প্রথম আড়াই দিন বৃষ্টিতে ভেসে যাবার পর কে ভেবেছিলো এই টেস্ট ফল হবে। চতুর্থ দিনে ব্যাটসম্যানদের নিখুঁত ব্যর্থতা আর ম্যাচে টিকিয়ে রাখেতে পাপেনি বাংলাদেশকে।
কানপুরের গ্রিন পার্কে খেলা হয়েছে সর্বসাকুল্যে দিনের হিসেবে আড়াই দিন। ওভারের হিসেবে ১৭৩ ওভারের মতো, যা দুইদিনের নির্ধারিত ওভারের কম। আর এতেই হেসেখেলে জিতে গেছে ভারত।
এই টেস্ট জিতে ২ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলো ভারত। সিরিজ জিতে নিলো ২-০ তে।
গতকালই অবশ্য ম্যাচের গতিপথ নির্ধারিত হয়েছিল। ভারত রেকর্ড করে ১৪৯ বছরের টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০ এবং ২৫০ করে। সর্বমোট ৩৪.৪ ওভারে রেকর্ড ২৮৫ রান করে বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ৫২ রান এগিয়ে থেকে ডিক্লেয়ার করে তাদের প্রথম ইনিংস। প্রতি ওভার প্রতি ৮ রানের বেশি গড়ে রান তুলে টেস্ট ক্রিকেটের অসংখ্য রেকর্ড নিজেদের করে নেয় তারা।
চতুর্থ দিনের শেষ সেশনে ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ২৬ রানে ২ উইকেটে হারিয়ে দিনের খেলা শেষ করে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৬ ওভার খেলতে পারে বাংলাদেশ, রান করে ১৪৬।
ভারতের হয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩ টি করে উইকেট ভাগাভাগি করেন জাসপ্রিত বুমরাহ, রাভিচন্দ্রন আশউইন, রভিন্দ্র জাদেজা। বাকী একটি উইকেট নেন করেন পেসার আকাশ দীপ।
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ভারতের সামনে দাঁড়ায় সহজ সমীকরন, ৯৫ রান। ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপকে কোনও চাপেই ফেলতে পারেনি বাংলাদেশ।
হেসে খেলে ১৭.২ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ৩ উইকেট হারিয়ে। ফলাফল ৭ উইকেটের বিশাল জয়।
সিরিজ সেরা হয়েছেন রাভিচন্দ্রন আশউইন। ম্যাচসেরা ইয়াশাসভি জাইসওয়াল।
মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
প্রথম আড়াই দিন বৃষ্টিতে ভেসে যাবার পর কে ভেবেছিলো এই টেস্ট ফল হবে। চতুর্থ দিনে ব্যাটসম্যানদের নিখুঁত ব্যর্থতা আর ম্যাচে টিকিয়ে রাখেতে পাপেনি বাংলাদেশকে।
কানপুরের গ্রিন পার্কে খেলা হয়েছে সর্বসাকুল্যে দিনের হিসেবে আড়াই দিন। ওভারের হিসেবে ১৭৩ ওভারের মতো, যা দুইদিনের নির্ধারিত ওভারের কম। আর এতেই হেসেখেলে জিতে গেছে ভারত।
এই টেস্ট জিতে ২ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলো ভারত। সিরিজ জিতে নিলো ২-০ তে।
গতকালই অবশ্য ম্যাচের গতিপথ নির্ধারিত হয়েছিল। ভারত রেকর্ড করে ১৪৯ বছরের টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০ এবং ২৫০ করে। সর্বমোট ৩৪.৪ ওভারে রেকর্ড ২৮৫ রান করে বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ৫২ রান এগিয়ে থেকে ডিক্লেয়ার করে তাদের প্রথম ইনিংস। প্রতি ওভার প্রতি ৮ রানের বেশি গড়ে রান তুলে টেস্ট ক্রিকেটের অসংখ্য রেকর্ড নিজেদের করে নেয় তারা।
চতুর্থ দিনের শেষ সেশনে ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ২৬ রানে ২ উইকেটে হারিয়ে দিনের খেলা শেষ করে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৬ ওভার খেলতে পারে বাংলাদেশ, রান করে ১৪৬।
ভারতের হয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩ টি করে উইকেট ভাগাভাগি করেন জাসপ্রিত বুমরাহ, রাভিচন্দ্রন আশউইন, রভিন্দ্র জাদেজা। বাকী একটি উইকেট নেন করেন পেসার আকাশ দীপ।
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ভারতের সামনে দাঁড়ায় সহজ সমীকরন, ৯৫ রান। ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপকে কোনও চাপেই ফেলতে পারেনি বাংলাদেশ।
হেসে খেলে ১৭.২ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ৩ উইকেট হারিয়ে। ফলাফল ৭ উইকেটের বিশাল জয়।
সিরিজ সেরা হয়েছেন রাভিচন্দ্রন আশউইন। ম্যাচসেরা ইয়াশাসভি জাইসওয়াল।