alt

জাতীয়

ত্বকী হত্যার ৯ বছর : অভিযোগপত্র হিমাগারে, বিচার কবে কেউ জানে না

সৌরভ হোসেন সিয়াম, নারায়ণগঞ্জ : শনিবার, ০৫ মার্চ ২০২২

হত্যার কারণ স্পষ্ট, আসামিও চিহ্নিত। অভিযোগপত্রও প্রায় তৈরি। অল্প সময়ের মধ্যে আদালতে তা জমা পড়লেই শুরু হবে বিচারকাজ। তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দেয়া এমন আশ্বাসবাণীতে আশ্বস্ত হয়েছিল ত্বকীর পরিবার ও শুভাকাক্সক্ষীরা। সে আশায় গুড়েবালি। দীর্ঘ ৮ বছরেও সেই অভিযোগপত্র আদালতে দাখিল হয়নি, শুরু হয়নি বিচারও।

ত্বকী হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ সংবাদকে বলেন, মামলাটি এখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রয়েছে। এখন পর্যন্ত ১৪৩ তারিখ গেছে। একাধিকবার এই মামলার অভিযোগপত্র দ্রুত দাখিলের জন্য আবেদন করা হয়েছে। আদালতও এই বিষয়ে তদন্তকারী সংস্থাকে একাধিকবার তাগিদ দিয়েছে। তবে তদন্তকারী সংস্থা তা আমলে নেয়নি। এই মামলার পরবর্তী তারিখ রয়েছে ১৭ এপ্রিল।

শুরুতে এই মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানা তদন্ত করলেও উচ্চ আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় র‌্যাব-১১। দায়িত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত বদলিজনিত কারণে বেশ কয়েকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। এখনকার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান সংবাদকে বলেন, মামলা তদন্তাধীন অবস্থায় আছে। তবে কবে নাগাদ অভিযোগপত্র দাখিল করা হতে পারে সেই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী। ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। দুই দিন পর ৮ মার্চ সকালে শহরের পাঁচ নম্বর ঘাট এলাকায় শীতলক্ষ্যার শাখা খাল থেকে তার লাশ উদ্ধার হয়। সেদিন রাতেই অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা হয়। পরে ১৮ মার্চ সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, জেলা যুবলীগের বহিষ্কৃত নেতা জহিরুল ইসলাম পারভেজ ওরফে ক্যাঙারু পারভেজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সালেহ রহমান সীমান্ত ও রিফাতকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপার কার্যালয়ে একটি অবগতিপত্র দেন রফিউর রাব্বি। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারও করে র‌্যাব। এদের মধ্যে ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ত্বকী নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বির বড় ছেলে। রফিউর রাব্বিকে ‘শায়েস্তা করতেই’ ছেলেকে হত্যা করা হয়েছে, হত্যাকান্ডের এক বছরের মাথায় এমনটাই জানিয়েছিল তদন্তকারী সংস্থা র‌্যাব। আজমেরী ওসমানের ‘পরিকল্পনা, নির্দেশ ও সক্রিয় অংশগ্রহণে’ এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলেও জানায় র‌্যাব। আজমেরী সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা প্রয়াত নাসিম ওসমানের ছেলে এবং বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ভাতিজা।

একটি খসড়া অভিযোগপত্র তৈরি করে তদন্তকারী সংস্থাটি। সেখানে হত্যার কারণ ও জড়িতদের বিষয় সবিস্তারে উল্লেখ করা হয়। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলেন রফিউর রাব্বি। নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন একেএম শামীম ওসমান। এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বিভিন্ন পরিবহনের মালিকেরা ওসমান পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন। রাব্বি এই চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। এসব কারণেই বাবার প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে শায়েস্তা করতে ছেলেকে অপহরণ করে হত্যা করা হয়। ত্বকী হত্যাকান্ডের বর্ষপূর্তিতে র‌্যাবের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমে এসব তথ্য তুলে ধরেন।

অচিরেই এই হত্যাকান্ডের অভিযোগপত্র দাখিল করার কথা থাকলেও দীর্ঘ ৮ বছরেও তা সম্ভব হয়নি। এদিকে গ্রেপ্তার আসামিরাও জামিনে বেরিয়ে এসে এখন পলাতক। সর্বশেষ এই মামলায় কারাগারে থাকা সুলতান শওকত ভ্রমরও জামিন পেয়েছে। সম্প্রতি ত্বকী হত্যাকান্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় নারায়ণগঞ্জের একটি পত্রিকা অফিসে হামলা চালিয়েছে অভিযুক্ত আজমেরী ওসমানের অনুসারীরা।

ত্বকীর পিতা রফিউর রাব্বি সংবাদকে বলেন, ‘নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবার এই হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত বলেই এর বিচার হচ্ছে না। সংসদে ওসমান পরিবারের পাশে থাকার কথা উল্লেখ করে বক্তব্যের পর থেকেই সব বন্ধ। এই বিচার শুরু করতে ওপরের নির্দেশ লাগবে।’ তবে তার বিশ্বাস ‘ত্বকী হত্যার বিচার হবেই।’

ত্বকী হত্যার বিচারের দাবিতে দীর্ঘ ৯ বছর যাবত শহরে আলোকশিখা প্রজ্বলন কর্মসূচি পালন করছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। প্রতি মাসের ৮ তারিখ এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে ত্বকী হত্যার বিচার দাবি করে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানানো হয়।

ত্বকী হত্যার ৯ বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ ও ঢাকায় পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। ৬ মার্চ সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিরাজ শাহর আস্তানায় ত্বকীর কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল। পরদিন ৭ মার্চ বিকেল ৩টায় শহরের শেখ রাসেল পার্কে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু সমাবেশ, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ৮ মার্চ বিকেল সাড়ে ৫টায় শীতলক্ষ্যা নদীর পাঁচ নম্বর ঘাটে (যেখানে ত্বকীর লাশ পাওয়া যায়) নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘আলোর-ভাসান’ আয়োজন করা হয়েছে। এরপর ১১ মার্চ বিকেল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১৮ মার্চ বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ৭ম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী।

আজ শনিবার খোলা সরকারি অফিস

পল্লবীতে চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক ও ছাত্রী সাময়িক বহিষ্কার

ছবি

প্রত্যেক ঋতুতেই উৎসব মনিপুরীদের

ঈদযাত্রায় বাড়তি চাপ, অতিরিক্ত ফ্লাইট চালাবে বিমান

গ্রেপ্তারের ক্ষমতা পেলেন ট্রাইব্যুনালের তদন্তকারী ও প্রসিকিউটর

ছবি

প্রথমবারের মতো কাতারে বাংলাদেশি আমের মেলা

ছবি

পীরগাছায় ৫০০ হেক্টর জমির কৃষি ফসল পানিতে

ছবি

শখের গাছে থোকায় থোকায় লাল, মিষ্টি আঙুর

ইইউর পণ্যে ৫০%, অ্যাপল আইফোনে ২৫% শুল্কের হুমকি ট্রাম্পের

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন: পোস্ট দিয়ে সরিয়ে নিলেন তৈয়্যব

ছবি

রাজধানীসহ ৫ স্থানে দুর্ঘটনায় নিহত ৭

শুধু নির্বাচন আয়োজনের দায়িত্ব নিইনি, সংস্কার-বিচারও দায়িত্ব:উপদেষ্টা রিজওয়ানা

চার দফা দাবিতে অটল এনবিআর ঐক্য পরিষদ

গুজবে বিভ্রান্ত না হতে সেনাবাহিনীর আহ্বান

বেচা-বিক্রি ‘একদমই কম’ নিত্যপণ্যের বাজারে

ছবি

‘হতাশ-ক্ষুব্ধ’ প্রধান উপদেষ্টা, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

ছবি

রাজনৈতিক সংকটে ইউনূসের পদত্যাগ বিবেচনায়: নাহিদের সঙ্গে বৈঠকে ইঙ্গিত

ছবি

কোন কোন এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস

ছবি

সংস্কার ও বিচার কার্যক্রমে অন্তর্বর্তী সরকার বাধার মুখে পড়েছে: রিজওয়ানা হাসান

ছবি

সরকারি দিনমজুরের মজুরি বাড়ল, ঢাকায় দৈনিক ৮০০ টাকা

ছবি

চ্যালেঞ্জের মধ্যে দিয়েই কাজ করছি: অর্থ উপদেষ্টা

ছবি

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ‘স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা’, গুজবে বিভ্রান্ত না হতে সেনাবাহিনীর আহ্বান

ঈদুল আজহা : ট্রেনের ২ জুনের টিকেট বিক্রি আজ

ছবি

মুহাম্মদ ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

ছবি

কলকাতা মিশনে কোরবানি নিয়ে বিতর্ক, কুটনীতিক শাবাবকে দেশে ফেরার নির্দেশ

ছবি

আওয়ামী লীগ সমর্থকদের দমনে ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের

ছবি

আশ্রয়প্রার্থীদের তালিকা প্রকাশ, অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর

ছবি

জসীম উদ্দিনের স্থলাভিষিক্ত রুহুল আলম, কার্যকর শুক্রবার থেকে

‘মব’ সামলে পুরস্কৃত ধানমন্ডির ওসি

সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের প্রস্তাব অনুমোদন

হলফনামায় ‘তথ্য গোপন’ : হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিকে দুদকের চিঠি

সাবেক এনএসআই ডিজির সম্পদ ‘স্থানান্তরচেষ্টা’, এনবিআর সদস্যসহ দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি

রাজবাড়ীর ‘রাজা’র দাম ৮ লাখ টাকা, ওজন ২০ মণ

ছবি

কুয়েট: শিক্ষক আন্দোলনের মুখে অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ

ছবি

সাম্য হত্যা: ৭ ঘণ্টা পর শাহবাগ ছাড়লো ছাত্রদল

tab

জাতীয়

ত্বকী হত্যার ৯ বছর : অভিযোগপত্র হিমাগারে, বিচার কবে কেউ জানে না

সৌরভ হোসেন সিয়াম, নারায়ণগঞ্জ

শনিবার, ০৫ মার্চ ২০২২

হত্যার কারণ স্পষ্ট, আসামিও চিহ্নিত। অভিযোগপত্রও প্রায় তৈরি। অল্প সময়ের মধ্যে আদালতে তা জমা পড়লেই শুরু হবে বিচারকাজ। তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দেয়া এমন আশ্বাসবাণীতে আশ্বস্ত হয়েছিল ত্বকীর পরিবার ও শুভাকাক্সক্ষীরা। সে আশায় গুড়েবালি। দীর্ঘ ৮ বছরেও সেই অভিযোগপত্র আদালতে দাখিল হয়নি, শুরু হয়নি বিচারও।

ত্বকী হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ সংবাদকে বলেন, মামলাটি এখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রয়েছে। এখন পর্যন্ত ১৪৩ তারিখ গেছে। একাধিকবার এই মামলার অভিযোগপত্র দ্রুত দাখিলের জন্য আবেদন করা হয়েছে। আদালতও এই বিষয়ে তদন্তকারী সংস্থাকে একাধিকবার তাগিদ দিয়েছে। তবে তদন্তকারী সংস্থা তা আমলে নেয়নি। এই মামলার পরবর্তী তারিখ রয়েছে ১৭ এপ্রিল।

শুরুতে এই মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানা তদন্ত করলেও উচ্চ আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় র‌্যাব-১১। দায়িত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত বদলিজনিত কারণে বেশ কয়েকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। এখনকার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান সংবাদকে বলেন, মামলা তদন্তাধীন অবস্থায় আছে। তবে কবে নাগাদ অভিযোগপত্র দাখিল করা হতে পারে সেই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী। ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। দুই দিন পর ৮ মার্চ সকালে শহরের পাঁচ নম্বর ঘাট এলাকায় শীতলক্ষ্যার শাখা খাল থেকে তার লাশ উদ্ধার হয়। সেদিন রাতেই অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা হয়। পরে ১৮ মার্চ সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, জেলা যুবলীগের বহিষ্কৃত নেতা জহিরুল ইসলাম পারভেজ ওরফে ক্যাঙারু পারভেজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সালেহ রহমান সীমান্ত ও রিফাতকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপার কার্যালয়ে একটি অবগতিপত্র দেন রফিউর রাব্বি। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারও করে র‌্যাব। এদের মধ্যে ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ত্বকী নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বির বড় ছেলে। রফিউর রাব্বিকে ‘শায়েস্তা করতেই’ ছেলেকে হত্যা করা হয়েছে, হত্যাকান্ডের এক বছরের মাথায় এমনটাই জানিয়েছিল তদন্তকারী সংস্থা র‌্যাব। আজমেরী ওসমানের ‘পরিকল্পনা, নির্দেশ ও সক্রিয় অংশগ্রহণে’ এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলেও জানায় র‌্যাব। আজমেরী সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা প্রয়াত নাসিম ওসমানের ছেলে এবং বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ভাতিজা।

একটি খসড়া অভিযোগপত্র তৈরি করে তদন্তকারী সংস্থাটি। সেখানে হত্যার কারণ ও জড়িতদের বিষয় সবিস্তারে উল্লেখ করা হয়। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলেন রফিউর রাব্বি। নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন একেএম শামীম ওসমান। এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বিভিন্ন পরিবহনের মালিকেরা ওসমান পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন। রাব্বি এই চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। এসব কারণেই বাবার প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে শায়েস্তা করতে ছেলেকে অপহরণ করে হত্যা করা হয়। ত্বকী হত্যাকান্ডের বর্ষপূর্তিতে র‌্যাবের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমে এসব তথ্য তুলে ধরেন।

অচিরেই এই হত্যাকান্ডের অভিযোগপত্র দাখিল করার কথা থাকলেও দীর্ঘ ৮ বছরেও তা সম্ভব হয়নি। এদিকে গ্রেপ্তার আসামিরাও জামিনে বেরিয়ে এসে এখন পলাতক। সর্বশেষ এই মামলায় কারাগারে থাকা সুলতান শওকত ভ্রমরও জামিন পেয়েছে। সম্প্রতি ত্বকী হত্যাকান্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় নারায়ণগঞ্জের একটি পত্রিকা অফিসে হামলা চালিয়েছে অভিযুক্ত আজমেরী ওসমানের অনুসারীরা।

ত্বকীর পিতা রফিউর রাব্বি সংবাদকে বলেন, ‘নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবার এই হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত বলেই এর বিচার হচ্ছে না। সংসদে ওসমান পরিবারের পাশে থাকার কথা উল্লেখ করে বক্তব্যের পর থেকেই সব বন্ধ। এই বিচার শুরু করতে ওপরের নির্দেশ লাগবে।’ তবে তার বিশ্বাস ‘ত্বকী হত্যার বিচার হবেই।’

ত্বকী হত্যার বিচারের দাবিতে দীর্ঘ ৯ বছর যাবত শহরে আলোকশিখা প্রজ্বলন কর্মসূচি পালন করছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। প্রতি মাসের ৮ তারিখ এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে ত্বকী হত্যার বিচার দাবি করে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানানো হয়।

ত্বকী হত্যার ৯ বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ ও ঢাকায় পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। ৬ মার্চ সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিরাজ শাহর আস্তানায় ত্বকীর কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল। পরদিন ৭ মার্চ বিকেল ৩টায় শহরের শেখ রাসেল পার্কে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু সমাবেশ, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ৮ মার্চ বিকেল সাড়ে ৫টায় শীতলক্ষ্যা নদীর পাঁচ নম্বর ঘাটে (যেখানে ত্বকীর লাশ পাওয়া যায়) নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘আলোর-ভাসান’ আয়োজন করা হয়েছে। এরপর ১১ মার্চ বিকেল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১৮ মার্চ বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ৭ম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী।

back to top