স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার আগেই পুলিশকে পদক্ষেপ নিতে হতো। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগুন ধরিয়ে দেওয়ার আগেই অ্যাকশনে যাওয়া উচিত ছিল।”
শুক্রবার ঢাকার কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এর প্রতিবাদে রাতে মশাল মিছিল করেন গণঅধিকার পরিষদ। তাদের নেতা নুরুল হক নুর আহত হন এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
শনিবার ‘জুলাই মঞ্চ’ নামের একটি সংগঠন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে বিজয়নগর সড়কে মিছিল করার সময় কার্যালয় ঘিরে উত্তেজনা ছড়ায়। পাঁচ জেলায় দলটির কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ক এক অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ‘মব’ হামলার শিকার হন। পরে ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যথাযথ প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “যে দলের কার্যকলাপ নেই, তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার নির্ভরতা রাজনৈতিক দলগুলোর ওপর। রাস্তা অবরোধ ও কর্মসূচি বিষয়ে তিনি জানান, এই ধরনের ১৪০০ ঘটনা ঢাকা ও আশেপাশে ঘটেছে, যা ১২৩টি সংগঠন করেছে।
রোববার, ৩১ আগস্ট ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার আগেই পুলিশকে পদক্ষেপ নিতে হতো। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগুন ধরিয়ে দেওয়ার আগেই অ্যাকশনে যাওয়া উচিত ছিল।”
শুক্রবার ঢাকার কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এর প্রতিবাদে রাতে মশাল মিছিল করেন গণঅধিকার পরিষদ। তাদের নেতা নুরুল হক নুর আহত হন এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
শনিবার ‘জুলাই মঞ্চ’ নামের একটি সংগঠন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে বিজয়নগর সড়কে মিছিল করার সময় কার্যালয় ঘিরে উত্তেজনা ছড়ায়। পাঁচ জেলায় দলটির কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ক এক অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ‘মব’ হামলার শিকার হন। পরে ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যথাযথ প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “যে দলের কার্যকলাপ নেই, তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার নির্ভরতা রাজনৈতিক দলগুলোর ওপর। রাস্তা অবরোধ ও কর্মসূচি বিষয়ে তিনি জানান, এই ধরনের ১৪০০ ঘটনা ঢাকা ও আশেপাশে ঘটেছে, যা ১২৩টি সংগঠন করেছে।