চার মাস চিকিৎসা শেষে আগামী মঙ্গলবার (৭ মে) দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওই দিন সকাল সাড়ে ১০টায় কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ‘আমরা আশা করছি, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন।’
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তাঁকে এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেন। লন্ডনে চিকিৎসা শেষে এবারও তিনি সেই এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরছেন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে অভ্যর্থনার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ‘নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে সড়কের দুই পাশে দাঁড়িয়ে অত্যন্ত শৃঙ্খলিতভাবে তাঁকে স্বাগত জানাবেন। যানজট যেন সৃষ্টি না হয়, সে বিষয়েও সতর্ক থাকা হবে।’
এর আগে গত শুক্রবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, খালেদা জিয়া রোববার সন্ধ্যায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে রওনা দেবেন এবং তাঁর সঙ্গে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান থাকবেন। পরে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, তিনি সোমবার ফিরবেন। তবে রাতে বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়, খালেদা জিয়া সোমবার নয়, মঙ্গলবার দেশে পৌঁছাবেন।
রোববার, ০৪ মে ২০২৫
চার মাস চিকিৎসা শেষে আগামী মঙ্গলবার (৭ মে) দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওই দিন সকাল সাড়ে ১০টায় কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ‘আমরা আশা করছি, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন।’
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তাঁকে এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেন। লন্ডনে চিকিৎসা শেষে এবারও তিনি সেই এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরছেন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে অভ্যর্থনার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ‘নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে সড়কের দুই পাশে দাঁড়িয়ে অত্যন্ত শৃঙ্খলিতভাবে তাঁকে স্বাগত জানাবেন। যানজট যেন সৃষ্টি না হয়, সে বিষয়েও সতর্ক থাকা হবে।’
এর আগে গত শুক্রবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, খালেদা জিয়া রোববার সন্ধ্যায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে রওনা দেবেন এবং তাঁর সঙ্গে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান থাকবেন। পরে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, তিনি সোমবার ফিরবেন। তবে রাতে বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়, খালেদা জিয়া সোমবার নয়, মঙ্গলবার দেশে পৌঁছাবেন।