আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে সৈয়দপুর, রাজশাহী এবং কক্সবাজার রুটে অতিরিক্ত ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, ঈদে অতিরিক্ত ফ্লাইটগুলোর মধ্যে সৈয়দপুর রুটে চারটি এবং রাজশাহী রুটে তিনটি ফ্লাইট পরিচালিত হবে।
তিনি বলেন, ‘কক্সবাজারে ঈদযাত্রার পাশাপাশি অনেকেই ছুটি কাটাতে যান। সেখানে কতগুলো অতিরিক্ত ফ্লাইট চালানো হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। আজ বা কাল এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
শুক্রবার,(২৩ মে ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি এই অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, আগামী ২, ৫ ও ৬ জুন ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে, ২, ৩ ও ৫ জুন ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে এবং ৯ জুন ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে অতিরিক্ত ফ্লাইট চলবে।
ফ্লাইটগুলোর সময়সূচি ইতোমধ্যে সিস্টেমে যুক্ত করা হয়েছে এবং টিকেট বিক্রয়ের জন্য সব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।
যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আউটলেট, সেলস সেন্টার, অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং কল সেন্টার (১৩৬৩৬) এর মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারবেন।
এছাড়া টিকেট সংগ্রহ করা যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অথবা আইএটিএ অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমেও।
শুক্রবার, ২৩ মে ২০২৫
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে সৈয়দপুর, রাজশাহী এবং কক্সবাজার রুটে অতিরিক্ত ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, ঈদে অতিরিক্ত ফ্লাইটগুলোর মধ্যে সৈয়দপুর রুটে চারটি এবং রাজশাহী রুটে তিনটি ফ্লাইট পরিচালিত হবে।
তিনি বলেন, ‘কক্সবাজারে ঈদযাত্রার পাশাপাশি অনেকেই ছুটি কাটাতে যান। সেখানে কতগুলো অতিরিক্ত ফ্লাইট চালানো হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। আজ বা কাল এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
শুক্রবার,(২৩ মে ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি এই অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, আগামী ২, ৫ ও ৬ জুন ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে, ২, ৩ ও ৫ জুন ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে এবং ৯ জুন ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে অতিরিক্ত ফ্লাইট চলবে।
ফ্লাইটগুলোর সময়সূচি ইতোমধ্যে সিস্টেমে যুক্ত করা হয়েছে এবং টিকেট বিক্রয়ের জন্য সব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।
যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আউটলেট, সেলস সেন্টার, অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং কল সেন্টার (১৩৬৩৬) এর মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারবেন।
এছাড়া টিকেট সংগ্রহ করা যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অথবা আইএটিএ অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমেও।