image

নারীর প্রতি সহিংসতার তথ্যভাণ্ডার: চালু হলো ‘ভাউ ট্র্যাকার’ ওয়েবসাইট

নিজস্ব বার্তা পরিবেশক

দেশে প্রতিনিয়ত নারীর প্রতি সহিংসতার নানা ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়, এ নিয়ে হয় গবেষণা। তবে প্রতিবেদন তৈরি করা বা গবেষণার সময় নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ে কখনো কখনো। এই সংকট নিরসনে চালু হয়েছে ‘ভাউ ট্র্যাকার’ (https://www. vawtracker.com) নামের একটি তথ্যভিত্তিক ওয়েবসাইট।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে হোটেল বেঙ্গল ক্যানারি পার্ক-এ আয়োজিত এক অনুষ্ঠানে ‘ভাউ ট্র্যাকার বাংলাদেশ’ ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই প্ল্যাটফর্মে নারীর প্রতি সহিংসতা সংক্রান্ত দৈনিক, মাসিক ও বার্ষিক তথ্য-উপাত্ত পাওয়া যাবে।

রিয়েল টাইমে সংরক্ষিত এসব ডেটা বিশ্লেষণের মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের প্রবণতা ও পূর্ববর্তী বছরের তুলনায় বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।

ওয়েবসাইটে উপস্থাপিত তথ্যসমূহ সংগ্রহ করা হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বিভিন্ন বেসরকারি সংস্থা, দেশের শীর্ষস্থানীয় আটটি জাতীয় দৈনিক, একটি অনলাইন নিউজ পোর্টাল এবং চট্টগ্রামভিত্তিক তিনটি পত্রিকা থেকে। এসব তথ্য যাচাই-বাছাই করে নির্ভরযোগ্যতার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ট্র্যাকারটিতে ভুক্তভোগী ও অভিযুক্ত ব্যক্তিদের বয়স, জেলা ও উপজেলা অনুযায়ী বিশ্লেষণ, সহিংসতার ধরন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সংখ্যাসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

উদ্বোধনী আয়োজনে বক্তারা বলেন, “এক জায়গায় কেন্দ্রীভূতভাবে তথ্য, চিত্র ও পরিসংখ্যান পাওয়া গবেষণা, সচেতনতা এবং নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তারা আরও বলেন, “নারীর প্রতি সহিংসতা রোধে তথ্যের যথাযথ ব্যবহার অপরিহার্য। এই প্ল্যাটফর্ম গবেষক, সাংবাদিক, নীতিনির্ধারক ও উন্নয়নকর্মীদের জন্য সহায়ক হবে বলে আমরা আশাবাদী।”

‘কানেক্টিং ডটস: এক্সপোজিং ভাউ থ্রু ওপেন ডেটা, অ্যানোনিমাস রিপোর্টিং অ্যান্ড রাইট টু ইনফরমেশন অ্যাক্ট’ শীর্ষক এক বছর মেয়াদি প্রকল্পের আওতায় ওয়েবসাইটটি বাস্তবায়ন করছে দেশের চারটি সংগঠন—ডেটাফুল, উৎস, সংবাদ এবং সুপ্রভাত বাংলাদেশ। প্রকল্পে সহায়তা দিয়েছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং আর্টিকেল ১৯।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ডেটাফুল-এর প্রতিষ্ঠাতা পলাশ দত্ত, দৈনিক সংবাদ-এর নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম এবং ইউনাইট থিয়েটার ফর সোশাল অ্যাকশন (উৎস)-এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা।

‘জাতীয়’ : আরও খবর

» কারান্তরীণ সাবেক মেয়র আতিক ও স্ত্রী-মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

» হাদি হত্যার বিচার যাতে না হয় সেই ষড়যন্ত্র চলমান: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

» শিক্ষার্থীদের জনকল্যাণে অবদান রাখার আহ্বান শিক্ষা উপদেষ্টার

» এবারের নির্বাচন ‘লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলার’: ইসি সানাউল্লাহ

» সাবেক ভূমি মন্ত্রীসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

» অপারেশন ডেভিল হান্ট: গ্রেপ্তার ২৭ হাজার, আগ্নেয়াস্ত্র উদ্ধার ২৬৮

» ক্রিকেটারদের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস করবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

» মনোনয়নপত্র বাতিল: ইসিতে আপিলের আরও ১৩১ আবেদন

সম্প্রতি