রে-ব্যান স্মার্ট গ্লাসের সফলতার পর মেটা নিজেদের পরিধানযোগ্য প্রযুক্তি সেগমেন্টে পাঁচটি নতুন পণ্য বাজারে আনার পরিকল্পনা করছে। এর মধ্যে থাকবে একটি নতুন প্রিমিয়াম স্মার্ট গ্লাস। ডিভাইসটির দাম ১ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে।
মেটার সূত্র বলছে, ‘হাইপারনোভা’ কোডনেমে আসন্ন স্মার্ট গ্লাসের ডান লেন্সের নিচে একটি বিল্টইন ডিসপ্লে থাকবে। এ ডিসপ্লেতে নোটিফিকেশন, ডিভাইস দ্বারা তোলা ছবি এবং এমনকি রিয়াল টাইমে আলাপচারিতা অনুবাদ করতে সাহায্য করবে।
ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনের বরাতে নাইনটুফাইভ গুগল বলছে, হাইপারনোভা স্মার্ট গ্লাসটি অ্যাপ চালানোর পাশাপাশি এতে একটি হোম স্ক্রিনও থাকবে। আনুভূমিক আইকন থাকবে, যা মেটা কোয়েস্টের হোম স্ক্রিনের মতো দেখাবে। এছাড়া বর্তমান রে-ব্যান স্মার্ট গ্লাসের তুলনায় আসন্ন হাইপারনোভা স্মার্ট গ্লাসে আরো শক্তিশালী ক্যামেরা থাকবে।
সফটওয়্যারের দিক থেকে হাইপারনোভা একটি বিশেষভাবে কাস্টমাইজড অ্যান্ড্রয়েড সংস্করণে চলবে, তবে এটি কোনো অ্যাপস্টোর সমর্থন করবে কিনা তা এখনো পরিষ্কার নয়। তবে প্রযুক্তিবিদদের অনুমান, ব্যবহারকারীরা একটি ‘নিউরাল’ রিস্টব্যান্ড কন্ট্রোলার ব্যবহার করে হাইপারনোভা নিয়ন্ত্রণ করতে পারবে। কন্ট্রোলারটি ব্যবহারকারীদের হাত ঘোরানোর মাধ্যমে স্ক্রোল করা এবং আঙুল দিয়ে পিঞ্চ করে আইটেম নির্বাচন করার মতো কাজ করতে সাহায্য করবে।
ব্যবহারকারীদের ভার্চুয়াল জগতের অন্য রকম অনুভূতি দেয়ার অংশ হিসেবে ২০২১ সালের বাজারে নিজেদের প্রথম স্মার্ট গ্লাস উন্মোচন করে ফেসবুক (বর্তমান মেটা)। রে-ব্যানের নির্মাতা এসিলোরলাক্সেটিকার সঙ্গে যৌথভাবে এ স্মার্ট গ্লাস তৈরি করেছে সোস্যাল মিডিয়া জায়ান্টটি।
বাজার গবেষণা সংস্থা কাউন্টার পয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, গত বছর বিশ^ব্যাপী স্মার্ট গ্লাসের বিক্রি প্রথমবারের মতো ৩০ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে। এ প্রবৃদ্ধির মূল চালক রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসের উচ্চ চাহিদা।
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
রে-ব্যান স্মার্ট গ্লাসের সফলতার পর মেটা নিজেদের পরিধানযোগ্য প্রযুক্তি সেগমেন্টে পাঁচটি নতুন পণ্য বাজারে আনার পরিকল্পনা করছে। এর মধ্যে থাকবে একটি নতুন প্রিমিয়াম স্মার্ট গ্লাস। ডিভাইসটির দাম ১ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে।
মেটার সূত্র বলছে, ‘হাইপারনোভা’ কোডনেমে আসন্ন স্মার্ট গ্লাসের ডান লেন্সের নিচে একটি বিল্টইন ডিসপ্লে থাকবে। এ ডিসপ্লেতে নোটিফিকেশন, ডিভাইস দ্বারা তোলা ছবি এবং এমনকি রিয়াল টাইমে আলাপচারিতা অনুবাদ করতে সাহায্য করবে।
ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনের বরাতে নাইনটুফাইভ গুগল বলছে, হাইপারনোভা স্মার্ট গ্লাসটি অ্যাপ চালানোর পাশাপাশি এতে একটি হোম স্ক্রিনও থাকবে। আনুভূমিক আইকন থাকবে, যা মেটা কোয়েস্টের হোম স্ক্রিনের মতো দেখাবে। এছাড়া বর্তমান রে-ব্যান স্মার্ট গ্লাসের তুলনায় আসন্ন হাইপারনোভা স্মার্ট গ্লাসে আরো শক্তিশালী ক্যামেরা থাকবে।
সফটওয়্যারের দিক থেকে হাইপারনোভা একটি বিশেষভাবে কাস্টমাইজড অ্যান্ড্রয়েড সংস্করণে চলবে, তবে এটি কোনো অ্যাপস্টোর সমর্থন করবে কিনা তা এখনো পরিষ্কার নয়। তবে প্রযুক্তিবিদদের অনুমান, ব্যবহারকারীরা একটি ‘নিউরাল’ রিস্টব্যান্ড কন্ট্রোলার ব্যবহার করে হাইপারনোভা নিয়ন্ত্রণ করতে পারবে। কন্ট্রোলারটি ব্যবহারকারীদের হাত ঘোরানোর মাধ্যমে স্ক্রোল করা এবং আঙুল দিয়ে পিঞ্চ করে আইটেম নির্বাচন করার মতো কাজ করতে সাহায্য করবে।
ব্যবহারকারীদের ভার্চুয়াল জগতের অন্য রকম অনুভূতি দেয়ার অংশ হিসেবে ২০২১ সালের বাজারে নিজেদের প্রথম স্মার্ট গ্লাস উন্মোচন করে ফেসবুক (বর্তমান মেটা)। রে-ব্যানের নির্মাতা এসিলোরলাক্সেটিকার সঙ্গে যৌথভাবে এ স্মার্ট গ্লাস তৈরি করেছে সোস্যাল মিডিয়া জায়ান্টটি।
বাজার গবেষণা সংস্থা কাউন্টার পয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, গত বছর বিশ^ব্যাপী স্মার্ট গ্লাসের বিক্রি প্রথমবারের মতো ৩০ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে। এ প্রবৃদ্ধির মূল চালক রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসের উচ্চ চাহিদা।