নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির কাছে পাঁচ সদস্যের প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের কাছে দলের পক্ষে প্রস্তাবিত নামগুলো তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বিএনপির মিডিয়া শাখার সদস্য শায়রুল কবির খান জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি গোপন চিঠি এ প্রতিনিধি দলের মাধ্যমে সচিবালয়ে পৌঁছানো হয়েছে।
গত রোববার সার্চ কমিটি রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনসহ ব্যক্তিগত পর্যায় থেকেও নির্বাচন কমিশনের প্রধান ও সদস্য পদে সর্বোচ্চ পাঁচজনের নাম প্রস্তাব করতে আহ্বান জানায়। ৭ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত এই প্রস্তাব গ্রহণ করা হবে।
সরকারের গঠিত ছয় সদস্যের সার্চ কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অন্যান্য সদস্যদের মধ্যে আছেন হাই কোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, মহাহিসাব নিরীক্ষক মো. নূরুল ইসলাম এবং পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।
এক মাস আগে রাজনৈতিক পটপরিবর্তনের পর, বিদায়ী নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হলে নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলমান সংস্কারের পর নতুন ইসির অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সব রাজনৈতিক দলের ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতেই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির কাছে পাঁচ সদস্যের প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের কাছে দলের পক্ষে প্রস্তাবিত নামগুলো তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বিএনপির মিডিয়া শাখার সদস্য শায়রুল কবির খান জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি গোপন চিঠি এ প্রতিনিধি দলের মাধ্যমে সচিবালয়ে পৌঁছানো হয়েছে।
গত রোববার সার্চ কমিটি রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনসহ ব্যক্তিগত পর্যায় থেকেও নির্বাচন কমিশনের প্রধান ও সদস্য পদে সর্বোচ্চ পাঁচজনের নাম প্রস্তাব করতে আহ্বান জানায়। ৭ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত এই প্রস্তাব গ্রহণ করা হবে।
সরকারের গঠিত ছয় সদস্যের সার্চ কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অন্যান্য সদস্যদের মধ্যে আছেন হাই কোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, মহাহিসাব নিরীক্ষক মো. নূরুল ইসলাম এবং পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।
এক মাস আগে রাজনৈতিক পটপরিবর্তনের পর, বিদায়ী নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হলে নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলমান সংস্কারের পর নতুন ইসির অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সব রাজনৈতিক দলের ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতেই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।