আমিরুল মোমিনিন সাগর

শুক্রবার, ০৯ মে ২০২৫

নিত্যপণ্যের দাম বাড়ছেই, আরও বৃদ্ধির আশঙ্কা

নিত্যপণ্যের দাম বাড়ছেই, আরও বৃদ্ধির আশঙ্কা

শুক্রবার, ০৯ মে ২০২৫
আমিরুল মোমিনিন সাগর

টাউন হল বাজারে ৪ নম্বর গেটের প্রবেশ পথের গলিতে টমেটো-গাজর-শসা-লেবু কাঁচা মরিচ বিক্রি করছেন মোহাম্মদ রতন মিয়া। দামের বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদকে বলেন, ‘শশা একদাম কেজি ৮০ টাকা, টমেটো ৬০ টাকা, গাজর ৬০ টাকা, এক পোয়া কাঁচা মরিচ ৩০ টাকা, লেবুর হালি ৪০ টাকা।’

‘আস্তে আস্তে আরও দাম বাড়বো’, দাম কমা-বাড়ার প্রশ্নে জানান তিনি।

এ বাজারে বেগুন, করোলা, কাঁকরোল, ঢেঁড়স, ঝিঙ্গা, চিচিঙ্গা ও ধুন্দল সহপ্রায় সব সবজির কেজি ৮০ টাকার ওপর। শীতের সবজি এক পিস লাউ, ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

পাশের গলিতে চাল বিক্রি করছেন আক্তার হোসেন। চালের দরদাম বেঁচে বিক্রি বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদ কী বলেন, ‘সব থেকে ভালো ডায়মন্ড ব্র্যান্ডের মিনিকেট চাল কেজি ৯৫ টাকা। মোজাম্মেল মিনিকেট আছে ৯০ টাকা আর মঞ্জুর মিনিগেট ৮৪ টাকা। পুরাতন ২৮ এর চাল আর নাই, নতুন চাল নামছে কেজি ৬০ টাকা।’

এ সময় আক্তারের চালের দোকানে আসলেন বাজারে সদাই করতে আসা রিয়াজ। তার হাতে সাদা পলিথিনে মাংস দেখতে পেয়ে জিজ্ঞেসা, কিসের মাংস, কত ধরে কিনলেন? জবাবে তিনি বলেন, ‘গরুর মাংস, কেজি নিলো ৮০০ টাকা।’ ‘দাম তো মাঝখানে কমছিল, ৭৫০ টাকা। এখন আবার ৮০০ টাকায় উঠলো,’ বলে জানান তিনি।

এছাড়া বাজারের দেশি পেঁয়াজ কেজি ৬০ টাকা দেশি রসুন ১৪০ টাকা আমদানি রসুন ২২০ থেকে ২৪০ টাকা, আদা ১৪০ টাকা থেকে ২৪০ টাকা সুট মরিচ ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বাজারে আকার ও ওজন এক কেজি রুই মাছ বিক্রি হচ্ছে কেজি ৩০০ থেকে ৫০০ টাকায়। এছাড়া চাষের শরপুটি ২৪০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা আর পাঙ্গাস ২০০ টাকায় । পাশাপাশি এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে কেজি ২৪০০ টাকায়।

শুক্রবার, (০৯ মে ২০২৫) রাজধানীর শ্যামলী কাঁচা বাজারে সবজি কিনে অন্য পণ্য সদাই করতে বাজারেই ঘোরাফেরা করছেন

মো. বিপ্লব হোসাইন। বাজারে পণ্যের দামের বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদকে বলেন, ‘ সবজির বাজারে আগুন, আগুন। সবজির কেজি ৮০ টাকা, ১শ’ আর ১’শর ওপরে । আধা কেজি এক পোয়া করে ৩০০ টাকার সবজি কিনতে হলো।’

‘জাতীয়’ : আরও খবর

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান