প্রায় চার ঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় ছেড়েছেন জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীর পদত্যাগের দাবিতে তাঁরা সেখানকার সড়কে বসে ছিলেন।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাব–সংলগ্ন সড়ক থেকে কর্মসূচি শুরু হয়। পরে মিছিল নিয়ে আন্দোলনকারীরা বাংলামোটরে অবস্থান করেন। বিকেল সাড়ে তিনটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর তাঁরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন এবং সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সেখানে ছিলেন। এ সময় কিছুটা জনদুর্ভোগ সৃষ্টি হয়।
শহীদ ও আহত পরিবারের অভিযোগ, হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি, মামলা থাকা সত্ত্বেও আসামিরা জামিন পাচ্ছেন এবং সম্প্রতি শহীদ পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলার ঘটনায়ও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তখন জুলাই অভ্যুত্থানে আহত শেখ মুস্তাফিজ রাতে বলেন, ৫–৭ মিনিট সড়ক অবরোধ করে। এরপর তাঁরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে সড়কের পাশে অবস্থান নেন।
এর আগে ফ্যাসিবাদবিরোধী জুলাই গণ-অভ্যুত্থানে মুন্সিগঞ্জের শহীদ সজলের ভাই সেলিম মাহমুদ বলেছিলেন, দাবি না মানা পর্যন্ত তাঁরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করবেন।
প্রেসক্লাবের কাছের সড়কে কর্মসূচি চলাকালে জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলেন, হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। আবার হত্যা মামলার আসামিরা জামিন পাচ্ছেন। সম্প্রতি শহীদ পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসব কারণে তাঁরা আসিফ নজরুল ও খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করছেন।
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
প্রায় চার ঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় ছেড়েছেন জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীর পদত্যাগের দাবিতে তাঁরা সেখানকার সড়কে বসে ছিলেন।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাব–সংলগ্ন সড়ক থেকে কর্মসূচি শুরু হয়। পরে মিছিল নিয়ে আন্দোলনকারীরা বাংলামোটরে অবস্থান করেন। বিকেল সাড়ে তিনটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর তাঁরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন এবং সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সেখানে ছিলেন। এ সময় কিছুটা জনদুর্ভোগ সৃষ্টি হয়।
শহীদ ও আহত পরিবারের অভিযোগ, হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি, মামলা থাকা সত্ত্বেও আসামিরা জামিন পাচ্ছেন এবং সম্প্রতি শহীদ পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলার ঘটনায়ও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তখন জুলাই অভ্যুত্থানে আহত শেখ মুস্তাফিজ রাতে বলেন, ৫–৭ মিনিট সড়ক অবরোধ করে। এরপর তাঁরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে সড়কের পাশে অবস্থান নেন।
এর আগে ফ্যাসিবাদবিরোধী জুলাই গণ-অভ্যুত্থানে মুন্সিগঞ্জের শহীদ সজলের ভাই সেলিম মাহমুদ বলেছিলেন, দাবি না মানা পর্যন্ত তাঁরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করবেন।
প্রেসক্লাবের কাছের সড়কে কর্মসূচি চলাকালে জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলেন, হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। আবার হত্যা মামলার আসামিরা জামিন পাচ্ছেন। সম্প্রতি শহীদ পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসব কারণে তাঁরা আসিফ নজরুল ও খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করছেন।