নিয়ম ভঙ্গ করে কেন্দ্রের ভেতর ঢুকে সাধারণ ভোটারদের কাছে ভোট চেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার৷ রোববার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ৮নং ওয়ার্ডের গোদনাইলের পপুলার ধনকুন্ডা হাইস্কুল কেন্দ্রে এই ঘটনা ঘটে৷
আড়াইটার দিকে ‘হাতি’ স্লোগানে অর্ধশতাধিক কর্মী-সমর্থকের মিছিল নিয়ে পপুলার ধনকুন্ডা হাইস্কুল কেন্দ্রের সামনে আসেন৷ বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের মিছিল দেখে স্কুলগেটে তাদের আটকান আনসার সদস্যরা৷ পরে অনধিক দশজন কর্মীকে নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন তৈমুর৷ পরে তিনি কেন্দ্রের ভেতর ভোট দেয়ার জন্য সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের কাছে ভোট চান তিনি৷ ভোটারদের সাথে হ্যান্ডশেক করে তার নির্বাচনী প্রতীক ‘হাতি’ প্রতীকে ভোট চান তৈমুর আলম৷
এদিকে তৈমুর আলমের ভোট চাওয়ার ব্যাপারটি দৃষ্টিগোচর হওয়ায় প্রতিবাদ করেন কেন্দ্রে থাকা আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী এজেন্ট জামান মিয়া৷ তিনি তৈমুরকে ‘কেন্দ্রের ভেতর ভোট চাইতে’ নিষেধ করেন৷ ভোট চাইতে বাধা দেন উপস্থিত পুলিশ সদস্যরাও৷
এ বিষয়ে তৈমুর আলমকে জিজ্ঞেস করা হলে তিনি সংবাদকে বলেন, ‘বানায়ে বানায়ে কথা বলবেন না৷ ভোট চাইনি, সৌজন্য সাক্ষাৎ করেছি৷’
আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী এজেন্ট জামান মিয়া সংবাদকে বলেন, একজন প্রার্থী কেন্দ্রে ঢুকতেই পারেন৷ কিন্তু তিনি ঘুরে ঘুরে কারও কাছে ভোট চাইতে পারেন না৷ ভোট চাওয়ার সময় তো এটা না৷
এদিকে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহীন কাজী সংবাদকে বলেন, ‘ভোটকেন্দ্রে ভোট চাওয়ার কোনো নিয়ম নেই৷ এমনটা করে থাকলে তিনি নিয়ম ভঙ্গ করেছেন৷ তবে বিষয়টি আমি জানতাম না৷ এ বিষয়ে আনসার সদস্যদের থেকে খোঁজ নেবো৷ সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে ’
রোববার, ১৬ জানুয়ারী ২০২২
নিয়ম ভঙ্গ করে কেন্দ্রের ভেতর ঢুকে সাধারণ ভোটারদের কাছে ভোট চেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার৷ রোববার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ৮নং ওয়ার্ডের গোদনাইলের পপুলার ধনকুন্ডা হাইস্কুল কেন্দ্রে এই ঘটনা ঘটে৷
আড়াইটার দিকে ‘হাতি’ স্লোগানে অর্ধশতাধিক কর্মী-সমর্থকের মিছিল নিয়ে পপুলার ধনকুন্ডা হাইস্কুল কেন্দ্রের সামনে আসেন৷ বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের মিছিল দেখে স্কুলগেটে তাদের আটকান আনসার সদস্যরা৷ পরে অনধিক দশজন কর্মীকে নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন তৈমুর৷ পরে তিনি কেন্দ্রের ভেতর ভোট দেয়ার জন্য সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের কাছে ভোট চান তিনি৷ ভোটারদের সাথে হ্যান্ডশেক করে তার নির্বাচনী প্রতীক ‘হাতি’ প্রতীকে ভোট চান তৈমুর আলম৷
এদিকে তৈমুর আলমের ভোট চাওয়ার ব্যাপারটি দৃষ্টিগোচর হওয়ায় প্রতিবাদ করেন কেন্দ্রে থাকা আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী এজেন্ট জামান মিয়া৷ তিনি তৈমুরকে ‘কেন্দ্রের ভেতর ভোট চাইতে’ নিষেধ করেন৷ ভোট চাইতে বাধা দেন উপস্থিত পুলিশ সদস্যরাও৷
এ বিষয়ে তৈমুর আলমকে জিজ্ঞেস করা হলে তিনি সংবাদকে বলেন, ‘বানায়ে বানায়ে কথা বলবেন না৷ ভোট চাইনি, সৌজন্য সাক্ষাৎ করেছি৷’
আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী এজেন্ট জামান মিয়া সংবাদকে বলেন, একজন প্রার্থী কেন্দ্রে ঢুকতেই পারেন৷ কিন্তু তিনি ঘুরে ঘুরে কারও কাছে ভোট চাইতে পারেন না৷ ভোট চাওয়ার সময় তো এটা না৷
এদিকে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহীন কাজী সংবাদকে বলেন, ‘ভোটকেন্দ্রে ভোট চাওয়ার কোনো নিয়ম নেই৷ এমনটা করে থাকলে তিনি নিয়ম ভঙ্গ করেছেন৷ তবে বিষয়টি আমি জানতাম না৷ এ বিষয়ে আনসার সদস্যদের থেকে খোঁজ নেবো৷ সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে ’