দল ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেয়া বিএনপির সাবেক নেতা শাহজাহান ওমরের ধারণা, বারবার নির্বাচন বর্জন করায় বিএনপি তাদের নেতাকর্মীদের ধরে রাখা ‘কঠিন’ হবে।
বিএনপির সাবেক এই ভাইস চেয়ারম্যানের এও ধারণা, এভাবে চলতে থাকলে বিএনপি একসময় জামায়াতের ‘নিয়ন্ত্রণে’ চলে যেতে পারে।
সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আজ শুক্রবার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, ‘একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল বারবার ভোট বর্জন করতে পারে না। এতে করে নেতাকর্মীদের ধরে রাখা সম্ভব নয়। এমন চলতে থাকলে বিএনপি জামায়াতের নিয়ন্ত্রণে চলে যেতে পারে।’
সম্প্রতি নাশকতার মামলায় আটক হওয়ার পর জেল থেকে জামিনে মুক্তি পেয়েই নৌকার প্রার্থী হোন শাহজাহান ওমর। ঝালকাঠি-১ আসন থেকে তিনি নৌকার মনোনয়ন পাওয়ার পর তুমুল আলোচনা তৈরি হয়। বিএনপির নেতাদের সমালোচনার মুখেও পড়েন তিনি।
তবে ইতোমধ্যে ওমর নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। বিষয়টি নিয়ে গত কয়েক দিন নানা ঘটনা প্রবাহে রাজনৈতিক অঙ্গন সরব রয়েছে।
মন পরিস্থিতিতে গণমাধ্যমে এসব বিষয় নিয়ে কথা বলেন ওমর। তার দাবি, দীর্ঘদিন বিএনপি করলেও দলটির রাজনীতি তার ‘পছন্দ নয়’।
শাহজাহান ওমরের দাবি, তিনি আসন্ন নির্বাচনে যাওয়া নিয়ে কারাগারে থাকা অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন।
তিনি আর দাবি করেন, নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে বিএনপি মহাসচিব তিনটি শর্তে ‘রাজিও ছিলেন’। তবে তাকে অন্য কারাগারে নিয়ে গেলে কি হয়েছে তা তিনি জানেন না।
বিএনপির সাবেক এই নেতার ভাষ্য, রাজনীতিতে দল পরিবর্তন একেবারেই ‘সাধারণ বিষয়’।
তার দাবি, তিনি আগে থেকেই ‘জয় বাংলার লোক’।
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
দল ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেয়া বিএনপির সাবেক নেতা শাহজাহান ওমরের ধারণা, বারবার নির্বাচন বর্জন করায় বিএনপি তাদের নেতাকর্মীদের ধরে রাখা ‘কঠিন’ হবে।
বিএনপির সাবেক এই ভাইস চেয়ারম্যানের এও ধারণা, এভাবে চলতে থাকলে বিএনপি একসময় জামায়াতের ‘নিয়ন্ত্রণে’ চলে যেতে পারে।
সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আজ শুক্রবার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, ‘একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল বারবার ভোট বর্জন করতে পারে না। এতে করে নেতাকর্মীদের ধরে রাখা সম্ভব নয়। এমন চলতে থাকলে বিএনপি জামায়াতের নিয়ন্ত্রণে চলে যেতে পারে।’
সম্প্রতি নাশকতার মামলায় আটক হওয়ার পর জেল থেকে জামিনে মুক্তি পেয়েই নৌকার প্রার্থী হোন শাহজাহান ওমর। ঝালকাঠি-১ আসন থেকে তিনি নৌকার মনোনয়ন পাওয়ার পর তুমুল আলোচনা তৈরি হয়। বিএনপির নেতাদের সমালোচনার মুখেও পড়েন তিনি।
তবে ইতোমধ্যে ওমর নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। বিষয়টি নিয়ে গত কয়েক দিন নানা ঘটনা প্রবাহে রাজনৈতিক অঙ্গন সরব রয়েছে।
মন পরিস্থিতিতে গণমাধ্যমে এসব বিষয় নিয়ে কথা বলেন ওমর। তার দাবি, দীর্ঘদিন বিএনপি করলেও দলটির রাজনীতি তার ‘পছন্দ নয়’।
শাহজাহান ওমরের দাবি, তিনি আসন্ন নির্বাচনে যাওয়া নিয়ে কারাগারে থাকা অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন।
তিনি আর দাবি করেন, নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে বিএনপি মহাসচিব তিনটি শর্তে ‘রাজিও ছিলেন’। তবে তাকে অন্য কারাগারে নিয়ে গেলে কি হয়েছে তা তিনি জানেন না।
বিএনপির সাবেক এই নেতার ভাষ্য, রাজনীতিতে দল পরিবর্তন একেবারেই ‘সাধারণ বিষয়’।
তার দাবি, তিনি আগে থেকেই ‘জয় বাংলার লোক’।