পুরস্কারের অঙ্ক পাঁচশ’ থেকে পাঁচ লাখ টাকা, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
গেল বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশের পুলিশের বিভিন্ন থানা ও ইউনিট থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে পুরস্কার দিবে সরকার।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার,(২৫ আগস্ট ২০২৫) আইনশৃঙ্খলাসংক্রান্ত এক বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ সব তথ্য জানিয়েছেন।
পুরস্কারের মধ্যে পিস্তল ও শর্টগানের খবর দিলে ৫০ হাজার টাকা, চাইনিজ রাইফেলের খবর দিলে এক লাখ টাকা, এসএমজির খবর দিলে এক লাখ ৫০ হাজার টাকা, এলএমজির খবর দিলে ৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। আর প্রতি রাউন্ড গুলির জন্য ৫শ’ টাকা দেয়া হবে। উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলির ক্ষেত্রে এ পুরস্কার প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। লুটকৃত অস্ত্র ও গোলাবারুদ:
পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, লুণ্ঠিত অস্ত্র ৫ হাজার ৭শ’ ৫৩টি। তার মধ্যে উদ্ধার হয়েছে ৪ হাজার ৩৯৪টি। এখনও এক হাজার ৩শ’ ৫৯টি অস্ত্র উদ্ধার হয়নি।
গোলাবারুদ লুট হয়েছে ৬ লাখ ৫১ হাজার ৮৩২টি। তার উদ্ধার হয়েছে, ৩ লাখ ৯৪ হাজার ১১৭টি। এখনও উদ্ধার হয়নি ২ লাখ ৫৭ হাজার ৭১৫টি।
স্বরাষ্ট্র্র উপদেষ্টা মনে করেন, রাজনৈতিক দল এবং জনগণ নির্বাচনমুখী হলে ভোটের আগেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। সবার সহযোগিতায় দেশে একটা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
গাজীপুরের পুলিশ কমিশনার সড়ক বন্ধ করে বাসা থেকে কর্মস্থলে যাতায়াত করেন, এ ধরনের খবরের বিষয় উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘এ ব্যাপারে তাকে একটি কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।’
পুরস্কারের অঙ্ক পাঁচশ’ থেকে পাঁচ লাখ টাকা, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
গেল বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশের পুলিশের বিভিন্ন থানা ও ইউনিট থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে পুরস্কার দিবে সরকার।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার,(২৫ আগস্ট ২০২৫) আইনশৃঙ্খলাসংক্রান্ত এক বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ সব তথ্য জানিয়েছেন।
পুরস্কারের মধ্যে পিস্তল ও শর্টগানের খবর দিলে ৫০ হাজার টাকা, চাইনিজ রাইফেলের খবর দিলে এক লাখ টাকা, এসএমজির খবর দিলে এক লাখ ৫০ হাজার টাকা, এলএমজির খবর দিলে ৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। আর প্রতি রাউন্ড গুলির জন্য ৫শ’ টাকা দেয়া হবে। উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলির ক্ষেত্রে এ পুরস্কার প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। লুটকৃত অস্ত্র ও গোলাবারুদ:
পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, লুণ্ঠিত অস্ত্র ৫ হাজার ৭শ’ ৫৩টি। তার মধ্যে উদ্ধার হয়েছে ৪ হাজার ৩৯৪টি। এখনও এক হাজার ৩শ’ ৫৯টি অস্ত্র উদ্ধার হয়নি।
গোলাবারুদ লুট হয়েছে ৬ লাখ ৫১ হাজার ৮৩২টি। তার উদ্ধার হয়েছে, ৩ লাখ ৯৪ হাজার ১১৭টি। এখনও উদ্ধার হয়নি ২ লাখ ৫৭ হাজার ৭১৫টি।
স্বরাষ্ট্র্র উপদেষ্টা মনে করেন, রাজনৈতিক দল এবং জনগণ নির্বাচনমুখী হলে ভোটের আগেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। সবার সহযোগিতায় দেশে একটা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
গাজীপুরের পুলিশ কমিশনার সড়ক বন্ধ করে বাসা থেকে কর্মস্থলে যাতায়াত করেন, এ ধরনের খবরের বিষয় উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘এ ব্যাপারে তাকে একটি কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।’