ব্রাক্ষণবাড়িয়ায় গণসমাবেশে ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই বলেছেন, এ ভূখন্ড চারবার স্বাধীন হয়েছে। বৈষম্য দূর করার জন্য আবার স্বাধীন হয়েছে। এখন যদি এনজিও, নাস্তিকদেরকে প্রতিষ্ঠা করতে চান তাহলে ইসলামকে রক্ষা করতে সংগ্রাম চলবে।
তিনি আজ রোববার বিকেলে ব্রাক্ষণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসলামী আন্দোলন ব্রাক্ষণবাড়িয়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ভোটের পার্সেন্টেজ আসনের হিসেব করতে হবে। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে সংখ্য আনুপাতে প্রতিনিধিত্ব করবে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, মেগা প্রজেক্ট মেগা চুরি হয়েছে। এখন একটা শিশু মাথাপিছু দেড় লাখ টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে। আমরা এখন দেখি ব্যক্তি পরিবর্তন হয়েছে, তবে নীতি বদলায়নি।
ব্রাক্ষণবাড়িয়ায় গণসমাবেশে ফয়জুল করীম
রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই বলেছেন, এ ভূখন্ড চারবার স্বাধীন হয়েছে। বৈষম্য দূর করার জন্য আবার স্বাধীন হয়েছে। এখন যদি এনজিও, নাস্তিকদেরকে প্রতিষ্ঠা করতে চান তাহলে ইসলামকে রক্ষা করতে সংগ্রাম চলবে।
তিনি আজ রোববার বিকেলে ব্রাক্ষণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসলামী আন্দোলন ব্রাক্ষণবাড়িয়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ভোটের পার্সেন্টেজ আসনের হিসেব করতে হবে। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে সংখ্য আনুপাতে প্রতিনিধিত্ব করবে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, মেগা প্রজেক্ট মেগা চুরি হয়েছে। এখন একটা শিশু মাথাপিছু দেড় লাখ টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে। আমরা এখন দেখি ব্যক্তি পরিবর্তন হয়েছে, তবে নীতি বদলায়নি।