরম্যান্স পাওয়া যাবে। ভাঁজ করা অবস্থায় মেট এক্সটির ডিসপ্লের আকার ৬.৪ ইঞ্চি। পুরোপুরি খুললে ১০ দশমিক ২ ইঞ্চির ট্যাবলেটের আকার ধারণ করে। বাজার গবেষণা সংস্থা বিজনেস রিসার্চ বলছে, চলতি বছর থেকে ফোল্ডেবল স্মার্টফোন বাজার ব্যাপকভাবে বাড়বে। ২০২৮ সালের মধ্যে এটি ৫ হাজার কোটি ডলার ছাড়াবে।