২০২৫ সালের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এবং এই সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম সদরের এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে একথা বলেন তিনি।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের মধ্যেই হতে হবে। এর মধ্যেই শেষ করতে হবে সব সংস্কার। আশা করি, প্রধান উপদেষ্টা সংস্কার শেষ করেই ২০২৫ সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবেন। এ দেশের জনগণ দ্রুততম সময়ের মধ্যে তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। মানুষ ভোট দিতে চায়।
জামায়াতের এই নেতা বলেন, শেখ হাসিনা আর কোনোদিন দেশে আসতে পারবেন না। ইতিহাস বলে ফ্যাসিবাদীরা একবার পালিয়ে গেলে আর কখনোই ফিরে আসে না। তাই শেখ হাসিনাও আর কোনোদিন এ বাংলার মাটিতে ফিরে আসবেন না।জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। জনগণের ভোটে আমরা ক্ষমতায় এলে কারো ওপরে জুলুম করব না। থাকবে না কোনো অন্যায়-অত্যাচার। এ দেশের সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে থাকব।
তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার আছে যে, আমরা ক্ষমতায় এলে নারীদের অবমূল্যায়ন হবে। কিন্তু আমি বলতে চাই, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ সম্মান পাবেন। তাদের অধিকার পাবেন। আমার স্ত্রী একজন চাকরিজীবী, আমার তিন মেয়ে চাকরি করে। আমরা ক্ষমতায় গেলে এ দেশের নারীরা চাকরি করতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না। বরং এ দেশের নারীর আরো নিরাপত্তার মধ্যে থাকবেন।
যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, যুবকরাই হল আমাদের শক্তি। কিন্তু এ দেশে মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমি প্রশাসনকে বলব, মাদকের সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে যেন প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে। আমরা চাই, যুবকরা বেকার থাকবে না। আমরা সব সময় যুবকদের পাশে থাকব।
রোববার, ২২ ডিসেম্বর ২০২৪
২০২৫ সালের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এবং এই সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম সদরের এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে একথা বলেন তিনি।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের মধ্যেই হতে হবে। এর মধ্যেই শেষ করতে হবে সব সংস্কার। আশা করি, প্রধান উপদেষ্টা সংস্কার শেষ করেই ২০২৫ সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবেন। এ দেশের জনগণ দ্রুততম সময়ের মধ্যে তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। মানুষ ভোট দিতে চায়।
জামায়াতের এই নেতা বলেন, শেখ হাসিনা আর কোনোদিন দেশে আসতে পারবেন না। ইতিহাস বলে ফ্যাসিবাদীরা একবার পালিয়ে গেলে আর কখনোই ফিরে আসে না। তাই শেখ হাসিনাও আর কোনোদিন এ বাংলার মাটিতে ফিরে আসবেন না।জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। জনগণের ভোটে আমরা ক্ষমতায় এলে কারো ওপরে জুলুম করব না। থাকবে না কোনো অন্যায়-অত্যাচার। এ দেশের সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে থাকব।
তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার আছে যে, আমরা ক্ষমতায় এলে নারীদের অবমূল্যায়ন হবে। কিন্তু আমি বলতে চাই, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ সম্মান পাবেন। তাদের অধিকার পাবেন। আমার স্ত্রী একজন চাকরিজীবী, আমার তিন মেয়ে চাকরি করে। আমরা ক্ষমতায় গেলে এ দেশের নারীরা চাকরি করতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না। বরং এ দেশের নারীর আরো নিরাপত্তার মধ্যে থাকবেন।
যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, যুবকরাই হল আমাদের শক্তি। কিন্তু এ দেশে মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমি প্রশাসনকে বলব, মাদকের সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে যেন প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে। আমরা চাই, যুবকরা বেকার থাকবে না। আমরা সব সময় যুবকদের পাশে থাকব।