গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর কয়েক ডজন ইসরায়েলি বিমান হামলা হয়েছে। এসব হামলায় মূলত নারী ও শিশুরাই নিহত হয়েছে, বলছে জাতিসংঘ।
এর মধ্যে শুক্রবার দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১০ জন মারা গেছে।
জাতিসংঘের মানবাধিকার অফিসের একটি প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, জোরপূর্বক বাস্তুচ্যুতি বাড়ছে, যা গাজায় প্যালেস্টাইনিদের অস্তিত্ব নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর সতর্ক করে বলেছে, গাজায় ইসরায়েলের কর্মকা- গোষ্ঠী হিসেবে প্যালেস্টাইনিদের অস্তিত্বকে ক্রমাগত বিপন্ন করছে।
মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘ইসরায়েল গাজার প্যালেস্টাইনিদের ওপর এমন পরিস্থিতি তৈরি করছে যা তাদের গোষ্ঠী হিসেবে অস্তিত্বের প্রশ্নে অসঙ্গতিপূর্ণ।’
ডন লিখেছে, হামাসের সঙ্গে দুই মাসের যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ গাজায় ফের ইসরায়েল হামলা শুরু করে। সর্বশেষ হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনিসে একই পরিবারের সদস্যদের হত্যার বিষয়টি তারা খতিয়ে দেখছে।
বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘মধ্যাঞ্চলীয় খান ইউনিসে ফারা পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর সাত শিশুসহ ১০ জনকে শহীদ হিসেবে হাসপাতালে আনা হয়েছে।’
ঘটনার ফুটেজে সাদা কাফন ও কম্বলে মোড়ানো বেশ কয়েকটি মৃতদেহ দেখা গেছে এবং বাড়ির
ফুটেজে কংক্রিটের স্ল্যাব ও দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব দেখা গেছে।
১৮ মার্চ থেকে ইসরায়েলি বাহিনীর হাতে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত প্যালেস্টাইনির স্বাস্থ্য মন্ত্রণালয়।
চলমান ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ বলেছে, ‘নিহতদের একটি বড় শতাংশই শিশু ও নারী।’
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে, গত ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে বাস্তুচ্যুতদের আবাসিক ভবন ও তাঁবুতে ইসরায়েলি হামলার প্রায় ২২৪টি ঘটনা ঘটেছে।
‘জাতিসংঘের মানবাধিকার দপ্তর ৩৬টি হামলায় কেবল নারী ও শিশু নিহত হওয়ার খবর পেয়েছে।’
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান তুরস্কে সেখানকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৫৪২ জন প্যালেস্টাইনি নিহত হয়েছে। আর ২০২৩ সালের অক্টোবর থেকে যে যুদ্ধ শুরু হয়েছে তার নিরিখে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৯১২ জনে।
দুই মাসের যুদ্ধবিরতির মধ্যে ১৯ জানুয়ারি প্রায় ১৮০০ প্যালেস্টাইনি বন্দিবিনিময়ে আট কফিনসহ ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে ফেরত দেয়া হয়। পাসওবার ছুটির বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাকি জিম্মিদের দেশে ফেরানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বন্দি মুক্তির আলোচনায় অগ্রগতির বিষয়ে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ফিরিয়ে আনার কাছাকাছি পথে রয়েছি।’
শনিবার, ১২ এপ্রিল ২০২৫
গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর কয়েক ডজন ইসরায়েলি বিমান হামলা হয়েছে। এসব হামলায় মূলত নারী ও শিশুরাই নিহত হয়েছে, বলছে জাতিসংঘ।
এর মধ্যে শুক্রবার দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১০ জন মারা গেছে।
জাতিসংঘের মানবাধিকার অফিসের একটি প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, জোরপূর্বক বাস্তুচ্যুতি বাড়ছে, যা গাজায় প্যালেস্টাইনিদের অস্তিত্ব নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর সতর্ক করে বলেছে, গাজায় ইসরায়েলের কর্মকা- গোষ্ঠী হিসেবে প্যালেস্টাইনিদের অস্তিত্বকে ক্রমাগত বিপন্ন করছে।
মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘ইসরায়েল গাজার প্যালেস্টাইনিদের ওপর এমন পরিস্থিতি তৈরি করছে যা তাদের গোষ্ঠী হিসেবে অস্তিত্বের প্রশ্নে অসঙ্গতিপূর্ণ।’
ডন লিখেছে, হামাসের সঙ্গে দুই মাসের যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ গাজায় ফের ইসরায়েল হামলা শুরু করে। সর্বশেষ হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনিসে একই পরিবারের সদস্যদের হত্যার বিষয়টি তারা খতিয়ে দেখছে।
বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘মধ্যাঞ্চলীয় খান ইউনিসে ফারা পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর সাত শিশুসহ ১০ জনকে শহীদ হিসেবে হাসপাতালে আনা হয়েছে।’
ঘটনার ফুটেজে সাদা কাফন ও কম্বলে মোড়ানো বেশ কয়েকটি মৃতদেহ দেখা গেছে এবং বাড়ির
ফুটেজে কংক্রিটের স্ল্যাব ও দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব দেখা গেছে।
১৮ মার্চ থেকে ইসরায়েলি বাহিনীর হাতে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত প্যালেস্টাইনির স্বাস্থ্য মন্ত্রণালয়।
চলমান ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ বলেছে, ‘নিহতদের একটি বড় শতাংশই শিশু ও নারী।’
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে, গত ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে বাস্তুচ্যুতদের আবাসিক ভবন ও তাঁবুতে ইসরায়েলি হামলার প্রায় ২২৪টি ঘটনা ঘটেছে।
‘জাতিসংঘের মানবাধিকার দপ্তর ৩৬টি হামলায় কেবল নারী ও শিশু নিহত হওয়ার খবর পেয়েছে।’
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান তুরস্কে সেখানকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৫৪২ জন প্যালেস্টাইনি নিহত হয়েছে। আর ২০২৩ সালের অক্টোবর থেকে যে যুদ্ধ শুরু হয়েছে তার নিরিখে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৯১২ জনে।
দুই মাসের যুদ্ধবিরতির মধ্যে ১৯ জানুয়ারি প্রায় ১৮০০ প্যালেস্টাইনি বন্দিবিনিময়ে আট কফিনসহ ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে ফেরত দেয়া হয়। পাসওবার ছুটির বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাকি জিম্মিদের দেশে ফেরানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বন্দি মুক্তির আলোচনায় অগ্রগতির বিষয়ে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ফিরিয়ে আনার কাছাকাছি পথে রয়েছি।’