টাউন হল বাজারে ৪ নম্বর গেটের প্রবেশ পথের গলিতে টমেটো-গাজর-শসা-লেবু কাঁচা মরিচ বিক্রি করছেন মোহাম্মদ রতন মিয়া। দামের বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদকে বলেন, ‘শশা একদাম কেজি ৮০ টাকা, টমেটো ৬০ টাকা, গাজর ৬০ টাকা, এক পোয়া কাঁচা মরিচ ৩০ টাকা, লেবুর হালি ৪০ টাকা।’
‘আস্তে আস্তে আরও দাম বাড়বো’, দাম কমা-বাড়ার প্রশ্নে জানান তিনি।
এ বাজারে বেগুন, করোলা, কাঁকরোল, ঢেঁড়স, ঝিঙ্গা, চিচিঙ্গা ও ধুন্দল সহপ্রায় সব সবজির কেজি ৮০ টাকার ওপর। শীতের সবজি এক পিস লাউ, ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
পাশের গলিতে চাল বিক্রি করছেন আক্তার হোসেন। চালের দরদাম বেঁচে বিক্রি বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদ কী বলেন, ‘সব থেকে ভালো ডায়মন্ড ব্র্যান্ডের মিনিকেট চাল কেজি ৯৫ টাকা। মোজাম্মেল মিনিকেট আছে ৯০ টাকা আর মঞ্জুর মিনিগেট ৮৪ টাকা। পুরাতন ২৮ এর চাল আর নাই, নতুন চাল নামছে কেজি ৬০ টাকা।’
এ সময় আক্তারের চালের দোকানে আসলেন বাজারে সদাই করতে আসা রিয়াজ। তার হাতে সাদা পলিথিনে মাংস দেখতে পেয়ে জিজ্ঞেসা, কিসের মাংস, কত ধরে কিনলেন? জবাবে তিনি বলেন, ‘গরুর মাংস, কেজি নিলো ৮০০ টাকা।’ ‘দাম তো মাঝখানে কমছিল, ৭৫০ টাকা। এখন আবার ৮০০ টাকায় উঠলো,’ বলে জানান তিনি।
এছাড়া বাজারের দেশি পেঁয়াজ কেজি ৬০ টাকা দেশি রসুন ১৪০ টাকা আমদানি রসুন ২২০ থেকে ২৪০ টাকা, আদা ১৪০ টাকা থেকে ২৪০ টাকা সুট মরিচ ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ বাজারে আকার ও ওজন এক কেজি রুই মাছ বিক্রি হচ্ছে কেজি ৩০০ থেকে ৫০০ টাকায়। এছাড়া চাষের শরপুটি ২৪০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা আর পাঙ্গাস ২০০ টাকায় । পাশাপাশি এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে কেজি ২৪০০ টাকায়।
শুক্রবার, (০৯ মে ২০২৫) রাজধানীর শ্যামলী কাঁচা বাজারে সবজি কিনে অন্য পণ্য সদাই করতে বাজারেই ঘোরাফেরা করছেন
মো. বিপ্লব হোসাইন। বাজারে পণ্যের দামের বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদকে বলেন, ‘ সবজির বাজারে আগুন, আগুন। সবজির কেজি ৮০ টাকা, ১শ’ আর ১’শর ওপরে । আধা কেজি এক পোয়া করে ৩০০ টাকার সবজি কিনতে হলো।’
শুক্রবার, ০৯ মে ২০২৫
টাউন হল বাজারে ৪ নম্বর গেটের প্রবেশ পথের গলিতে টমেটো-গাজর-শসা-লেবু কাঁচা মরিচ বিক্রি করছেন মোহাম্মদ রতন মিয়া। দামের বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদকে বলেন, ‘শশা একদাম কেজি ৮০ টাকা, টমেটো ৬০ টাকা, গাজর ৬০ টাকা, এক পোয়া কাঁচা মরিচ ৩০ টাকা, লেবুর হালি ৪০ টাকা।’
‘আস্তে আস্তে আরও দাম বাড়বো’, দাম কমা-বাড়ার প্রশ্নে জানান তিনি।
এ বাজারে বেগুন, করোলা, কাঁকরোল, ঢেঁড়স, ঝিঙ্গা, চিচিঙ্গা ও ধুন্দল সহপ্রায় সব সবজির কেজি ৮০ টাকার ওপর। শীতের সবজি এক পিস লাউ, ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
পাশের গলিতে চাল বিক্রি করছেন আক্তার হোসেন। চালের দরদাম বেঁচে বিক্রি বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদ কী বলেন, ‘সব থেকে ভালো ডায়মন্ড ব্র্যান্ডের মিনিকেট চাল কেজি ৯৫ টাকা। মোজাম্মেল মিনিকেট আছে ৯০ টাকা আর মঞ্জুর মিনিগেট ৮৪ টাকা। পুরাতন ২৮ এর চাল আর নাই, নতুন চাল নামছে কেজি ৬০ টাকা।’
এ সময় আক্তারের চালের দোকানে আসলেন বাজারে সদাই করতে আসা রিয়াজ। তার হাতে সাদা পলিথিনে মাংস দেখতে পেয়ে জিজ্ঞেসা, কিসের মাংস, কত ধরে কিনলেন? জবাবে তিনি বলেন, ‘গরুর মাংস, কেজি নিলো ৮০০ টাকা।’ ‘দাম তো মাঝখানে কমছিল, ৭৫০ টাকা। এখন আবার ৮০০ টাকায় উঠলো,’ বলে জানান তিনি।
এছাড়া বাজারের দেশি পেঁয়াজ কেজি ৬০ টাকা দেশি রসুন ১৪০ টাকা আমদানি রসুন ২২০ থেকে ২৪০ টাকা, আদা ১৪০ টাকা থেকে ২৪০ টাকা সুট মরিচ ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ বাজারে আকার ও ওজন এক কেজি রুই মাছ বিক্রি হচ্ছে কেজি ৩০০ থেকে ৫০০ টাকায়। এছাড়া চাষের শরপুটি ২৪০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা আর পাঙ্গাস ২০০ টাকায় । পাশাপাশি এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে কেজি ২৪০০ টাকায়।
শুক্রবার, (০৯ মে ২০২৫) রাজধানীর শ্যামলী কাঁচা বাজারে সবজি কিনে অন্য পণ্য সদাই করতে বাজারেই ঘোরাফেরা করছেন
মো. বিপ্লব হোসাইন। বাজারে পণ্যের দামের বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদকে বলেন, ‘ সবজির বাজারে আগুন, আগুন। সবজির কেজি ৮০ টাকা, ১শ’ আর ১’শর ওপরে । আধা কেজি এক পোয়া করে ৩০০ টাকার সবজি কিনতে হলো।’