প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের পিটুনিতে আহত বুয়েট শিক্ষার্থী শাদিদের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি।
শুক্রবার সন্ধ্যায় মুহাম্মদ ইউনূসের দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান। এ সময় তাঁরা শাদিদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেন।
প্রকৌশল শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে পদায়ন ও পদোন্নতি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ দাবির প্রেক্ষিতে বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে যান প্রকৌশল শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বুয়েটের ২০২০ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ শাদিদ নাসিফসহ কয়েকজন আহত হন।
প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে জানানো হয়, কেবিনে শাদিদের বাবা, মা ও বোনসহ স্বজনরা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদের সামনে শাদিদের মা আবেগঘন হয়ে পড়েন এবং তাঁর সন্তানসহ শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ যাতে আর না হয়, সে নিশ্চয়তা চান।
প্রতিনিধি দল বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে জানায়, প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশের ডিএমপি প্রধানের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে। তাঁরা শাদিদের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং সব ধরনের চিকিৎসা সহায়তার আশ্বাস দেন।
চিকিৎসকদের বরাতে প্রেস অফিস জানায়, শাদিদের অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি এখন স্থিতিশীল আছেন। তবে আগামী পাঁচ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন তাঁকে আইসিইউতে স্থানান্তর করা প্রয়োজন হবে কিনা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা ও প্রকৌশলীদের চাকরির অসন্তোষ সমাধানে গঠিত কমিটির প্রধান ফাওজুল কবির খানের পক্ষ থেকেও শাদিদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। প্রতিনিধি দল শাদিদের কয়েকজন সহপাঠী ও উপস্থিত প্রকৌশল অধিকার আন্দোলনের সংগঠকদের সঙ্গেও কথা বলেন।
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের পিটুনিতে আহত বুয়েট শিক্ষার্থী শাদিদের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি।
শুক্রবার সন্ধ্যায় মুহাম্মদ ইউনূসের দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান। এ সময় তাঁরা শাদিদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেন।
প্রকৌশল শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে পদায়ন ও পদোন্নতি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ দাবির প্রেক্ষিতে বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে যান প্রকৌশল শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বুয়েটের ২০২০ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ শাদিদ নাসিফসহ কয়েকজন আহত হন।
প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে জানানো হয়, কেবিনে শাদিদের বাবা, মা ও বোনসহ স্বজনরা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদের সামনে শাদিদের মা আবেগঘন হয়ে পড়েন এবং তাঁর সন্তানসহ শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ যাতে আর না হয়, সে নিশ্চয়তা চান।
প্রতিনিধি দল বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে জানায়, প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশের ডিএমপি প্রধানের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে। তাঁরা শাদিদের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং সব ধরনের চিকিৎসা সহায়তার আশ্বাস দেন।
চিকিৎসকদের বরাতে প্রেস অফিস জানায়, শাদিদের অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি এখন স্থিতিশীল আছেন। তবে আগামী পাঁচ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন তাঁকে আইসিইউতে স্থানান্তর করা প্রয়োজন হবে কিনা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা ও প্রকৌশলীদের চাকরির অসন্তোষ সমাধানে গঠিত কমিটির প্রধান ফাওজুল কবির খানের পক্ষ থেকেও শাদিদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। প্রতিনিধি দল শাদিদের কয়েকজন সহপাঠী ও উপস্থিত প্রকৌশল অধিকার আন্দোলনের সংগঠকদের সঙ্গেও কথা বলেন।