সংবাদ অনলাইন রিপোর্ট

রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

বিচারপ্রক্রিয়া স্বচ্ছ করতে ট্রাইব্যুনালে জাতিসংঘের সহযোগিতা

ট্রাইব্যুনালের প্রতি জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ

বিচারপ্রক্রিয়া স্বচ্ছ করতে ট্রাইব্যুনালে জাতিসংঘের সহযোগিতা

ট্রাইব্যুনালের প্রতি জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ

রোববার, ১৯ জানুয়ারী ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করতে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে চিফ প্রসিকিউটরের কার্যালয়। ট্রাইব্যুনালের তদন্ত ও বিচার কার্যক্রমে সহযোগিতার জন্য জাতিসংঘের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার অনুরোধ জানানো হয়েছে।

রোববার সকালে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং জাতিসংঘের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কার্যালয়ে একটি বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিচারপ্রক্রিয়া ও তদন্ত নিয়ে আন্তরিক আলোচনা হয়েছে।

তাজুল ইসলাম জানান, জাতিসংঘের প্রতিনিধিরা ট্রাইব্যুনালের বিচার ও তদন্ত কার্যক্রম সম্পর্কে জানতে চান। তারা জানতে চান, বিচারপ্রক্রিয়া কেমন চলছে, কী পর্যায়ে রয়েছে, এবং এতে কোনো সমস্যা হচ্ছে কি না। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দিতে জাতিসংঘ কতটা সক্ষম, তা নিয়েও আলোচনা হয়েছে।

চিফ প্রসিকিউটর কার্যালয় জাতিসংঘের প্রতিনিধিদের কাছে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমকে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়েছে। এ প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, “আমরা জাতিসংঘের কাছে এই বিচারপ্রক্রিয়ার প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ করেছি।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা এবং অতীতের মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। এর মধ্যে গুম, খুন, এবং অন্যান্য অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে। বিচার কার্যক্রম স্বচ্ছ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

বৈঠকে তাজুল ইসলাম জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত কোনো সুনির্দিষ্ট জবাব দেয়নি। তবে তিনি আশ্বস্ত করেন, “আইন তার নিজস্ব গতিতে চলবে, এবং বিচারপ্রক্রিয়া প্রভাবমুক্ত থাকবে।”

চিফ প্রসিকিউটর আরও বলেন, “বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে আমরা প্রতিনিয়ত পদক্ষেপ নিচ্ছি। এর মাধ্যমে জনগণ যাতে ন্যায়বিচার পায়, সে লক্ষ্যেই কাজ চলছে।”

তাজুল ইসলাম জানান, জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে এ ধরনের আলোচনা নিয়মিত হবে। ভবিষ্যতে আরও কার্যকরী সমন্বয় এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিচারপ্রক্রিয়ার মান আরও উন্নত করা হবে।

‘জাতীয়’ : আরও খবর

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান

» সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ২৪ কোটি টাকার ক্ষতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ