বাংলাভিশন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েসকে বিশেষ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত পাবনাবাসীদের সংগঠন পাবনা সমিতি ইউএসএ ইনক্। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেয়া হয়।
নিউইয়র্কে স্থানীয় সময় রোববার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। পাবনা সমিতি ইউএসএ ইনকের সভাপতি মো. শফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম সাংবাদিক ইমরুল কায়েসের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসরত পাবনার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের পাশাপাশি নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোহাম্মদ কাশেম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সদস্য মো. কল্লোল, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি শাহাদাত হোসেন রাজু, ঢাকা সমিতি নিউইয়র্ক ইনকের নেতা আক্তার হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন।
পাবনা সমিতি ইউএসএ ইনকের সভাপতি শফিকুল ইসলাম নান্নু বলেন, "গণমাধ্যম ব্যক্তিত্ব ইমরুল কায়েস কূটনৈতিক সংবাদ পরিবেশনের পাশাপাশি দীর্ঘদিন প্রবাসীদের নিয়ে কাজ করছেন। তাঁকে সম্মাননা দিতে পেরে নিউইয়র্কে বসবাসরত পাবনাবাসী গর্বিত।"
সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বলেন, " ইমরুল কায়েস বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির জন্য ইতিবাচক ভুমিকা রাখছেন। প্রবাসী বান্ধব সাংবাদিক হিসেবে পরিচিত ইমরুল কায়েসকে সম্মানিত করতে পেরে আমাদের সংগঠনের সবাই খুশি। "
ইমরুল কায়েস ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কাভার করার জন্য যুক্তরাষ্ট্রে যান। মার্কিন নির্বাচন, ফলাফল, নির্বাচনে বাংলাদেশী প্রবাসীদের ওপর প্রভাবসহ একাধিক রিপোর্ট করেন তিনি।
সাংবাদিকতা এবং লেখালেখির জন্য ইমরুল কায়েস এর আগে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ, চীনা দূতাবাস সম্মাননা পদক ও পুরস্কার লাভ করেছেন।
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
বাংলাভিশন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েসকে বিশেষ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত পাবনাবাসীদের সংগঠন পাবনা সমিতি ইউএসএ ইনক্। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেয়া হয়।
নিউইয়র্কে স্থানীয় সময় রোববার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। পাবনা সমিতি ইউএসএ ইনকের সভাপতি মো. শফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম সাংবাদিক ইমরুল কায়েসের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসরত পাবনার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের পাশাপাশি নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোহাম্মদ কাশেম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সদস্য মো. কল্লোল, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি শাহাদাত হোসেন রাজু, ঢাকা সমিতি নিউইয়র্ক ইনকের নেতা আক্তার হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন।
পাবনা সমিতি ইউএসএ ইনকের সভাপতি শফিকুল ইসলাম নান্নু বলেন, "গণমাধ্যম ব্যক্তিত্ব ইমরুল কায়েস কূটনৈতিক সংবাদ পরিবেশনের পাশাপাশি দীর্ঘদিন প্রবাসীদের নিয়ে কাজ করছেন। তাঁকে সম্মাননা দিতে পেরে নিউইয়র্কে বসবাসরত পাবনাবাসী গর্বিত।"
সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বলেন, " ইমরুল কায়েস বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির জন্য ইতিবাচক ভুমিকা রাখছেন। প্রবাসী বান্ধব সাংবাদিক হিসেবে পরিচিত ইমরুল কায়েসকে সম্মানিত করতে পেরে আমাদের সংগঠনের সবাই খুশি। "
ইমরুল কায়েস ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কাভার করার জন্য যুক্তরাষ্ট্রে যান। মার্কিন নির্বাচন, ফলাফল, নির্বাচনে বাংলাদেশী প্রবাসীদের ওপর প্রভাবসহ একাধিক রিপোর্ট করেন তিনি।
সাংবাদিকতা এবং লেখালেখির জন্য ইমরুল কায়েস এর আগে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ, চীনা দূতাবাস সম্মাননা পদক ও পুরস্কার লাভ করেছেন।