জুলাই গণ-অভ্যুত্থানের সময় ২ হাজার ৭০০-এর বেশি বন্দী পালিয়ে গিয়েছিলেন, এর মধ্যে এখন পর্যন্ত সাত শতাধিক বন্দী এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
আজ মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পলাতকদের মধ্যে ৯ জন জঙ্গি, এবং ৬৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
কারা মহাপরিদর্শক আরও জানান, সেই সময় লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনও ২৯টি অস্ত্র উদ্ধার করা যায়নি। অস্ত্র উদ্ধার ও পলাতক বন্দীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে অমানবিক নির্যাতনের অভিযোগ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন মাধ্যমে দেখেছেন, তবে এখন পর্যন্ত তাদের কাছে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তারা বিষয়টি তদন্ত করবে।
কারাগারে বর্তমানে রাজনৈতিক বা ভিআইপি বন্দীর সংখ্যা সম্পর্কে তিনি জানান, রাজনৈতিক কোনো মামলায় কারাগারে কেউ নেই, এবং ভিআইপি বন্দী শব্দটিও ব্যবহৃত হয় না।
তিনি আরও বলেন, কারাগারে বর্তমানে ডিভিশনপ্রাপ্ত ১৬৩ জন বন্দী আছেন, আরও ২৮ জন ডিভিশন পাওয়ার আবেদন করেছেন, তবে তাদের অনুমোদন এখনও দেয়া হয়নি।
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ২ হাজার ৭০০-এর বেশি বন্দী পালিয়ে গিয়েছিলেন, এর মধ্যে এখন পর্যন্ত সাত শতাধিক বন্দী এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
আজ মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পলাতকদের মধ্যে ৯ জন জঙ্গি, এবং ৬৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
কারা মহাপরিদর্শক আরও জানান, সেই সময় লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনও ২৯টি অস্ত্র উদ্ধার করা যায়নি। অস্ত্র উদ্ধার ও পলাতক বন্দীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে অমানবিক নির্যাতনের অভিযোগ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন মাধ্যমে দেখেছেন, তবে এখন পর্যন্ত তাদের কাছে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তারা বিষয়টি তদন্ত করবে।
কারাগারে বর্তমানে রাজনৈতিক বা ভিআইপি বন্দীর সংখ্যা সম্পর্কে তিনি জানান, রাজনৈতিক কোনো মামলায় কারাগারে কেউ নেই, এবং ভিআইপি বন্দী শব্দটিও ব্যবহৃত হয় না।
তিনি আরও বলেন, কারাগারে বর্তমানে ডিভিশনপ্রাপ্ত ১৬৩ জন বন্দী আছেন, আরও ২৮ জন ডিভিশন পাওয়ার আবেদন করেছেন, তবে তাদের অনুমোদন এখনও দেয়া হয়নি।