এই দেশের শ্রম খাত মোটাদাগে অনানুষ্ঠানিক, কায়িক শ্রমে নিয়োজিত অসংখ্য মানুষ, তাদের অবদানেই ঘুরছে অর্থনীতির চাকা। মে দিবসের তাদের প্রতি অভিবাদন ও শ্রদ্ধা -সোহরাব আলম
বৃহস্পতিবার পহেলা মে, শ্রেণীর অধিকার আদায়ের দিন, মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে আন্তর্জাতিক সংহতি প্রকাশের দিন। মাঠে-ঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। ১৮৮৬ সালের এদিন দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে বুকের রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমিকরা।
মে দিবস ২০২৫-এর প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন এবারের করে’।
প্রতিবছরের ন্যায় এবারও দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, ‘শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। এ বছর মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ আমাদের দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক, আর তাদের যৌথ প্রচেষ্টাই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
মে দিবসের প্রেক্ষাপট :
দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিনে বুকের রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমজীবী মানুষ। এরই ধারাবাহিকতায় কল-কারখানায় মাঠে-ঘাটে, খেটে-খাওয়া মানুষের গৌরবময় সংহতি ও বিশ্বজুড়ে এক হওয়ার আহ্বান ধ্বনিত হয়েছিল। আমেরিকায় তখন শ্রমিকদের ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করানো হতো। এদিন ৮ ঘণ্টা শ্রমদিনের দাবিতে শ্রমিকরা এক ধর্মঘটের ডাক দিয়েছিল। এর আগে সময় বেঁধে দেয়া হয় ১ মের আগে দাবি না মানলে ধর্মঘট। কিন্তু মালিকপক্ষ কোনো সাড়া দেয়নি। শেষে ৪ মে শিকাগো
শহরের হে মার্কেটের সামনে শ্রমিকরা সমাবেশের ডাক দেয়। ওই সমাবেশে পুলিশের গুলি ও দাঙ্গায় নিরস্ত্র ১১ শ্রমিক নিহত হন। ওই শ্রমিক হত্যা এবং দাঙ্গা সৃষ্টির জন্য শ্রমিকদের নেতা আগস্ট স্পিজসহ ৮ জনকে অভিযুক্ত করা হয় এবং এক প্রহসনমূলক বিচারের পর ১৮৮৭ সালের ১১ নভেম্বর উন্মুক্ত স্থানে ছয়জনের ফাঁসি কার্যকর করা হয়। হে মার্কেটের এ গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিনটি বিশ্বের বিভিন্ন দেশে ‘মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। বাংলাদেশসহ কয়েকটি দেশে এদিনে সরকারি ছুটি থাকে।
কর্মসূচি: মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সরকারি ছুটি। সরকারি-বেসরকারি অফিস-আদালতের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক ও কলকারখানা বন্ধ থাকবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ও বেতারগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করবে। এবছরও মে দিবস উদযাপন উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এই দেশের শ্রম খাত মোটাদাগে অনানুষ্ঠানিক, কায়িক শ্রমে নিয়োজিত অসংখ্য মানুষ, তাদের অবদানেই ঘুরছে অর্থনীতির চাকা। মে দিবসের তাদের প্রতি অভিবাদন ও শ্রদ্ধা -সোহরাব আলম
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
বৃহস্পতিবার পহেলা মে, শ্রেণীর অধিকার আদায়ের দিন, মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে আন্তর্জাতিক সংহতি প্রকাশের দিন। মাঠে-ঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। ১৮৮৬ সালের এদিন দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে বুকের রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমিকরা।
মে দিবস ২০২৫-এর প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন এবারের করে’।
প্রতিবছরের ন্যায় এবারও দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, ‘শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। এ বছর মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ আমাদের দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক, আর তাদের যৌথ প্রচেষ্টাই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
মে দিবসের প্রেক্ষাপট :
দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিনে বুকের রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমজীবী মানুষ। এরই ধারাবাহিকতায় কল-কারখানায় মাঠে-ঘাটে, খেটে-খাওয়া মানুষের গৌরবময় সংহতি ও বিশ্বজুড়ে এক হওয়ার আহ্বান ধ্বনিত হয়েছিল। আমেরিকায় তখন শ্রমিকদের ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করানো হতো। এদিন ৮ ঘণ্টা শ্রমদিনের দাবিতে শ্রমিকরা এক ধর্মঘটের ডাক দিয়েছিল। এর আগে সময় বেঁধে দেয়া হয় ১ মের আগে দাবি না মানলে ধর্মঘট। কিন্তু মালিকপক্ষ কোনো সাড়া দেয়নি। শেষে ৪ মে শিকাগো
শহরের হে মার্কেটের সামনে শ্রমিকরা সমাবেশের ডাক দেয়। ওই সমাবেশে পুলিশের গুলি ও দাঙ্গায় নিরস্ত্র ১১ শ্রমিক নিহত হন। ওই শ্রমিক হত্যা এবং দাঙ্গা সৃষ্টির জন্য শ্রমিকদের নেতা আগস্ট স্পিজসহ ৮ জনকে অভিযুক্ত করা হয় এবং এক প্রহসনমূলক বিচারের পর ১৮৮৭ সালের ১১ নভেম্বর উন্মুক্ত স্থানে ছয়জনের ফাঁসি কার্যকর করা হয়। হে মার্কেটের এ গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিনটি বিশ্বের বিভিন্ন দেশে ‘মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। বাংলাদেশসহ কয়েকটি দেশে এদিনে সরকারি ছুটি থাকে।
কর্মসূচি: মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সরকারি ছুটি। সরকারি-বেসরকারি অফিস-আদালতের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক ও কলকারখানা বন্ধ থাকবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ও বেতারগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করবে। এবছরও মে দিবস উদযাপন উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।