দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার বিকেলে প্রকাশ করা হয়েছে। বিকেল সাড়ে চারটার পর প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ।
এবারের ভর্তি পরীক্ষায় মোট ৬০ হাজার ৯৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫,৩৭২ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
চলতি শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ৫,৩৮০টি। এবারের পরীক্ষায় প্রতি আসনের জন্য ২৫ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যা গত বছরের তুলনায় ৬ জন বেশি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন জানান, দুপুরে এক সভায় ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার পর বিকেলে তা প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ও মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে ফলাফল জানতে পারবেন। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
বর্তমানে দেশে মোট ১১০টি মেডিকেল কলেজ রয়েছে—এর মধ্যে ৩৭টি সরকারি, ৬৭টি বেসরকারি, ১টি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং ৫টি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ। সরকারি মেডিকেল কলেজে ভর্তি সম্পূর্ণ মেধাতালিকার ভিত্তিতে হয়।
পরীক্ষায় জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ২০, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ১০ নম্বরের প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়। ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচিত হয়।
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এখন মেধাক্রম অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
রোববার, ১৯ জানুয়ারী ২০২৫
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার বিকেলে প্রকাশ করা হয়েছে। বিকেল সাড়ে চারটার পর প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ।
এবারের ভর্তি পরীক্ষায় মোট ৬০ হাজার ৯৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫,৩৭২ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
চলতি শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ৫,৩৮০টি। এবারের পরীক্ষায় প্রতি আসনের জন্য ২৫ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যা গত বছরের তুলনায় ৬ জন বেশি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন জানান, দুপুরে এক সভায় ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার পর বিকেলে তা প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ও মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে ফলাফল জানতে পারবেন। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
বর্তমানে দেশে মোট ১১০টি মেডিকেল কলেজ রয়েছে—এর মধ্যে ৩৭টি সরকারি, ৬৭টি বেসরকারি, ১টি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং ৫টি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ। সরকারি মেডিকেল কলেজে ভর্তি সম্পূর্ণ মেধাতালিকার ভিত্তিতে হয়।
পরীক্ষায় জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ২০, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ১০ নম্বরের প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়। ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচিত হয়।
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এখন মেধাক্রম অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হবে।