শিক্ষায় অবকাঠামো নির্মাণে ঠিকাদারদের অগ্রিম বিল পরিশোধের ঘটনায় শাস্তির আওতায় আসছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) দুই নির্বাহী প্রকৌশলী। তাদের একজনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা এবং একই উদ্দেশ্যে অন্যজনকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। তারা দুজনই অগ্রিম বিল দেয়ার পর ‘শিক্ষা ছুটির’ নামে যুক্তরাষ্ট্রে চলে গেছেন।
এর মধ্যে নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী সম্পা সাহাকে দেয়া কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, ‘নারায়ণগঞ্জ জেলার সার্বিক কার্যক্রম বাস্তব অগ্রগতির সঙ্গে আর্থিক ব্যয়ের গরমিল পরিলক্ষিত হওয়ায় পাঁচ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব প্রদানের জন্য আপনাকে নির্দেশনা দেয়া হয়। ইতোমধ্যে জবাব প্রদানের সময়সীমা বিগত ১০ ফেব্রুয়ারি অতিক্রান্ত হলেও আপনি জবাব প্রদান করেনি, যা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ মোতাবেক অসদাচরণের শামিল।’
এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায়, অসদাচরণের দায়ে কেন আপনার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা মোতাবেক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সন্তোষজনক জবাব আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রধান প্রকৌশলী বরাবর দাখিল করার জন্য পুনরায় নির্দেশ প্রদান করা হলো।’
কিশোরগঞ্জের সাবেক নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে সোমবার দেয়া কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, প্রধান কার্যালয়ের একজন নির্বাহী প্রকৌশলী গত ২৫ ও ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। ‘পরিদর্শনকালে উন্নয়ন কাজের বাস্তব
অগ্রগতির সঙ্গে আর্থিক ব্যয়ের গরমিল পরিলক্ষিত হয়। যা গুরুতর আর্থিক অনিয়মের শামিল।’
নোটিশে বলা হয়, ‘এমতাবস্থায়, আর্থিক অনিয়মের কারণে কেন তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা মোতাবেক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রধান প্রকৌশলী বরাবর দাখিল করা জন্য নির্দেশ প্রদান করা হলো।’
এই নোটিশে সাইফুল ইসলামের বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রে উল্লেখ করা হয়েছে। আর সম্পা সাহা যুক্তরাষ্ট্রে গমনের আগে ইইডি থেকে ‘অনাপত্তিপত্র’ নেননি বলে জানা গেছে।
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
শিক্ষায় অবকাঠামো নির্মাণে ঠিকাদারদের অগ্রিম বিল পরিশোধের ঘটনায় শাস্তির আওতায় আসছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) দুই নির্বাহী প্রকৌশলী। তাদের একজনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা এবং একই উদ্দেশ্যে অন্যজনকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। তারা দুজনই অগ্রিম বিল দেয়ার পর ‘শিক্ষা ছুটির’ নামে যুক্তরাষ্ট্রে চলে গেছেন।
এর মধ্যে নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী সম্পা সাহাকে দেয়া কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, ‘নারায়ণগঞ্জ জেলার সার্বিক কার্যক্রম বাস্তব অগ্রগতির সঙ্গে আর্থিক ব্যয়ের গরমিল পরিলক্ষিত হওয়ায় পাঁচ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব প্রদানের জন্য আপনাকে নির্দেশনা দেয়া হয়। ইতোমধ্যে জবাব প্রদানের সময়সীমা বিগত ১০ ফেব্রুয়ারি অতিক্রান্ত হলেও আপনি জবাব প্রদান করেনি, যা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ মোতাবেক অসদাচরণের শামিল।’
এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায়, অসদাচরণের দায়ে কেন আপনার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা মোতাবেক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সন্তোষজনক জবাব আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রধান প্রকৌশলী বরাবর দাখিল করার জন্য পুনরায় নির্দেশ প্রদান করা হলো।’
কিশোরগঞ্জের সাবেক নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে সোমবার দেয়া কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, প্রধান কার্যালয়ের একজন নির্বাহী প্রকৌশলী গত ২৫ ও ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। ‘পরিদর্শনকালে উন্নয়ন কাজের বাস্তব
অগ্রগতির সঙ্গে আর্থিক ব্যয়ের গরমিল পরিলক্ষিত হয়। যা গুরুতর আর্থিক অনিয়মের শামিল।’
নোটিশে বলা হয়, ‘এমতাবস্থায়, আর্থিক অনিয়মের কারণে কেন তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা মোতাবেক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রধান প্রকৌশলী বরাবর দাখিল করা জন্য নির্দেশ প্রদান করা হলো।’
এই নোটিশে সাইফুল ইসলামের বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রে উল্লেখ করা হয়েছে। আর সম্পা সাহা যুক্তরাষ্ট্রে গমনের আগে ইইডি থেকে ‘অনাপত্তিপত্র’ নেননি বলে জানা গেছে।