ঢাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালু হয়েছে ‘হেল্প’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে চলন্ত বাস বা যেকোনো গণপরিবহনে হয়রানি বা যৌন নিপীড়নের শিকার হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাওয়া যাবে এবং অভিযোগ জানানো যাবে।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প) নামে এই পরিষেবাটি চালু করেছে। আজ শনিবার রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার ভবনে অ্যাপটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক, আর প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি বলেন, নারী নিপীড়নের ঘটনায় ভুক্তভোগীরা অনেক সময় অভিযোগ করতে চান না। নতুন পরিষেবাটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, এবং এখন থেকে এই অ্যাপে করা অভিযোগগুলোকে এফআইআর হিসেবে গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নারী নির্যাতনের যে খবর পাওয়া যাচ্ছে, বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায় থেকে উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।
সভাপতির বক্তব্যে বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক জানান, নারীর প্রতি সহিংসতা রোধে বিজেসি ভবিষ্যতেও কাজ করবে।
প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে এই সেবা ঢাকার বছিলা থেকে সায়েদাবাদ রুটে চালু করা হবে। তবে সীমিত পরিসরে হলেও দেশের যেকোনো প্রান্ত থেকে নারীরা এই সেবা নিতে পারবেন।
শনিবার, ১৫ মার্চ ২০২৫
ঢাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালু হয়েছে ‘হেল্প’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে চলন্ত বাস বা যেকোনো গণপরিবহনে হয়রানি বা যৌন নিপীড়নের শিকার হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাওয়া যাবে এবং অভিযোগ জানানো যাবে।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প) নামে এই পরিষেবাটি চালু করেছে। আজ শনিবার রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার ভবনে অ্যাপটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক, আর প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি বলেন, নারী নিপীড়নের ঘটনায় ভুক্তভোগীরা অনেক সময় অভিযোগ করতে চান না। নতুন পরিষেবাটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, এবং এখন থেকে এই অ্যাপে করা অভিযোগগুলোকে এফআইআর হিসেবে গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নারী নির্যাতনের যে খবর পাওয়া যাচ্ছে, বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায় থেকে উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।
সভাপতির বক্তব্যে বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক জানান, নারীর প্রতি সহিংসতা রোধে বিজেসি ভবিষ্যতেও কাজ করবে।
প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে এই সেবা ঢাকার বছিলা থেকে সায়েদাবাদ রুটে চালু করা হবে। তবে সীমিত পরিসরে হলেও দেশের যেকোনো প্রান্ত থেকে নারীরা এই সেবা নিতে পারবেন।