জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন তার বাবা মকবুল হোসেন। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণ করেন।
এর আগে বুধবার প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম মামলার প্রেক্ষাপট, মানবতাবিরোধী অপরাধ, তদন্ত ও বিচার প্রসঙ্গে বক্তব্য তুলে ধরেন।
২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। মৃত্যুর আগে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে আন্দোলন নতুন মাত্রা পায়। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।
গত ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। এরপর ৩০ জুন অভিযোগ আমলে নেওয়া হয় এবং ২৮ জুলাই শুনানি শেষে ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত ৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।
এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ২৬ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন তার বাবা মকবুল হোসেন। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণ করেন।
এর আগে বুধবার প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম মামলার প্রেক্ষাপট, মানবতাবিরোধী অপরাধ, তদন্ত ও বিচার প্রসঙ্গে বক্তব্য তুলে ধরেন।
২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। মৃত্যুর আগে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে আন্দোলন নতুন মাত্রা পায়। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।
গত ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। এরপর ৩০ জুন অভিযোগ আমলে নেওয়া হয় এবং ২৮ জুলাই শুনানি শেষে ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত ৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।
এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ২৬ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।