আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির তীব্র নিন্দা জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি অভিযোগ করেন, আওয়ামীপন্থী কয়েকজন ব্লগার রোববার রাতভর এই গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে, যার উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে মুখোমুখি দাঁড় করিয়ে পরিস্থিতিকে জটিল করা।
সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মঞ্জু। দলের সাধারণ সম্পাদককে নিয়ে পরিকল্পিত গুজব ছড়ানোর প্রতিবাদ জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, "এত বড় গণ-অভ্যুত্থান ও রাজনৈতিক পরিবর্তনের পরও আওয়ামী লীগ ও তাদের উগ্র সমর্থকেরা শিক্ষা নেয়নি। তারা এখনও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।"
তিনি আরও বলেন, "রোববার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামীপন্থী কিছু ব্লগার উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করতে থাকে যে আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য।"
তার ভাষায়, "এই চক্রের মূল উদ্দেশ্য হলো দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে মুখোমুখি দাঁড় করিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করা এবং গণ-অভ্যুত্থানের ফলে যে পরিবর্তন এসেছে, সেটিকে নস্যাৎ করা।"
সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, আসাদুজ্জামান ফুয়াদের একটি পুরোনো বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
তিনি জানান, "২০২৪ সালের ৫ আগস্ট দলের এক বিক্ষোভ সমাবেশে আসাদুজ্জামান ফুয়াদ যে বক্তব্য দিয়েছিলেন, সেটিকে এখনকার বলে প্রচার করছে আওয়ামী লীগপন্থী ব্লগাররা। এটি স্পষ্টভাবে একটি পরিকল্পিত অপপ্রচার।"
মঞ্জু বলেন, "এই ধরনের অপপ্রচার রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার একটি কৌশল। এভাবে তথ্য বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোই তাদের উদ্দেশ্য। আমরা এর তীব্র নিন্দা জানাই।"
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে মন্তব্য করতে গিয়ে এবি পার্টির চেয়ারম্যান বলেন, "এই সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে চরম অস্থিরতা চলছে। তাই দেশবাসীকে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।"
তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, "যে কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য যাচাই না করে বিশ্বাস করা যাবে না। জনগণকে দায়িত্বশীল আচরণ করতে হবে।"
সংবাদ সম্মেলনে এবি পার্টির অন্যান্য নেতারাও গুজব ছড়ানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বি এম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা বলেন, "এবি পার্টি একটি গণতান্ত্রিক দল। জনগণের স্বার্থরক্ষার জন্য আমরা সর্বদা সচেষ্ট। এ ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে আমরা জনগণকে সজাগ থাকতে বলছি।"
এবি পার্টির নেতারা দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গুজব ছড়ানোর প্রবণতা বেড়ে গেছে। উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে।
তারা বলেন, "কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চায়। কিন্তু জনগণ এখন অনেক সচেতন। তারা গুজবে বিশ্বাস করবে না।"
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এবি পার্টির নেতারা ঘোষণা দেন, "আমাদের দলের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাব।"
সোমবার, ২৪ মার্চ ২০২৫
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির তীব্র নিন্দা জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি অভিযোগ করেন, আওয়ামীপন্থী কয়েকজন ব্লগার রোববার রাতভর এই গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে, যার উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে মুখোমুখি দাঁড় করিয়ে পরিস্থিতিকে জটিল করা।
সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মঞ্জু। দলের সাধারণ সম্পাদককে নিয়ে পরিকল্পিত গুজব ছড়ানোর প্রতিবাদ জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, "এত বড় গণ-অভ্যুত্থান ও রাজনৈতিক পরিবর্তনের পরও আওয়ামী লীগ ও তাদের উগ্র সমর্থকেরা শিক্ষা নেয়নি। তারা এখনও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।"
তিনি আরও বলেন, "রোববার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামীপন্থী কিছু ব্লগার উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করতে থাকে যে আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য।"
তার ভাষায়, "এই চক্রের মূল উদ্দেশ্য হলো দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে মুখোমুখি দাঁড় করিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করা এবং গণ-অভ্যুত্থানের ফলে যে পরিবর্তন এসেছে, সেটিকে নস্যাৎ করা।"
সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, আসাদুজ্জামান ফুয়াদের একটি পুরোনো বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
তিনি জানান, "২০২৪ সালের ৫ আগস্ট দলের এক বিক্ষোভ সমাবেশে আসাদুজ্জামান ফুয়াদ যে বক্তব্য দিয়েছিলেন, সেটিকে এখনকার বলে প্রচার করছে আওয়ামী লীগপন্থী ব্লগাররা। এটি স্পষ্টভাবে একটি পরিকল্পিত অপপ্রচার।"
মঞ্জু বলেন, "এই ধরনের অপপ্রচার রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার একটি কৌশল। এভাবে তথ্য বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোই তাদের উদ্দেশ্য। আমরা এর তীব্র নিন্দা জানাই।"
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে মন্তব্য করতে গিয়ে এবি পার্টির চেয়ারম্যান বলেন, "এই সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে চরম অস্থিরতা চলছে। তাই দেশবাসীকে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।"
তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, "যে কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য যাচাই না করে বিশ্বাস করা যাবে না। জনগণকে দায়িত্বশীল আচরণ করতে হবে।"
সংবাদ সম্মেলনে এবি পার্টির অন্যান্য নেতারাও গুজব ছড়ানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বি এম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা বলেন, "এবি পার্টি একটি গণতান্ত্রিক দল। জনগণের স্বার্থরক্ষার জন্য আমরা সর্বদা সচেষ্ট। এ ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে আমরা জনগণকে সজাগ থাকতে বলছি।"
এবি পার্টির নেতারা দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গুজব ছড়ানোর প্রবণতা বেড়ে গেছে। উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে।
তারা বলেন, "কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চায়। কিন্তু জনগণ এখন অনেক সচেতন। তারা গুজবে বিশ্বাস করবে না।"
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এবি পার্টির নেতারা ঘোষণা দেন, "আমাদের দলের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাব।"