টাঙ্গাইলের কালীহাতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস
রাজধানীর হাতিরঝিলসংলগ্ন বাংলামোটর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন, টাঙ্গাইলের কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন, একই জেলার সখীপুরে ট্রাকচাপায় একটি শিশু, দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে একজন নারী এনজিও কর্মী এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মালবোঝাই ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন।
টাঙ্গাইলের কালিহাতী প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতীতে প্রান্তিক পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রাজধানীর হাতিরঝিলসংলগ্ন বাংলামোটর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আরশাদ আহমেদ সরকার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। সে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। নিহত আরশাদ আহমেদ লালবাগের ওয়াটার ওয়ার্কস রোড এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।
শুক্রবার,(২৩ মে ২০২৫) ভোরে গুরুতর আহত অবস্থায় আরশাদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পথেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আরশাদ মোটরসাইকেল চালিয়ে বাংলামোটর পার হওয়ার সময় দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। ঘটনার সঠিক কারণ জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এসআই শহিদুল।
শুক্রবার, বিকেল সাড়ে ৪টায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাংড়া ইউনিয়নের মূলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মির্জাপুর উপজেলার সাকিয়া চড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এস আলম (৭০) ও ঘাটাইল উপজেলার
হামিদপুর ঘোসাইবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কামরুল হাসান জানান, টাঙ্গাইল হতে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক সুপার পরিবহনের (সিলেট মেট্রো-জ ১১-০০১০) বাস টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের মূলিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে বাসের সঙ্গে এডজাস্ট হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন এবং বাসের ভিতরে থাকা আরও এক বাসের যাত্রী চাপা পড়ে নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন অন্তত ১০ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান নামের ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার, দুপুরে সখীপুর-গোড়াই সড়কের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফওয়ান সখীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড গড়গোবিন্দপুর এলাকার মাসুদ রানার ছেলে। পরিবারসূত্রে জানা যায়, শুক্রবার, দুপুর ১২টার দিকে সাফওয়ান বাবা-মায়ের সঙ্গে তার মামারবাড়ি উদ্দেশে রওয়ানা হয়। এ সময় তার বাবা অটোগাড়ি ভাড়া দেয়ার সময় সাফওয়ান রাস্তা পারাপারের জন্য দৌড় দিলে বিপরীত থেকে আসা ট্রাকচাপায় পিষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সখীপুর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, ট্রাকটি আটক করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সন্ধ্যা রাণী রায় (৩৫) নামে এক এনজিও মহিলা কর্মী মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের তেঁতুলিয়া শাহাপড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রানীরবন্দর থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী বাসে ধাক্কা লাগে এবং চাকায় পিষ্ট হয়ে সন্ধ্যা রাণী রায়ের মৃত্যু হয়। মৃত সন্ধ্যা রাণী রায় চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শেফালীর বাজার এলাকার ব্রজেনন্দ্র রায়ে মেয়ে। সন্ধ্যা রাণী রায় স্থানীয় সিটিএস এনজিওর কর্মী। দশমাই হাইওয়ের (চম্পাতলী) ওসি মো. ওমর ফারুক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ে। এতে ট্রাকচাপায় দুই বিক্রেতার প্রাণ গেছে; আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার, সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে উপজেলার আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাহাবুর রহমান। নিহতরা হলেন উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সিবাড়ির হলেক চানের ছেলে আঙ্গুর মিয়া (৪৫) এবং একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলির বাড়ির সাবু মিয়ার ছেলে মো. আলিম মিয়া (৬০)। আলিম মিয়া বাজারে দুধ ও আঙ্গুর মিয়া মুরগি বিক্রি করতে এসেছিলেন বলে জানায় পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি কাঠবোঝাই ট্রাক পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে বাজারের ভেতর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলে আলিম মারা যান। আর আঙ্গুর মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া পথে মারা যান। এছাড়া অটোরিকশার যাত্রী ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়। ওসি সাহাবুর রহমান বলেন, “সকালে ‘৯৯৯’-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের মৃত্যুর খবর পাই। ঘটনার পরপর ট্রাক রেখে চালক পালিয়ে গেছে। তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি।” ভৈরব ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আল-আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে নিহত অবস্থায় দেখতে পান তিনি। এছাড়া মুমূর্ষু অবস্থায় আরেকজনকে ঢাকার পথে মারা যান।
টাঙ্গাইলের কালীহাতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস
শুক্রবার, ২৩ মে ২০২৫
রাজধানীর হাতিরঝিলসংলগ্ন বাংলামোটর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন, টাঙ্গাইলের কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন, একই জেলার সখীপুরে ট্রাকচাপায় একটি শিশু, দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে একজন নারী এনজিও কর্মী এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মালবোঝাই ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন।
টাঙ্গাইলের কালিহাতী প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতীতে প্রান্তিক পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রাজধানীর হাতিরঝিলসংলগ্ন বাংলামোটর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আরশাদ আহমেদ সরকার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। সে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। নিহত আরশাদ আহমেদ লালবাগের ওয়াটার ওয়ার্কস রোড এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।
শুক্রবার,(২৩ মে ২০২৫) ভোরে গুরুতর আহত অবস্থায় আরশাদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পথেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আরশাদ মোটরসাইকেল চালিয়ে বাংলামোটর পার হওয়ার সময় দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। ঘটনার সঠিক কারণ জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এসআই শহিদুল।
শুক্রবার, বিকেল সাড়ে ৪টায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাংড়া ইউনিয়নের মূলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মির্জাপুর উপজেলার সাকিয়া চড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এস আলম (৭০) ও ঘাটাইল উপজেলার
হামিদপুর ঘোসাইবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কামরুল হাসান জানান, টাঙ্গাইল হতে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক সুপার পরিবহনের (সিলেট মেট্রো-জ ১১-০০১০) বাস টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের মূলিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে বাসের সঙ্গে এডজাস্ট হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন এবং বাসের ভিতরে থাকা আরও এক বাসের যাত্রী চাপা পড়ে নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন অন্তত ১০ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান নামের ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার, দুপুরে সখীপুর-গোড়াই সড়কের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফওয়ান সখীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড গড়গোবিন্দপুর এলাকার মাসুদ রানার ছেলে। পরিবারসূত্রে জানা যায়, শুক্রবার, দুপুর ১২টার দিকে সাফওয়ান বাবা-মায়ের সঙ্গে তার মামারবাড়ি উদ্দেশে রওয়ানা হয়। এ সময় তার বাবা অটোগাড়ি ভাড়া দেয়ার সময় সাফওয়ান রাস্তা পারাপারের জন্য দৌড় দিলে বিপরীত থেকে আসা ট্রাকচাপায় পিষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সখীপুর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, ট্রাকটি আটক করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সন্ধ্যা রাণী রায় (৩৫) নামে এক এনজিও মহিলা কর্মী মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের তেঁতুলিয়া শাহাপড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রানীরবন্দর থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী বাসে ধাক্কা লাগে এবং চাকায় পিষ্ট হয়ে সন্ধ্যা রাণী রায়ের মৃত্যু হয়। মৃত সন্ধ্যা রাণী রায় চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শেফালীর বাজার এলাকার ব্রজেনন্দ্র রায়ে মেয়ে। সন্ধ্যা রাণী রায় স্থানীয় সিটিএস এনজিওর কর্মী। দশমাই হাইওয়ের (চম্পাতলী) ওসি মো. ওমর ফারুক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ে। এতে ট্রাকচাপায় দুই বিক্রেতার প্রাণ গেছে; আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার, সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে উপজেলার আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাহাবুর রহমান। নিহতরা হলেন উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সিবাড়ির হলেক চানের ছেলে আঙ্গুর মিয়া (৪৫) এবং একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলির বাড়ির সাবু মিয়ার ছেলে মো. আলিম মিয়া (৬০)। আলিম মিয়া বাজারে দুধ ও আঙ্গুর মিয়া মুরগি বিক্রি করতে এসেছিলেন বলে জানায় পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি কাঠবোঝাই ট্রাক পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে বাজারের ভেতর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলে আলিম মারা যান। আর আঙ্গুর মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া পথে মারা যান। এছাড়া অটোরিকশার যাত্রী ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়। ওসি সাহাবুর রহমান বলেন, “সকালে ‘৯৯৯’-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের মৃত্যুর খবর পাই। ঘটনার পরপর ট্রাক রেখে চালক পালিয়ে গেছে। তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি।” ভৈরব ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আল-আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে নিহত অবস্থায় দেখতে পান তিনি। এছাড়া মুমূর্ষু অবস্থায় আরেকজনকে ঢাকার পথে মারা যান।