alt

জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল

এখনো বিদ্যুৎহীন ৬০ লাখের বেশী গ্রাহক

# এদের ৯০ ভাগ বুধবার সকালের মধ্যেই বিদ্যুৎ পাবেন, আশ্বাস বিদ্যুৎ বিভাগের #অবশিষ্টদের বিদ্যুৎ পেতে সময় লাগবে

নিজস্ব বার্তা পরিবেশক : মঙ্গলবার, ২৮ মে ২০২৪

https://sangbad.net.bd/images/2024/May/28May24/news/Tusar-Sangbad-28.05.2024%20%281%29.jpg

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ৬০ লাখের বেশী গ্রাহক এখনো বিদ্যুৎ-বিচ্ছিন্ন আছেন। দ্রুত এসব সংযোগ চালু করতে কাজ করছে আরইবি, ওজোপাডিকোসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

ওই ঝড়ের তাণ্ডবে দেশের তিন কোটির বেশী গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েন। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা ৭টার মধ্যে প্রায় ৮০ শতাংশ গ্রাহককে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার (২৮ মে) রাত ১০টার মধ্যে ৮৫ শতাংশ এবং বুধবার (২৯ মে) সকাল ১০ টার মধ্যে ৯০ শতাংশ গ্রাহককে পুনঃসংযোগ দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

https://sangbad.net.bd/images/2024/May/28May24/news/Tusar-Sangbad-28.05.2024%20%282%29.jpg

সংবাদের স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর এবং বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ি, উপকূলীয় জেলাগুলোতে সোমবার (২৭ মে) ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায়, কোথাও তার (বিতরণ লাইন) ছিঁড়ে যাওয়ায় আবার কোথায় সঞ্চালন লাইনের ওপর গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎহীন হয়ে পড়েন তিন কোটিরও বেশী গ্রাহক। ঝড় চলাকালে ক্ষয়ক্ষতি এড়াতে অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। ঝড়ের গতি কমে আসর পর থেকেই ক্ষতিগ্রস্থ লাইন মেরামতে এরমধ্যে অনেক এলাকায় কাজ শুরু হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৮ মে) রাত পৌনে ৮টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা আরইবির তিন কোটি তিন লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েন। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা ৭টার মধ্যে ২ কোটি ৪২ লাখ গ্রাহকের পুনঃসংযোগ প্রদান করা হয়।’ মঙ্গলবার (২৮ মে) রাতের মধ্যে ৮৫ শতাংশ এবং বুধবার সকালের মধ্যে ৯০ শতাংশ গ্রাহকের পুনঃসংযোগ দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরইবির সংযোগ বিচ্ছিন্ন তিন কোটি তিন লাখের বেশি গ্রাহকের মধ্যে প্রায় ১ কোটি ৭২ লাখ সংযোগ ফিরিয়ে আনা হয়েছে। সে হিসেবে, ১ কোটি ৩১ লাখ গ্রাহকের সংযোগ এখনো বিচ্ছিন্ন।

বুধবার (২৯ মে) পর্যন্ত অন্তত ৮০ শতাংশ গ্রাহককে সংযোগের আওতায় আনা গেলেও অবশিষ্ট গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে মেরামতের কাজ করতে হবে বলে তাদের বিদ্যুৎ পেতে সময় বেশী লাগবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

দেশের অধিকাংশ গ্রামে ৮০টি সমিতির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। বিদ্যুৎ বিভাগ জানায়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকার সব সংযোগ ফিরিয়ে আনতে আরইবির ঠিকাদার, নিজস্ব জনবলসহ ৩০ হাজারের বেশি কর্মী মাঠে কাজ করছেন।

বিদ্যুৎ বিভাগের দেওয়া প্রাথমিক তথ্যানুসারে, ঘূর্ণিঝড় রিমালের কারণে আরইবির ক্ষয়ক্ষতির পরিমাণ ১০৩ কোটি ৩৩ লাখ টাকা।

খুলনা ও বরিশাল বিভাগের ১৬টি জেলার ২০টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

সরকারি এই বিতরণ কোম্পানির ১৫ লাখ ৪৮ হাজার ১৫৪ হাজার গ্রাহকের মধ্যে ১৪ লাখ ৩ হাজার ৫২৬ জন গ্রাহক এখন বিদ্যুৎ পাচ্ছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। ১ লাখ ৪৪ হাজার ৬২৮ জন গ্রাহক এখনো বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় আছেন। এই ঘূর্ণিঝড়ে ওজোপাডিকোর ৫ কোটি ৭ লাখ ৮১ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিদ্যুৎ বিভাগ থেকে সোমবার (২৭ মে) বিকেলে যে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠানো হয় তাতে ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে ওঠে। ঝড়ের তাণ্ডবে প্রাথমিক যে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়, তাতে দেখা যায় ৩০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকায় ২৩৯২টি পোল ক্ষতিগ্রস্থ হয়। ট্রান্সফরমার বিকল হয় ১৯৮২টি। ইন্সুলেটর ভেঙে যায় ২১৮৪৮টি। ৬২৪৫৪টি স্থানে বিতরণ লাইন (তার) ছিড়ে যায়। মিটার বিকল হয় ৪৬৩১৮টি।

স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাগেরহাটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে দুদিন পরেও গ্রাহকদের কাছে বিদ্যুৎ পৌঁছানো যায়নি। প্রায় পাঁচ লাখ গ্রাহক অন্ধকারে রয়েছে। গত দুইদিন বিদ্যুৎ না থাকায় মানুষ মোবাইল ফোন চার্জ করতে পারছেন না, ফ্রিজে থাকা মাছ-মাংস নষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও মোবাইল, ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

পল্লী বিদ্যুৎ সমিতির বাগেরহাট কার্যালয়ের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) সুশান্ত রায় মঙ্গলবার (২৮ মে) দুপুরে সাংবাদিকদের বলেন, ‘ঘূর্ণিঝড়ের তা-বে তারের উপর গাছপালা উপড়ে এবং সঞ্চালন লাইন ছিঁড়ে পল্লী বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেড় হাজারের বেশি গাছপালা উপড়ে ৭০২টি পয়েন্টে তার ছিঁড়ে পড়েছে। ১৩০টি বিদ্যুতের খুঁটি উপড়ে ও ভেঙে গেছে, ৩৫টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে, ৩৯৪টি মিটার ভেঙে গেছে।’

সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা জানান, অনেক এলাকায় সড়কের বিদ্যুতের তারের উপর গাছ পড়ে আছে, তার ছিঁড়ে ঝুলে সড়কের উপর পড়ে রয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে ও ভেঙে পড়েছে। ঝড়ের তাণ্ডবে পল্লী বিদ্যুতের লাইন লণ্ডভণ্ড হয়ে আছে। রাস্তার মোড়ে মোড়ে ঝড়ের ক্ষতচিহ্ন। তাতে পুরো জেলার বিদ্যুৎ পৌঁছতে বেশ কয়েকদিন লাগবে বলে মনে করছেন গ্রাহকরা।

একই অবস্থা উপকূলীয় শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও রামপাল উপজেলাতে। পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন শ্রমিক নিয়ে তারের উপরে পড়ে থাকা গাছপালা কেটে সরাচ্ছেন।

জেলার নয় উপজেলাসহ খুলনার কিছু অংশ নিয়ে পল্লী বিদ্যুতের এই বিভাগের অধীনে চার লাখ ৮৫ হাজার গ্রাহক রয়েছেন।

তারা কবে বিদ্যুৎ পাবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুশান্ত রায় বলেন, ‘শত শত শ্রমিক জেলার বিভিন্ন এলাকায় কাজ করছেন। যেসব এলাকাতে কম ক্ষতি হয়েছে সেসব এলাকায় দ্রুত বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করছি। পর্যায়ক্রমে সব এলাকায় বিদ্যুৎ চালু করা হবে।’

স্থানীয় সূত্রে জানা যায়, অনেক এলাকায় মোবাইল ফোন চার্জ দিতে জেনারেটর ভাড়া দেয় এমন ব্যবসা প্রতিষ্ঠানে ভিড় করছেন স্থানীয়রা। প্রতিটি মোবাইল পূর্ণ চার্জ দিতে জেনারেটর মালিক ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত নিচ্ছেন বলে জানা গেছে।

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রিভিউ আবেদনে ১০ যুক্তি

ছবি

শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা, সঙ্গে আরও ৪৫

ছবি

হাসিনাকে এক মাসের মধ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে : পররাষ্ট্র উপদেষ্টা

ছবি

রাষ্ট্র সংস্কারে গঠিত হলো আরও ৪ কমিশন, নেতৃত্বে যারা

ছবি

শেখ হাসিনা ভারতে আছেন, ভারতেই থাকবেন: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি

রাষ্ট্রীয় সম্মান ছাড়াই মতিয়া চৌধুরীর শেষ বিদায়

ছবি

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ছবি

২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন দিলো সরকার

ছবি

পদত্যাগ করলেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন

ছবি

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি

জামিন নামঞ্জুর, সাবেক মন্ত্রী রাজ্জাক ও ফারুক কারাগারে

ছবি

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু : যাত্রী কল্যাণ সমিতি

ছবি

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ছবি

আমরা সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি : আসিফ মাহমুদ

ছবি

জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু ট্রাইব্যুনালে

ছবি

নতুন সিআইডি প্রধান মতিউর রহমান শেখ

ভ্রমণ নিষেধাজ্ঞায় পর্যটক-শূন্য খাগড়াছড়ি তিন সপ্তাহে লোকসান ১২ কোটি টাকা

ছবি

সারজিস-হাসনাতের নেতৃত্বে হাইকোর্ট ঘেরাও

ছবি

ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক গ্রেফতার

ছবি

১২ বিচারপতি ‘বিচারিক দায়িত্ব’ পালন করতে পারবেন না

ছবি

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি

১০ অতিরিক্ত আইজিপি’র বদল

ছবি

৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিল হচ্ছে

ছবি

মাইনাস টু’ নিয়ে কোনো আলোচনা হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ছবি

সাগরে নিম্নচাপ, বন্দরে দূরবর্তী সতর্ক সংকেত

শনিবার আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

ছবি

রাষ্ট্র সংস্কার নিয়ে ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

ছবি

পার্বত্য চট্টগ্রামের সহিংসতায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জাতিসংঘের

ছবি

সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ: আইনি প্রক্রিয়া মেনে পদক্ষেপ নেবে প্রসিকিউশন টিম

হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা সারজিস-হাসনাতের

ছবি

বেসিসের সাবেক সভাপতি আলমাস কবীর গ্রেপ্তারের পর জামিন পেলেন

ছবি

বিচারকের অসৌজন্যমূলক আচরণ : বেঞ্চ ভেঙে দিলেন প্রধান বিচারপতি

ছবি

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা-পুনর্বাসনে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যোগ দিলেন চেয়ারম্যানসহ বিচারিক প্যানেল

ছবি

আব্দুর রাজ্জাক ও ফারুক খান ২ দিনের রিমান্ডে

ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩

tab

জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল

এখনো বিদ্যুৎহীন ৬০ লাখের বেশী গ্রাহক

# এদের ৯০ ভাগ বুধবার সকালের মধ্যেই বিদ্যুৎ পাবেন, আশ্বাস বিদ্যুৎ বিভাগের #অবশিষ্টদের বিদ্যুৎ পেতে সময় লাগবে

নিজস্ব বার্তা পরিবেশক

মঙ্গলবার, ২৮ মে ২০২৪

https://sangbad.net.bd/images/2024/May/28May24/news/Tusar-Sangbad-28.05.2024%20%281%29.jpg

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ৬০ লাখের বেশী গ্রাহক এখনো বিদ্যুৎ-বিচ্ছিন্ন আছেন। দ্রুত এসব সংযোগ চালু করতে কাজ করছে আরইবি, ওজোপাডিকোসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

ওই ঝড়ের তাণ্ডবে দেশের তিন কোটির বেশী গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েন। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা ৭টার মধ্যে প্রায় ৮০ শতাংশ গ্রাহককে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার (২৮ মে) রাত ১০টার মধ্যে ৮৫ শতাংশ এবং বুধবার (২৯ মে) সকাল ১০ টার মধ্যে ৯০ শতাংশ গ্রাহককে পুনঃসংযোগ দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

https://sangbad.net.bd/images/2024/May/28May24/news/Tusar-Sangbad-28.05.2024%20%282%29.jpg

সংবাদের স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর এবং বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ি, উপকূলীয় জেলাগুলোতে সোমবার (২৭ মে) ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায়, কোথাও তার (বিতরণ লাইন) ছিঁড়ে যাওয়ায় আবার কোথায় সঞ্চালন লাইনের ওপর গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎহীন হয়ে পড়েন তিন কোটিরও বেশী গ্রাহক। ঝড় চলাকালে ক্ষয়ক্ষতি এড়াতে অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। ঝড়ের গতি কমে আসর পর থেকেই ক্ষতিগ্রস্থ লাইন মেরামতে এরমধ্যে অনেক এলাকায় কাজ শুরু হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৮ মে) রাত পৌনে ৮টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা আরইবির তিন কোটি তিন লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েন। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা ৭টার মধ্যে ২ কোটি ৪২ লাখ গ্রাহকের পুনঃসংযোগ প্রদান করা হয়।’ মঙ্গলবার (২৮ মে) রাতের মধ্যে ৮৫ শতাংশ এবং বুধবার সকালের মধ্যে ৯০ শতাংশ গ্রাহকের পুনঃসংযোগ দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরইবির সংযোগ বিচ্ছিন্ন তিন কোটি তিন লাখের বেশি গ্রাহকের মধ্যে প্রায় ১ কোটি ৭২ লাখ সংযোগ ফিরিয়ে আনা হয়েছে। সে হিসেবে, ১ কোটি ৩১ লাখ গ্রাহকের সংযোগ এখনো বিচ্ছিন্ন।

বুধবার (২৯ মে) পর্যন্ত অন্তত ৮০ শতাংশ গ্রাহককে সংযোগের আওতায় আনা গেলেও অবশিষ্ট গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে মেরামতের কাজ করতে হবে বলে তাদের বিদ্যুৎ পেতে সময় বেশী লাগবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

দেশের অধিকাংশ গ্রামে ৮০টি সমিতির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। বিদ্যুৎ বিভাগ জানায়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকার সব সংযোগ ফিরিয়ে আনতে আরইবির ঠিকাদার, নিজস্ব জনবলসহ ৩০ হাজারের বেশি কর্মী মাঠে কাজ করছেন।

বিদ্যুৎ বিভাগের দেওয়া প্রাথমিক তথ্যানুসারে, ঘূর্ণিঝড় রিমালের কারণে আরইবির ক্ষয়ক্ষতির পরিমাণ ১০৩ কোটি ৩৩ লাখ টাকা।

খুলনা ও বরিশাল বিভাগের ১৬টি জেলার ২০টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

সরকারি এই বিতরণ কোম্পানির ১৫ লাখ ৪৮ হাজার ১৫৪ হাজার গ্রাহকের মধ্যে ১৪ লাখ ৩ হাজার ৫২৬ জন গ্রাহক এখন বিদ্যুৎ পাচ্ছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। ১ লাখ ৪৪ হাজার ৬২৮ জন গ্রাহক এখনো বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় আছেন। এই ঘূর্ণিঝড়ে ওজোপাডিকোর ৫ কোটি ৭ লাখ ৮১ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিদ্যুৎ বিভাগ থেকে সোমবার (২৭ মে) বিকেলে যে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠানো হয় তাতে ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে ওঠে। ঝড়ের তাণ্ডবে প্রাথমিক যে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়, তাতে দেখা যায় ৩০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকায় ২৩৯২টি পোল ক্ষতিগ্রস্থ হয়। ট্রান্সফরমার বিকল হয় ১৯৮২টি। ইন্সুলেটর ভেঙে যায় ২১৮৪৮টি। ৬২৪৫৪টি স্থানে বিতরণ লাইন (তার) ছিড়ে যায়। মিটার বিকল হয় ৪৬৩১৮টি।

স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাগেরহাটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে দুদিন পরেও গ্রাহকদের কাছে বিদ্যুৎ পৌঁছানো যায়নি। প্রায় পাঁচ লাখ গ্রাহক অন্ধকারে রয়েছে। গত দুইদিন বিদ্যুৎ না থাকায় মানুষ মোবাইল ফোন চার্জ করতে পারছেন না, ফ্রিজে থাকা মাছ-মাংস নষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও মোবাইল, ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

পল্লী বিদ্যুৎ সমিতির বাগেরহাট কার্যালয়ের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) সুশান্ত রায় মঙ্গলবার (২৮ মে) দুপুরে সাংবাদিকদের বলেন, ‘ঘূর্ণিঝড়ের তা-বে তারের উপর গাছপালা উপড়ে এবং সঞ্চালন লাইন ছিঁড়ে পল্লী বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেড় হাজারের বেশি গাছপালা উপড়ে ৭০২টি পয়েন্টে তার ছিঁড়ে পড়েছে। ১৩০টি বিদ্যুতের খুঁটি উপড়ে ও ভেঙে গেছে, ৩৫টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে, ৩৯৪টি মিটার ভেঙে গেছে।’

সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা জানান, অনেক এলাকায় সড়কের বিদ্যুতের তারের উপর গাছ পড়ে আছে, তার ছিঁড়ে ঝুলে সড়কের উপর পড়ে রয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে ও ভেঙে পড়েছে। ঝড়ের তাণ্ডবে পল্লী বিদ্যুতের লাইন লণ্ডভণ্ড হয়ে আছে। রাস্তার মোড়ে মোড়ে ঝড়ের ক্ষতচিহ্ন। তাতে পুরো জেলার বিদ্যুৎ পৌঁছতে বেশ কয়েকদিন লাগবে বলে মনে করছেন গ্রাহকরা।

একই অবস্থা উপকূলীয় শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও রামপাল উপজেলাতে। পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন শ্রমিক নিয়ে তারের উপরে পড়ে থাকা গাছপালা কেটে সরাচ্ছেন।

জেলার নয় উপজেলাসহ খুলনার কিছু অংশ নিয়ে পল্লী বিদ্যুতের এই বিভাগের অধীনে চার লাখ ৮৫ হাজার গ্রাহক রয়েছেন।

তারা কবে বিদ্যুৎ পাবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুশান্ত রায় বলেন, ‘শত শত শ্রমিক জেলার বিভিন্ন এলাকায় কাজ করছেন। যেসব এলাকাতে কম ক্ষতি হয়েছে সেসব এলাকায় দ্রুত বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করছি। পর্যায়ক্রমে সব এলাকায় বিদ্যুৎ চালু করা হবে।’

স্থানীয় সূত্রে জানা যায়, অনেক এলাকায় মোবাইল ফোন চার্জ দিতে জেনারেটর ভাড়া দেয় এমন ব্যবসা প্রতিষ্ঠানে ভিড় করছেন স্থানীয়রা। প্রতিটি মোবাইল পূর্ণ চার্জ দিতে জেনারেটর মালিক ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত নিচ্ছেন বলে জানা গেছে।

back to top