ঢাকায় অন্তর্বর্তী সরকারের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণের ঘটনায় লালমনিরহাটের কলেজ শিক্ষক মুকিব মিয়াসহ পাঁচজনকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মনিরুল ইসলাম এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অন্যরা হলেন—কেন্দ্রীয় যুবলীগের সদস্য কপিল হালদার সজল, মতিঝিল থানা যুবলীগের সদস্য কে এম সাইফুল খান, ফতুল্লা থানা যুবলীগের সদস্য শেখ মোহাম্মদ হাফিজ ও মোনালিসা জুই।
শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত জানান, শাহবাগ থানার এসআই কে এম রেজাউল করিম আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন।
গত ১ ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
পরদিন শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পরে ৩ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর এলাকা থেকে মুকিব মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসামিরা সংঘবদ্ধভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লিফলেট বিতরণ করেন এবং অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানান।
আন্তর্জাতিক: গাজার হলুদ রেখা ‘মৃত্যুফাঁদ’
আন্তর্জাতিক: সৌদি আরবে রেকর্ড সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর
অর্থ-বাণিজ্য: ১ জানুয়ারি থেকে কমতে পারে সঞ্চয়পত্রের মুনাফা