টমেটো কেজিতে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা, বাড়ছে ফার্মের মুরগির ডিমের দাম
নিত্যপণ্যের বাজারে বেড়েছে টমেটোর দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। গত সপ্তাহে এক কেজি টমেটো ৪০ থেকে ৪৫ টাকায় পাওয়া গেলেও শুক্রবার,(২৩ মে ২০২৫) বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮০ টাকায়। বাজারে প্রায় সব সবজি ৬০ টাকার নিচে মিলছেই না। বাড়ছে ফার্মের মুরগির ডিমের দাম। মাংস-তেল-মসলাসহ অন্যান্য পণ্য আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। রাজধানীর বাজারগুলোর খুচরা বিক্রেতারা বলছেন বেচা-বিক্রি ‘একদমই কম’। আর বাজারে আসা ক্রেতারা বলেছেন, সব কিছুর পণ্যের ‘দাম বাড়তি’।
শুক্রবার দুপুর ১২টা। রাজধানী শ্যামলী কাঁচা বাজারে অন্যান্য সপ্তাহের ছুটির দিন থেকে লোক সমাগম কম দেখা গেলে। ওই বাজারে খুচরায় পেঁয়াজ-রসুন-আদা বিক্রেতা কামাল উদ্দিন। তার কাছে বেচা-বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদকে বলেন, ‘বেচাকেনা কম ভাই, একদমই কম।’ কারণ কী? জবাবে তিনি বলেন, ‘একটা কথা বলি ভাই, মাইন্ড কইরেন না। মানুষের ইনকাম ফোর্স হলো কম। এজন্য কাস্টমারও বাজারে কম ঢোকে। আর এখন ভালো ভালো মানুষও রাস্তাঘাটে ভ্যান গাড়ি থেকে মাল কেনে। আগে রোড ঘাটে এত ভ্যান গাড়িও ছিল না। তারাই বা কী করবে, কাম কাজ নাই। দেশের অবস্থা ভাই যা শুরু হইছে, কোন দিক গইড়া (গড়িয়ে) কোন দিকে যায়..। শান্তি নাই রে ভাই, শান্তি নাই।’
বর্তমানে ব্যবসার চিত্র তুলে ধরেন একই বাজারের খুচরা বিক্রেতা সোহেল। তিনি সংবাদ কে বলেন, ‘ব্যবসার অবস্থা ভালো না। ওভারওল বিজনেস সিচুয়েশন খারাপ, সবার খারাপ আবস্থা। আগে যে বিজনেসটা হয়েছে সেই বিজনেসটা এখন আর নাই। টপ টু বটম যত বিজনেস আছে। আপারকালাস থেকে লয়ার ক্লাস কোনো ব্যবসায়ী ভালো নাই। সেল খুব খারাপ।’
কারণ কী? এ প্রশ্নে তিনি বলেন, ‘ইনকামই যদি না থাকে আপনি খরচ করবেন কী। লেনদেনটা স্থবির হয়া আছে। যাদের হাতে অঢেল টাকা আছে তারা বিনিয়োগ করতেছে না খরচও করতেছে না। তখন তো বিজনেস সিচুয়েশনটা খারাপ হবেই।
শুক্রবার রাজধানী সেগুন বাগিচা কাঁচা বাজারে সদাই করতে এসছেন শহিদ মিয়া। তার কাছে বাজারে পণ্যের দামের বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদকে বলেন, ‘সব চড়া। সব কিছুর দাম বাড়তি। ৬০ টাকার নিচে সবজি পাওয়া যাচ্ছে না। অন্য জিনিসেরও দাম বেশি আগের সরকারের সময় ছিল এই দাম। এখনও সেম দাম, তাহলে লাভটা কী? দাম কমলে সবাই স্বস্তি পাবে।’
রাজধানীর বাজারগুলোতে এখনও চড়াদামে বিক্রি হচ্ছে মাংস। বাজারভেদে এককেজি গরুর মাংস কিনতে পড়ছে ৭৮০ থেকে ৭৮০
টাকা আর খাসির মাংস ১২০০ থেকে ১২৫০ টাকা। এছাড়া দেশি মুরগি কেজি ৬৫০ টাকা, সোনালী জাতের মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা আর ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা।
বাড়ছে ফার্মের মুরগির ডিমের দাম। এক ডজন কিনতে পড়ছে ১৪০ টাকা, আর পাড়া মহল্লায় ১৪৫ টাকায়। যা গত সপ্তাহে পাওয়া যেত ১৩০ থেকে ১৩৫ টাকায়।
খুচরা বাজারে এককেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। এছাড়া দেশি রসুন কেজি ১২০ টাকা, আমদানি রসুন ২২০ টাকা, আমদানি আাদা ১৫০ থেকে ২২০ টাকায়। আর মানভেদে ও বাজারভেদে আলু বিক্রি হচ্ছে কেজি ২৫ থেকে ৩০ টাকায়।
সবজির বাজারে বেড়েছে টমেটোর দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। গত সপ্তাহে এক কেজি টমেটো ৪০ থেকে ৪৫ টাকায় পাওয়া গেলেও শুক্রবার বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮০ টাকায়। এছাড়া বেগুন-করলা-পটোল-ঢ্যাঁড়স-টমেটো-ঝিঙে-চিচিঙ্গা-ধুন্দল-বরবটি-পেঁপে-কাঁকরোল সাজনা ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে।
বাজারে পুরাতন চাল আগের দামেই বিক্রি হচ্ছে। মান-বাজার ও ব্র্যন্ডভেদে পুরাতন এককেজি মিনিকেট চাল বিক্রি পড়ছে ৮৫ থেকে ৯৫ টাকা। তবে বাজারে আসা নতুন মিনকেট চালের দাম কিছুটা কম, কেজি ৭৫ থেকে ৮০ টাকা।
টমেটো কেজিতে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা, বাড়ছে ফার্মের মুরগির ডিমের দাম
শুক্রবার, ২৩ মে ২০২৫
নিত্যপণ্যের বাজারে বেড়েছে টমেটোর দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। গত সপ্তাহে এক কেজি টমেটো ৪০ থেকে ৪৫ টাকায় পাওয়া গেলেও শুক্রবার,(২৩ মে ২০২৫) বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮০ টাকায়। বাজারে প্রায় সব সবজি ৬০ টাকার নিচে মিলছেই না। বাড়ছে ফার্মের মুরগির ডিমের দাম। মাংস-তেল-মসলাসহ অন্যান্য পণ্য আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। রাজধানীর বাজারগুলোর খুচরা বিক্রেতারা বলছেন বেচা-বিক্রি ‘একদমই কম’। আর বাজারে আসা ক্রেতারা বলেছেন, সব কিছুর পণ্যের ‘দাম বাড়তি’।
শুক্রবার দুপুর ১২টা। রাজধানী শ্যামলী কাঁচা বাজারে অন্যান্য সপ্তাহের ছুটির দিন থেকে লোক সমাগম কম দেখা গেলে। ওই বাজারে খুচরায় পেঁয়াজ-রসুন-আদা বিক্রেতা কামাল উদ্দিন। তার কাছে বেচা-বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদকে বলেন, ‘বেচাকেনা কম ভাই, একদমই কম।’ কারণ কী? জবাবে তিনি বলেন, ‘একটা কথা বলি ভাই, মাইন্ড কইরেন না। মানুষের ইনকাম ফোর্স হলো কম। এজন্য কাস্টমারও বাজারে কম ঢোকে। আর এখন ভালো ভালো মানুষও রাস্তাঘাটে ভ্যান গাড়ি থেকে মাল কেনে। আগে রোড ঘাটে এত ভ্যান গাড়িও ছিল না। তারাই বা কী করবে, কাম কাজ নাই। দেশের অবস্থা ভাই যা শুরু হইছে, কোন দিক গইড়া (গড়িয়ে) কোন দিকে যায়..। শান্তি নাই রে ভাই, শান্তি নাই।’
বর্তমানে ব্যবসার চিত্র তুলে ধরেন একই বাজারের খুচরা বিক্রেতা সোহেল। তিনি সংবাদ কে বলেন, ‘ব্যবসার অবস্থা ভালো না। ওভারওল বিজনেস সিচুয়েশন খারাপ, সবার খারাপ আবস্থা। আগে যে বিজনেসটা হয়েছে সেই বিজনেসটা এখন আর নাই। টপ টু বটম যত বিজনেস আছে। আপারকালাস থেকে লয়ার ক্লাস কোনো ব্যবসায়ী ভালো নাই। সেল খুব খারাপ।’
কারণ কী? এ প্রশ্নে তিনি বলেন, ‘ইনকামই যদি না থাকে আপনি খরচ করবেন কী। লেনদেনটা স্থবির হয়া আছে। যাদের হাতে অঢেল টাকা আছে তারা বিনিয়োগ করতেছে না খরচও করতেছে না। তখন তো বিজনেস সিচুয়েশনটা খারাপ হবেই।
শুক্রবার রাজধানী সেগুন বাগিচা কাঁচা বাজারে সদাই করতে এসছেন শহিদ মিয়া। তার কাছে বাজারে পণ্যের দামের বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদকে বলেন, ‘সব চড়া। সব কিছুর দাম বাড়তি। ৬০ টাকার নিচে সবজি পাওয়া যাচ্ছে না। অন্য জিনিসেরও দাম বেশি আগের সরকারের সময় ছিল এই দাম। এখনও সেম দাম, তাহলে লাভটা কী? দাম কমলে সবাই স্বস্তি পাবে।’
রাজধানীর বাজারগুলোতে এখনও চড়াদামে বিক্রি হচ্ছে মাংস। বাজারভেদে এককেজি গরুর মাংস কিনতে পড়ছে ৭৮০ থেকে ৭৮০
টাকা আর খাসির মাংস ১২০০ থেকে ১২৫০ টাকা। এছাড়া দেশি মুরগি কেজি ৬৫০ টাকা, সোনালী জাতের মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা আর ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা।
বাড়ছে ফার্মের মুরগির ডিমের দাম। এক ডজন কিনতে পড়ছে ১৪০ টাকা, আর পাড়া মহল্লায় ১৪৫ টাকায়। যা গত সপ্তাহে পাওয়া যেত ১৩০ থেকে ১৩৫ টাকায়।
খুচরা বাজারে এককেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। এছাড়া দেশি রসুন কেজি ১২০ টাকা, আমদানি রসুন ২২০ টাকা, আমদানি আাদা ১৫০ থেকে ২২০ টাকায়। আর মানভেদে ও বাজারভেদে আলু বিক্রি হচ্ছে কেজি ২৫ থেকে ৩০ টাকায়।
সবজির বাজারে বেড়েছে টমেটোর দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। গত সপ্তাহে এক কেজি টমেটো ৪০ থেকে ৪৫ টাকায় পাওয়া গেলেও শুক্রবার বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮০ টাকায়। এছাড়া বেগুন-করলা-পটোল-ঢ্যাঁড়স-টমেটো-ঝিঙে-চিচিঙ্গা-ধুন্দল-বরবটি-পেঁপে-কাঁকরোল সাজনা ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে।
বাজারে পুরাতন চাল আগের দামেই বিক্রি হচ্ছে। মান-বাজার ও ব্র্যন্ডভেদে পুরাতন এককেজি মিনিকেট চাল বিক্রি পড়ছে ৮৫ থেকে ৯৫ টাকা। তবে বাজারে আসা নতুন মিনকেট চালের দাম কিছুটা কম, কেজি ৭৫ থেকে ৮০ টাকা।