alt

জাতীয়

তলানিতে শেয়ারবাজার, ছয় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ডিএসইর সূচক

রেজাউল করিম : শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

দিনের পর দিন তলানিতে নেমে যাচ্ছে দেশের শেয়ারবাজার। লেনদেনের শুরুতে কিছুটা উঠলেও দিনের শেষে পতনের খাতায় নাম লেখায়। তবে কেন এমন ধারাবাহিক পতন তার কোনো কারণ বলতে পারছেন না কেউই। যেন অজানা কোনো কারণে নেমে যাচ্ছে তলানিতে। কোনো উপায় না দেখে রাগে-ক্ষোভে রাস্তায় নেমেছেন বিনিয়োগকারীরা। পতন ঠেকাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার অনুরোধ করছেন তারা।

টানা নয় দিনের পতনের পর সপ্তাহের শেষ দিন গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট কমে ৫ হাজার পয়েন্টের নিচে ৪ হাজার ৯৭২ দশমিক ৫৯ পয়েন্টে নেমে এসেছে। এই সূচক গত ছয় মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে এক দিনে ১৪৯ পয়েন্ট হারিয়ে ৫ হাজারের নিচে সূচক নামে গত বছরের ২৭ অক্টোবর। সেদিন ডিএসইএক্স ছিল ৪ হাজার ৯৬৫ পয়েন্টে।

ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম পদত্যাগ করেন। এরপর পুঁজিবাজার সংস্কারের উদ্যোগে নানা নাটকীয়তার পর খন্দকার রাশেদ মাকসুদকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। এরপর গত আট মাসে ডিএসইএক্স সূচক ১ হাজার পয়েন্টের বেশি কমেছে।

এই বিষয়ে শুক্রবার, (২৫ এপ্রিল) কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও পুঁজিবাজার বিশেষজ্ঞ আবু আহমেদের সঙ্গে। শেয়ারবাজারের পতনের জন্য তিনি কিছু কারণ উল্লেখ করেন। তিনি সংবাদকে বলেন, ‘নির্দিষ্ট করে বলা না গেলেও শেয়ারবাজারের পতনের বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন, শেয়ারবাজারে তারল্য সংকট রয়েছে। আগে ব্যাংকের সুদের হার কম ছিল। মানুষ তখন শেয়ারবাজারে বিনিয়োগ করতেন। এখন সুদের হার বাড়ানো হয়েছে। অনেকে এখন শেয়ারবাজারে বিনিয়োগ না করে ব্যাংকে টাকা জমা রাখেন। বন্ডের সুদ বাড়ানো হয়েছে। শেয়ারবাজার ছেড়ে সেখানেও অনেকে বিনিয়োগ করছেন। তাছাড়া, আজ থেকে ১৫ বছর আগে প্রায় সব লিজিং কোম্পানি ভালো করছিল, ব্যাংকগুলো ভালো করছিল, মিউচুয়্যাল ফান্ডগুলো ভালো করছিল। এখন এসব প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা উঠে গেছে। তারা এখন শেয়ারবাজারবিমুখ হচ্ছেন। এটাও বাজারের পতনের জন্য দায়ী।’

ডিএসই এর প্রধান সূচক ডিএসইএক্স বিশ্লেষণ করে দেখা যায়, গত বছর জুন মাসের মাঝামাঝি সময়ে ডিএসইএক্স সূচক তলানিতে নামে। জুনের ১১ তারিখে সূচকের অবস্থান ছিল ৫০৭০ পয়েন্ট। এরপরের মাসে কিছুটা বেড়ে জুলাইয়ের ৯ তারিখে দাঁড়ায় ৫৫৯৪ পয়েন্টে। এরপর গত আগস্ট মাসে আবার কিছুটা পতন হয়ে আবার উত্থান হয়। আগস্টের ৪ তারিখে সূচকের অবস্থান ছিল ৫২২৯ পয়েন্টে এবং ১১ তারিখে বড় লাফ দিয়ে উঠে দাঁড়ায় ৬০১৫ পয়েন্টে। মূলত, ছাত্র-জনতা অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের কারণে এই উত্থান হয়েছিল।

এরপর আবার কিছুটা পতন হয়। গত অক্টোবরের ২৮ তারিখে বড় পতন হয়ে সূচক নেমে যায় ৪৮৯৮ পয়েন্টে। পরের মাস নভেম্বরে আবার কিছুটা বেড়ে দাঁড়ায় ৫৩৬৫ পয়েন্টে। এরপর থেকে ধারাবাহিক পতন চলতে থাকে শেয়ারবাজারে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমে দাঁড়ায় ৪৯৭২ পয়েন্টে। অর্থাৎ আগস্টে যে সূচক ছয় হাজার ছাড়িয়ে যায় সেই সূচক আট মাসের ব্যবধানে এক হাজার পয়েন্ট কমে যায়।

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ১৩ আগস্ট পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দেয়া হয়েছিল। কিন্তু তার ওই নিয়োগ নিয়ে বিতর্ক ওঠে। ফেইসবুকে অনেকেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, পুঁজিবাজারের আলোচিত নাম সালমান এফ রহমানের সঙ্গে মাসরুরের সম্পর্ক থাকার কথা তোলেন। দু’জনের ঘনিষ্ঠতার নজির হিসেবে তাদের ছবিও দেন কেউ কেউ। এরপর বিএসইসির কর্মকর্তাদের একাংশ মাসরুর রিয়াজের নিয়োগ নিয়ে আপত্তি তোলেন। সেই আপত্তির মুখে নতুন কর্মস্থলে যোগদান করেননি তিনি।

এর মধ্যে গত ১৪ আগস্টই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইট থেকে মাসরুরের নিয়োগের প্রজ্ঞাপনটি সরিয়ে ফেলা হয়। এই পরিস্থিতিতে গত ১৮ আগস্ট খন্দকার রাশেদ মাকসুদকে বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

পুঁজিবাজারের লেনদেন কমে গেলে তাতে বিনিয়োগকারীরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকসহ বাজারের অংশীজনেরাও বড় লোকসানের মুখে পড়েন। ২০১০ সালের বড় ধসের পর থেকে পুঁজিবাজারের এমন পরিস্থিতিই চলছে। মাঝে মধ্যে অবশ্য কিছুটা উত্থান দেখা গেলেও সেটি স্থায়ী হয় না। এর কারণে হঠাৎ আশার ঝিলিক দেখা গেলেও আবার হতাশার মুখোমুখি হতে হয় বিনিয়োগকারীদের।

বাজার অংশীজন থেকে শুরু করে বিনিয়োগকারী সবারই এখন একটাই বক্তব্য- কেউ ভালো নেই। কারণ, শেয়ারের অব্যাহত দরপতনে সবাই বড় অঙ্কের পুঁজি হারিয়েছেন। বাজার অংশীজনেরা বলছেন, সরকার বদলের পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নেতৃত্বের বদল হলেও বাজারে কোনো আশার আলো দেখা যায়নি। বিদ্যমান সংকটেরও যেন কোনো সমাধান নেই। যে কারণে বাজার কেবলই দরপতনের একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। তাতে হতাশা বাড়ছে সর্বমহলে। এমন পরিস্থিতিতে গত বুধবার ফের রাস্তায় নামেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ও পুরনো ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেন তারা।

তবে সাময়িক পতন হলেও শেয়ারবাজার নিয়ে আশাবাদী আবু আহমেদ। তিনি সংবাদকে বলেন, ‘দেশের অর্থনীতি যেমন যাবে, তেমন যাবে দেশের শেয়ারবাজার। অর্থনীতি যেমন একটা চ্যালেঞ্জিং সময় পার করছে ঠিক তেমনটা করছে শেয়ারবাজারও। যেমন, অন্তর্বর্তী সরকার আগের সরকারের বকেয়া ঋণগুলো এখন শোধ করছে। অর্থাৎ যেসব ডলার আয় হচ্ছে সেগুলো ঋণ শোধ করতে ব্যয় হচ্ছে। এই ব্যয়গুলো কাটিয়ে উঠলে তখন অর্থনীতি চাঙ্গা হবে। আর অর্থনীতি চাঙ্গা হলে তার ইতিবাচক প্রভাব শেয়ারবাজারেও পড়বে।’

‘জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিন’

ইলিয়াস কাঞ্চন-শওকত মাহমুদের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’

ছবি

সিলেট অঞ্চলে বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান

রাজধানীতে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতা গ্রেপ্তার

কাজী নাবিল পরিবারের ৩৬২ একর জমিসহ বাড়ি ও ফ্ল্যাট জব্দ

ছবি

অদৃশ্য থেকেই পরিষদ চালাচ্ছেন তিন ইউপি চেয়ারম্যান

সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব: সাইফুল হক

হবিগঞ্জ ও ঈশ্বরদীতে সংঘর্ষ, ৪ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত

ছবি

আট মাসে ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

ছবি

জঙ্গিদের খোঁজে ভারত, উত্তেজনা আরও চড়েছে পাকিস্তানের সঙ্গে

শনিবার ও থাকবে তাপপ্রবাহ

সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা মানবে না বিএনপি

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে

সবজির দাম কমেনি, বেড়ে চলেছে পেঁয়াজ ও চালের দাম

দাবি আদায়ে এবার পরীক্ষা না দেয়ার ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ছবি

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা

ছবি

দাবি আদায়ে পরীক্ষা বর্জনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের, প্রশাসনিক ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি

ছবি

প্রবাসীদের অবদানে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি: প্রধান উপদেষ্টা ইউনূস

ছবি

বিসিএস জট কমাতে রোডম্যাপ, ক্যাডার বাছাইয়ে আসছে নতুন পদ্ধতি: পিএসসি চেয়ারম্যান

জিয়াউলের ১০০ বিঘা জমি জব্দ ও ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মডেল মেঘনার জামিন নাকচ

ছবি

নাগলিঙ্গমের সুবাসে বিমোহিত বিটিআরআই প্রাঙ্গণ

ছবি

চট্টগ্রাম বন্দরে ৬৬৩ জনের পদোন্নতি এবং ৩৬৩ জনকে নিয়োগ দেয়া হচ্ছে

ব্যাটারিচালিত অটোরিকশায় না চড়তে ডিএনসিসি প্রশাসকের অনুরোধ

পাচারের টাকায় দুবাইয়ে সম্পত্তি: নাফিজ সরাফতসহ ৭৮ ব্যক্তির তথ্য চেয়েছে দুদক

তিন উপজেলায় বিএনপির গৃহবিবাদ: ৮ মাসে ১০ কর্মী খুন

ছবি

এলাকার কলেজে পড়লেই পারতে, গেটআউট: জবি শিক্ষার্থীকে রেজিস্ট্রার

ছবি

রানা প্লাজা ধসের ১২ বছর: স্বজনদের আহাজারি থামেনি, সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি

‘বাবার ভুলের জন্য দুঃখিত’ ঠিকাদারি লাইসেন্স নিয়ে মুখ খুললেন উপদেষ্টা আসিফ

ছবি

বাংলাদেশ পুনর্গঠনে ইউনূসকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

ছবি

অপহরণের আট দিন পর মুক্তি পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী

১৫ বিচারকের সম্পদের তথ্য চেয়েছে দুদক

আন্দোলনের মুখে কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্ত

ছবি

ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ ঘোষণা পাকিস্তানের, উত্তেজনা দুই দেশের মধ্যে

ঢাকা সফর স্থগিত হলো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

ছবি

অতি দারিদ্র্যের ঝুঁকিতে বাংলাদেশ, এ বছরও অর্থনৈতিক স্থিতিশীলতা না আসার শঙ্কা

tab

জাতীয়

তলানিতে শেয়ারবাজার, ছয় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ডিএসইর সূচক

রেজাউল করিম

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

দিনের পর দিন তলানিতে নেমে যাচ্ছে দেশের শেয়ারবাজার। লেনদেনের শুরুতে কিছুটা উঠলেও দিনের শেষে পতনের খাতায় নাম লেখায়। তবে কেন এমন ধারাবাহিক পতন তার কোনো কারণ বলতে পারছেন না কেউই। যেন অজানা কোনো কারণে নেমে যাচ্ছে তলানিতে। কোনো উপায় না দেখে রাগে-ক্ষোভে রাস্তায় নেমেছেন বিনিয়োগকারীরা। পতন ঠেকাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার অনুরোধ করছেন তারা।

টানা নয় দিনের পতনের পর সপ্তাহের শেষ দিন গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট কমে ৫ হাজার পয়েন্টের নিচে ৪ হাজার ৯৭২ দশমিক ৫৯ পয়েন্টে নেমে এসেছে। এই সূচক গত ছয় মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে এক দিনে ১৪৯ পয়েন্ট হারিয়ে ৫ হাজারের নিচে সূচক নামে গত বছরের ২৭ অক্টোবর। সেদিন ডিএসইএক্স ছিল ৪ হাজার ৯৬৫ পয়েন্টে।

ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম পদত্যাগ করেন। এরপর পুঁজিবাজার সংস্কারের উদ্যোগে নানা নাটকীয়তার পর খন্দকার রাশেদ মাকসুদকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। এরপর গত আট মাসে ডিএসইএক্স সূচক ১ হাজার পয়েন্টের বেশি কমেছে।

এই বিষয়ে শুক্রবার, (২৫ এপ্রিল) কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও পুঁজিবাজার বিশেষজ্ঞ আবু আহমেদের সঙ্গে। শেয়ারবাজারের পতনের জন্য তিনি কিছু কারণ উল্লেখ করেন। তিনি সংবাদকে বলেন, ‘নির্দিষ্ট করে বলা না গেলেও শেয়ারবাজারের পতনের বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন, শেয়ারবাজারে তারল্য সংকট রয়েছে। আগে ব্যাংকের সুদের হার কম ছিল। মানুষ তখন শেয়ারবাজারে বিনিয়োগ করতেন। এখন সুদের হার বাড়ানো হয়েছে। অনেকে এখন শেয়ারবাজারে বিনিয়োগ না করে ব্যাংকে টাকা জমা রাখেন। বন্ডের সুদ বাড়ানো হয়েছে। শেয়ারবাজার ছেড়ে সেখানেও অনেকে বিনিয়োগ করছেন। তাছাড়া, আজ থেকে ১৫ বছর আগে প্রায় সব লিজিং কোম্পানি ভালো করছিল, ব্যাংকগুলো ভালো করছিল, মিউচুয়্যাল ফান্ডগুলো ভালো করছিল। এখন এসব প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা উঠে গেছে। তারা এখন শেয়ারবাজারবিমুখ হচ্ছেন। এটাও বাজারের পতনের জন্য দায়ী।’

ডিএসই এর প্রধান সূচক ডিএসইএক্স বিশ্লেষণ করে দেখা যায়, গত বছর জুন মাসের মাঝামাঝি সময়ে ডিএসইএক্স সূচক তলানিতে নামে। জুনের ১১ তারিখে সূচকের অবস্থান ছিল ৫০৭০ পয়েন্ট। এরপরের মাসে কিছুটা বেড়ে জুলাইয়ের ৯ তারিখে দাঁড়ায় ৫৫৯৪ পয়েন্টে। এরপর গত আগস্ট মাসে আবার কিছুটা পতন হয়ে আবার উত্থান হয়। আগস্টের ৪ তারিখে সূচকের অবস্থান ছিল ৫২২৯ পয়েন্টে এবং ১১ তারিখে বড় লাফ দিয়ে উঠে দাঁড়ায় ৬০১৫ পয়েন্টে। মূলত, ছাত্র-জনতা অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের কারণে এই উত্থান হয়েছিল।

এরপর আবার কিছুটা পতন হয়। গত অক্টোবরের ২৮ তারিখে বড় পতন হয়ে সূচক নেমে যায় ৪৮৯৮ পয়েন্টে। পরের মাস নভেম্বরে আবার কিছুটা বেড়ে দাঁড়ায় ৫৩৬৫ পয়েন্টে। এরপর থেকে ধারাবাহিক পতন চলতে থাকে শেয়ারবাজারে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমে দাঁড়ায় ৪৯৭২ পয়েন্টে। অর্থাৎ আগস্টে যে সূচক ছয় হাজার ছাড়িয়ে যায় সেই সূচক আট মাসের ব্যবধানে এক হাজার পয়েন্ট কমে যায়।

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ১৩ আগস্ট পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দেয়া হয়েছিল। কিন্তু তার ওই নিয়োগ নিয়ে বিতর্ক ওঠে। ফেইসবুকে অনেকেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, পুঁজিবাজারের আলোচিত নাম সালমান এফ রহমানের সঙ্গে মাসরুরের সম্পর্ক থাকার কথা তোলেন। দু’জনের ঘনিষ্ঠতার নজির হিসেবে তাদের ছবিও দেন কেউ কেউ। এরপর বিএসইসির কর্মকর্তাদের একাংশ মাসরুর রিয়াজের নিয়োগ নিয়ে আপত্তি তোলেন। সেই আপত্তির মুখে নতুন কর্মস্থলে যোগদান করেননি তিনি।

এর মধ্যে গত ১৪ আগস্টই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইট থেকে মাসরুরের নিয়োগের প্রজ্ঞাপনটি সরিয়ে ফেলা হয়। এই পরিস্থিতিতে গত ১৮ আগস্ট খন্দকার রাশেদ মাকসুদকে বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

পুঁজিবাজারের লেনদেন কমে গেলে তাতে বিনিয়োগকারীরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকসহ বাজারের অংশীজনেরাও বড় লোকসানের মুখে পড়েন। ২০১০ সালের বড় ধসের পর থেকে পুঁজিবাজারের এমন পরিস্থিতিই চলছে। মাঝে মধ্যে অবশ্য কিছুটা উত্থান দেখা গেলেও সেটি স্থায়ী হয় না। এর কারণে হঠাৎ আশার ঝিলিক দেখা গেলেও আবার হতাশার মুখোমুখি হতে হয় বিনিয়োগকারীদের।

বাজার অংশীজন থেকে শুরু করে বিনিয়োগকারী সবারই এখন একটাই বক্তব্য- কেউ ভালো নেই। কারণ, শেয়ারের অব্যাহত দরপতনে সবাই বড় অঙ্কের পুঁজি হারিয়েছেন। বাজার অংশীজনেরা বলছেন, সরকার বদলের পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নেতৃত্বের বদল হলেও বাজারে কোনো আশার আলো দেখা যায়নি। বিদ্যমান সংকটেরও যেন কোনো সমাধান নেই। যে কারণে বাজার কেবলই দরপতনের একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। তাতে হতাশা বাড়ছে সর্বমহলে। এমন পরিস্থিতিতে গত বুধবার ফের রাস্তায় নামেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ও পুরনো ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেন তারা।

তবে সাময়িক পতন হলেও শেয়ারবাজার নিয়ে আশাবাদী আবু আহমেদ। তিনি সংবাদকে বলেন, ‘দেশের অর্থনীতি যেমন যাবে, তেমন যাবে দেশের শেয়ারবাজার। অর্থনীতি যেমন একটা চ্যালেঞ্জিং সময় পার করছে ঠিক তেমনটা করছে শেয়ারবাজারও। যেমন, অন্তর্বর্তী সরকার আগের সরকারের বকেয়া ঋণগুলো এখন শোধ করছে। অর্থাৎ যেসব ডলার আয় হচ্ছে সেগুলো ঋণ শোধ করতে ব্যয় হচ্ছে। এই ব্যয়গুলো কাটিয়ে উঠলে তখন অর্থনীতি চাঙ্গা হবে। আর অর্থনীতি চাঙ্গা হলে তার ইতিবাচক প্রভাব শেয়ারবাজারেও পড়বে।’

back to top