image

বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ

সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।

গত ১৫ ডিসেম্বর দুদক বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক চারটি মামলা করে। মামলায় বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং দুই মেয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

এছাড়া গত বছরের ১২ জুন বেনজীর আহমেদ এবং তার পরিবারের নামে থাকা ৮টি ফ্ল্যাট ও ২৫ একরের অধিক জমি জব্দ করার আদেশ দেয় আদালত। এ ছাড়াও, গোপালগঞ্জ, মাদারীপুর, গুলশানসহ বিভিন্ন স্থানে তাদের নামে থাকা সম্পদও অবরুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বেনজীর আহমেদ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‌্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের মে মাসে তিনি তার পরিবারসহ দেশ ছেড়েছেন।

‘জাতীয়’ : আরও খবর

» শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

সম্প্রতি