ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার সকাল ১০টার পর হোটেল সোনারগাঁওয়ে শুরু হওয়া বৈঠকের পর প্রতিনিধিদল পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর হলো ইসহাক দারের আগমনে। এর আগে ২০১২ সালে ঢাকায় এসেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার।
সফরের অংশ হিসেবে বিকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর। এর আগে সকালে তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন।
শনিবার ঢাকায় এসে বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গেও বৈঠক করেন ইসহাক দার। তার খালেদা জিয়া এবং জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে।
রোববার, ২৪ আগস্ট ২০২৫
ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার সকাল ১০টার পর হোটেল সোনারগাঁওয়ে শুরু হওয়া বৈঠকের পর প্রতিনিধিদল পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর হলো ইসহাক দারের আগমনে। এর আগে ২০১২ সালে ঢাকায় এসেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার।
সফরের অংশ হিসেবে বিকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর। এর আগে সকালে তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন।
শনিবার ঢাকায় এসে বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গেও বৈঠক করেন ইসহাক দার। তার খালেদা জিয়া এবং জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে।