জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঈদের আগেই দুটি ভাগে বিভক্ত হচ্ছে। নতুন এই কাঠামো অনুযায়ী, সংস্থাটি রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুই ভাগে বিভক্ত হয়ে আগামী অর্থবছরের প্রথম দিন থেকেই কার্যক্রম শুরু করবে।
বুধবার এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ তথ্য জানান। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আমাকে ডেকেছিলেন এবং বলেছেন, ঈদের আগেই অধ্যাদেশ হয়ে যাবে। আগামী জুলাই থেকে এটি কার্যকর হবে।”
নতুন কাঠামোয় এনবিআরের কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তারাই মূল দায়িত্বে থাকবেন। পাশাপাশি অর্থনীতি, অর্থায়ন ও গবেষণায় দক্ষ কিছু বিশেষজ্ঞও যুক্ত হবেন। এনবিআর চেয়ারম্যান বলেন, “রাজস্ব ব্যবস্থাপনায় যারা অভিজ্ঞ, তারাই এ কাজ করবেন। তবে অক্সিলারি ফোর্স হিসেবে অন্যদেরও রাখা হবে।”
নতুন কাঠামোর ফলে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (TIN) থাকা সত্ত্বেও যারা রিটার্ন দাখিল করেন না, তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে। একই সঙ্গে ব্যবসায়িক শনাক্তকরণ নম্বরধারীদের (BIN) কার্যক্রমও আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যাবে।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, “এতোদিন রাজস্ব সংগ্রহের বড় চাপ ছিল, যা নীতির ওপর ভিত্তি করে আদায়ের চেষ্টা করা হতো। এতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে। বিনিয়োগ আকর্ষণে অসঙ্গতি এক বড় বাধা হয়ে দাঁড়ায়, যা অনেককে নিরুৎসাহিত করে। সুশাসনের অভাব ও আইনের শৈথিল্যের কারণে করজাল ছোট আকারে সীমাবদ্ধ ছিল। এই কাঠামো বদলে যাবে।”
এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। কর কমিশনার ও সংগঠনের সভাপতি মুতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে কর অঞ্চল-৬ এর কর কমিশনার ইকতিয়ার উদ্দিন মামুন আলোচ্য বিষয়ে উপস্থাপনা করেন এবং মহাসচিব সৈয়দ মহিদুল হাসান স্বাগত বক্তব্য দেন।
বুধবার, ১২ মার্চ ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঈদের আগেই দুটি ভাগে বিভক্ত হচ্ছে। নতুন এই কাঠামো অনুযায়ী, সংস্থাটি রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুই ভাগে বিভক্ত হয়ে আগামী অর্থবছরের প্রথম দিন থেকেই কার্যক্রম শুরু করবে।
বুধবার এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ তথ্য জানান। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আমাকে ডেকেছিলেন এবং বলেছেন, ঈদের আগেই অধ্যাদেশ হয়ে যাবে। আগামী জুলাই থেকে এটি কার্যকর হবে।”
নতুন কাঠামোয় এনবিআরের কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তারাই মূল দায়িত্বে থাকবেন। পাশাপাশি অর্থনীতি, অর্থায়ন ও গবেষণায় দক্ষ কিছু বিশেষজ্ঞও যুক্ত হবেন। এনবিআর চেয়ারম্যান বলেন, “রাজস্ব ব্যবস্থাপনায় যারা অভিজ্ঞ, তারাই এ কাজ করবেন। তবে অক্সিলারি ফোর্স হিসেবে অন্যদেরও রাখা হবে।”
নতুন কাঠামোর ফলে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (TIN) থাকা সত্ত্বেও যারা রিটার্ন দাখিল করেন না, তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে। একই সঙ্গে ব্যবসায়িক শনাক্তকরণ নম্বরধারীদের (BIN) কার্যক্রমও আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যাবে।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, “এতোদিন রাজস্ব সংগ্রহের বড় চাপ ছিল, যা নীতির ওপর ভিত্তি করে আদায়ের চেষ্টা করা হতো। এতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে। বিনিয়োগ আকর্ষণে অসঙ্গতি এক বড় বাধা হয়ে দাঁড়ায়, যা অনেককে নিরুৎসাহিত করে। সুশাসনের অভাব ও আইনের শৈথিল্যের কারণে করজাল ছোট আকারে সীমাবদ্ধ ছিল। এই কাঠামো বদলে যাবে।”
এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। কর কমিশনার ও সংগঠনের সভাপতি মুতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে কর অঞ্চল-৬ এর কর কমিশনার ইকতিয়ার উদ্দিন মামুন আলোচ্য বিষয়ে উপস্থাপনা করেন এবং মহাসচিব সৈয়দ মহিদুল হাসান স্বাগত বক্তব্য দেন।