alt

জাতীয়

মাস্কটে তৌহিদ-জয়শঙ্কর বৈঠকে সম্পর্কে অস্বস্তি না বাড়ানোর বার্তা নয়াদিল্লিকে দেবে ঢাকা

নিজস্ব বার্তা পরিবেশক : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

ওমানের রাজধানী মাস্কটে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হওয়ার কথা রয়েছে।

দুই দেশের সম্পর্কে যাতে অস্বস্তি না বাড়ে, এমন বার্তা এই পরিকল্পিত বৈঠকে দিতে পারে বাংলাদেশ। পরিকল্পিত বৈঠকটি নিয়ে কূটনৈতিক সূত্রগুলো গতকাল রোববার এমন আভাস দিয়েছে।

মাস্কটে ১৬ থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৮ম ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি ২০২৫)। এটি ভারত মহাসাগরীয় সম্মেলন নামে পরিচিত। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ভারতের নয়াদিল্লিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে যোগ দেওয়ার জন্য গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

মাস্কটে তৌহিদ হোসেনের সঙ্গে এস জয়শঙ্করের পরিকল্পিত বৈঠকটি হলে এটি হবে পাঁচ মাসের মধ্যে দুজনের দ্বিতীয় দফা আলোচনা।

গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর প্রথমবার আলোচনায় বসেছিলেন। বাংলাদেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরিবর্তিত প্রেক্ষাপটে নিউইয়র্কে তৌহিদ হোসেন ও এস জয়শঙ্করের মধ্যকার আলোচনায় দুই দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছিল।

নিউইয়র্কের আলোচনার ধারাবাহিকতায় গত ডিসেম্বরে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে তিনি বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।

প্রায় ১২ ঘণ্টার সফরে বিক্রম মিশ্রি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মূলত আগস্ট-পরবর্তী টানাপোড়েন আর অস্বস্তি দূর করে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগিয়ে নিতেই দুই দেশ সে সময় আলোচনায় বসেছিল।

বিক্রম মিশ্রির ঢাকা সফরের ঠিক আগে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের হিন্দুত্ববাদী হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান।

৫ আগস্টের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের রাজনৈতিক মহলসহ নানা পক্ষ দেশে-বিদেশে প্রচার-প্রচারণা ও বিক্ষোভ চালিয়ে গেছে। এ বিষয়ে ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি মূলধারার গণমাধ্যমে অব্যাহতভাবে ভুল ও অপতথ্যের বিস্তার ঘটেছে।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে ভারত থেকে অপপ্রচারের প্রবাহ কমার পর্বে সম্পর্কে নতুন করে তিক্ততা বাড়ান দেশটিতে অবস্থানরত শেখ হাসিনা।

নয়াদিল্লিতে বসে শেখ হাসিনার নানা বক্তব্য-বিবৃতি ভালোভাবে নেয়নি বাংলাদেশ। তাই তাঁর রাশ টানতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় বাংলাদেশ। কিন্তু এই অনুরোধে ভারত সাড়া দেয়নি। এ অবস্থায় ভারতে বসে শেখ হাসিনা তাঁর বক্তব্য-বিবৃতি অব্যাহত রেখেছেন।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেইসবুক পেজে ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এদিন রাতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয়। পরে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনা নিয়ে ৬ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার একটি বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। সরকার আশা করে, ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে, এমন কাজে ব্যবহৃত হতে না দেয়। শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না।

শেখ হাসিনার ৫ ফেব্রুয়ারির ভার্চ্যুয়াল বক্তব্যের জেরে ৬ ফেব্রুয়ারি ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে পাল্টা জবাব দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সবশেষ গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বক্তব্যকে ‘অপ্রত্যাশিত’ ও ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন।

দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এখন যে টানাপোড়েন চলছে, তা বিরল। গত ১৫ বছর দুই দেশের সম্পর্ক ছিল সরকারকেন্দ্রিক ঘনিষ্ঠতার মোড়কে বাঁধা। এই পর্ব বাদ দিলে গত সাড়ে তিন দশক ওঠানামার মধ্য দিয়ে এগিয়েছে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক। তবে গত ছয় মাসে দুই দেশের মধ্যকার সম্পর্কের যে দূরত্ব প্রকাশ্যে এসেছে, তা অতীতে কখনো কেউ দেখেননি।

এমন প্রেক্ষাপটে ওমানের মাস্কটে অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যকার পরিকল্পিত আলোচনা কেমন হতে পারে?

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ-ভারতের মধ্যে অনুষ্ঠিত প্রতিটি বৈঠকেই সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয় দুই দেশ। কিন্তু সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলার পরও ভারতের দিক থেকে যেসব আচরণ করা হয়েছে, তাতে বাংলাদেশ অসন্তুষ্ট।

কূটনৈতিক সূত্রগুলো আরও বলছে, সম্প্রতি ভারত বিনা উসকানিতে অযাচিতভাবে সীমান্তে উত্তেজনা তৈরি করেছে। আগরতলা ও কলকাতায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ক্রমাগত মিথ্যাচার চলছে। এ ঘটনায় ঢাকা অসন্তুষ্ট ও ক্ষুব্ধ।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপকে ভালোভাবে দেখার কোনো সুযোগ নেই জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, মাস্কটে তৌহিদ হোসেন ও এস জয়শঙ্করের মধ্যে যে বৈঠকটি হওয়ার কথা, সেখানে এগুলো বন্ধ করার আহ্বান জানাবে ঢাকা। ভারতে থাকা পলাতক কোনো অপরাধী যাতে সেখানে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি না করেন, সেই আহ্বানও জানানো হবে।

ছবি

শিশু সুরক্ষা নীতি লঙ্ঘন: ইউনিসেফের উদ্বেগ

ছবি

রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর নির্ভর করবে নির্বাচন কবে হবে: প্রেস সচিব

ছবি

মব বিশৃঙ্খলা বন্ধের আহ্বান :উপদেষ্টার মাহফুজ আলমের

৫ প্রতিষ্ঠানে এনআইডির তথ্য ফাঁস, শোকজ করেছে ইসি

ছবি

ঢাকায় বায়ুদূষণ ‘অস্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক’, স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির পরামর্শ

ছবি

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছবি

‘ডেভিল হান্টে’ দ্বিতীয় দিনে গ্রেপ্তার ৩৪৩ জন

পঞ্চদশ সংশোধনীর ‘স্বাধীনতার ঘোষণা’, ৭ মার্চের ভাষণ বাতিলের সুপারিশ সংস্কার কমিশনের

সংস্কার সুপারিশ: প্রধানমন্ত্রীর প্রতি ‘অনাস্থা দিতে পারবেন’ দলীয় এমপিরা

এখনও প্রায় ১৮ কোটি পাঠ্যবই ছাপা বাকি

বইমেলায় তসলিমা নাসরিনের বই: ‘তৌহিদী জনতার’ বিক্ষোভ, চড়াও প্রকাশনার স্টলে

ছবি

ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার ‘আশ্বাস’ প্রধান উপদেষ্টার , জানালেন ফখরুল

হত্যা চেষ্টা মামলায় ৫ দিনের রিমান্ডে জিআইজি মোল্ল্যা নজরুল

ছবি

সূচনা ফাউন্ডেশনের আয়কর সুবিধা বাতিল: এনবিআরের সিদ্ধান্ত

ডিসেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পরিবেশ উপদেষ্টা

ছবি

মেহেদীর সঙ্গে ‘অভ্র’র জন্য একুশে পদক পাচ্ছেন আরও ৩ জন

রায়ের পর মুক্তি পেতে সময় লাগলো ৮ বছর

ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের জেরে দুদকের পরিচালক প্রত্যাহার

ছবি

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ৬৭৭ মৃত্যু, মোটরসাইকেল দুর্ঘটনায় অর্ধেক নিহত

ছবি

বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ

ছবি

সময়সীমা শেষের পথে, এখনো চুক্তিহীন অর্ধেক হজ এজেন্সি

ছবি

আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু

ছবি

এনআইডি তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু

ছবি

জাতীয় নাগরিক কমিটির ৭৫ সদস্যের প্রবাসী কমিটি ঘোষণা

ছবি

শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক জোরদারে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ: সাখাওয়াত হোসেন

ছবি

‘ডেভিল হান্টের’ মধ্যে ধরা ১৩০৮ জন

‘অপারেশন ডেভিল হান্টের’ কারণ ব্যাখ্যা করলেন স্বরাষ্ট্র সচিব

বাংলাদেশ ব্যাংকের ভল্টে দুদকের অভিযান, মেলেনি সাবেক গভর্নর আব্দুর রউফসহ ২৫ জনের লকার

সংস্কার কমিশনের প্রস্তাব নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি

ছবি

ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

‘অপারেশন ডেভিল হান্ট’ সারাদেশে গ্রেপ্তার ১৩শ’র বেশি

ছবি

আইনশৃঙ্খলা উন্নয়নে চালু হলো ‘কমান্ড সেন্টার’

ছবি

তিস্তা নদী নিয়ে গনশুনানী শেষে রিজওয়ানা হাসান : ডিসেম্বর মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে

ছবি

বেসিক ব্যাংক কেলেঙ্কারি: বাচ্চু ও পরিবারের বিরুদ্ধে চার মামলা

ছবি

সাবেক খাদ্যমন্ত্রীর ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

ছবি

অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ব্যাংক খাতের সংস্কার

tab

জাতীয়

মাস্কটে তৌহিদ-জয়শঙ্কর বৈঠকে সম্পর্কে অস্বস্তি না বাড়ানোর বার্তা নয়াদিল্লিকে দেবে ঢাকা

নিজস্ব বার্তা পরিবেশক

সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

ওমানের রাজধানী মাস্কটে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হওয়ার কথা রয়েছে।

দুই দেশের সম্পর্কে যাতে অস্বস্তি না বাড়ে, এমন বার্তা এই পরিকল্পিত বৈঠকে দিতে পারে বাংলাদেশ। পরিকল্পিত বৈঠকটি নিয়ে কূটনৈতিক সূত্রগুলো গতকাল রোববার এমন আভাস দিয়েছে।

মাস্কটে ১৬ থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৮ম ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি ২০২৫)। এটি ভারত মহাসাগরীয় সম্মেলন নামে পরিচিত। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ভারতের নয়াদিল্লিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে যোগ দেওয়ার জন্য গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

মাস্কটে তৌহিদ হোসেনের সঙ্গে এস জয়শঙ্করের পরিকল্পিত বৈঠকটি হলে এটি হবে পাঁচ মাসের মধ্যে দুজনের দ্বিতীয় দফা আলোচনা।

গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর প্রথমবার আলোচনায় বসেছিলেন। বাংলাদেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরিবর্তিত প্রেক্ষাপটে নিউইয়র্কে তৌহিদ হোসেন ও এস জয়শঙ্করের মধ্যকার আলোচনায় দুই দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছিল।

নিউইয়র্কের আলোচনার ধারাবাহিকতায় গত ডিসেম্বরে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে তিনি বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।

প্রায় ১২ ঘণ্টার সফরে বিক্রম মিশ্রি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মূলত আগস্ট-পরবর্তী টানাপোড়েন আর অস্বস্তি দূর করে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগিয়ে নিতেই দুই দেশ সে সময় আলোচনায় বসেছিল।

বিক্রম মিশ্রির ঢাকা সফরের ঠিক আগে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের হিন্দুত্ববাদী হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান।

৫ আগস্টের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের রাজনৈতিক মহলসহ নানা পক্ষ দেশে-বিদেশে প্রচার-প্রচারণা ও বিক্ষোভ চালিয়ে গেছে। এ বিষয়ে ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি মূলধারার গণমাধ্যমে অব্যাহতভাবে ভুল ও অপতথ্যের বিস্তার ঘটেছে।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে ভারত থেকে অপপ্রচারের প্রবাহ কমার পর্বে সম্পর্কে নতুন করে তিক্ততা বাড়ান দেশটিতে অবস্থানরত শেখ হাসিনা।

নয়াদিল্লিতে বসে শেখ হাসিনার নানা বক্তব্য-বিবৃতি ভালোভাবে নেয়নি বাংলাদেশ। তাই তাঁর রাশ টানতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় বাংলাদেশ। কিন্তু এই অনুরোধে ভারত সাড়া দেয়নি। এ অবস্থায় ভারতে বসে শেখ হাসিনা তাঁর বক্তব্য-বিবৃতি অব্যাহত রেখেছেন।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেইসবুক পেজে ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এদিন রাতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয়। পরে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনা নিয়ে ৬ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার একটি বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। সরকার আশা করে, ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে, এমন কাজে ব্যবহৃত হতে না দেয়। শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না।

শেখ হাসিনার ৫ ফেব্রুয়ারির ভার্চ্যুয়াল বক্তব্যের জেরে ৬ ফেব্রুয়ারি ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে পাল্টা জবাব দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সবশেষ গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বক্তব্যকে ‘অপ্রত্যাশিত’ ও ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন।

দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এখন যে টানাপোড়েন চলছে, তা বিরল। গত ১৫ বছর দুই দেশের সম্পর্ক ছিল সরকারকেন্দ্রিক ঘনিষ্ঠতার মোড়কে বাঁধা। এই পর্ব বাদ দিলে গত সাড়ে তিন দশক ওঠানামার মধ্য দিয়ে এগিয়েছে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক। তবে গত ছয় মাসে দুই দেশের মধ্যকার সম্পর্কের যে দূরত্ব প্রকাশ্যে এসেছে, তা অতীতে কখনো কেউ দেখেননি।

এমন প্রেক্ষাপটে ওমানের মাস্কটে অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যকার পরিকল্পিত আলোচনা কেমন হতে পারে?

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ-ভারতের মধ্যে অনুষ্ঠিত প্রতিটি বৈঠকেই সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয় দুই দেশ। কিন্তু সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলার পরও ভারতের দিক থেকে যেসব আচরণ করা হয়েছে, তাতে বাংলাদেশ অসন্তুষ্ট।

কূটনৈতিক সূত্রগুলো আরও বলছে, সম্প্রতি ভারত বিনা উসকানিতে অযাচিতভাবে সীমান্তে উত্তেজনা তৈরি করেছে। আগরতলা ও কলকাতায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ক্রমাগত মিথ্যাচার চলছে। এ ঘটনায় ঢাকা অসন্তুষ্ট ও ক্ষুব্ধ।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপকে ভালোভাবে দেখার কোনো সুযোগ নেই জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, মাস্কটে তৌহিদ হোসেন ও এস জয়শঙ্করের মধ্যে যে বৈঠকটি হওয়ার কথা, সেখানে এগুলো বন্ধ করার আহ্বান জানাবে ঢাকা। ভারতে থাকা পলাতক কোনো অপরাধী যাতে সেখানে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি না করেন, সেই আহ্বানও জানানো হবে।

back to top