বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৬ সেপ্টেম্বর শনিবার ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থার প্রতিবেদন বিশ্লেষণের পর চাঁদ না দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৪৭ হিজরি সনের সফর মাসের ৩০ দিন সোমবার পূর্ণ হবে। ফলে মঙ্গলবার থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে। সে হিসেবে ১২ রবিউল আউয়াল পড়ছে আগামী ৬ সেপ্টেম্বর, শনিবার। এ দিন মুসলিম বিশ্বে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ইন্তেকালের স্মৃতিবাহী ঈদে মিলাদুন্নবী পালিত হবে। বাংলাদেশেও দিনটি সরকারি ছুটি।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপন করা হলে তা পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৬ সেপ্টেম্বর শনিবার ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থার প্রতিবেদন বিশ্লেষণের পর চাঁদ না দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৪৭ হিজরি সনের সফর মাসের ৩০ দিন সোমবার পূর্ণ হবে। ফলে মঙ্গলবার থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে। সে হিসেবে ১২ রবিউল আউয়াল পড়ছে আগামী ৬ সেপ্টেম্বর, শনিবার। এ দিন মুসলিম বিশ্বে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ইন্তেকালের স্মৃতিবাহী ঈদে মিলাদুন্নবী পালিত হবে। বাংলাদেশেও দিনটি সরকারি ছুটি।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপন করা হলে তা পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।