গোল করেছেন দুটি, অ্যাসিস্ট একটি। দল জয় পেয়েছে ৫-১ গোলের, পোলান্ডের বিপক্ষে। এই জয়ে এক ম্যাচ বাকী থাকতেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো পর্তুগালের।এরচেয়ে মধুময় রাত আর কি হতে পারে ৩৯ বছর বয়সী ‘তরুণ’ ক্রিস্তিয়ানো রোনালদোর।
পর্তুগালের দো দ্যাগাও স্টেডিয়ামে নেশনস লিগের ম্যাচটিতে বড় জয়ে আরো অবদান রাখেন ফার্নান্দেজ, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো।
প্রথমার্ধ গোল শূন্যে শেষ। প্রথম গোলের দেখা মেলে দ্বিতীয়ার্ধে, খেলার ৫৮ মিনিটে। গোলটি করেন পর্তুগালের লিয়াও। পেনাল্টি থেকে ৭২ মিনিটে রোনালদো গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল।
ম্যাচের সবচেয়ে সুন্দর গোলটি করেন রোনালদো। ৮৭ মিনিটের সময় ডান পায়ে শূন্যে ভেসে করা শট কোনোভাবেই আটকাতে পারেনি পোলান্ডের গোলরক্ষক।
এতে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর গোল দাঁড়ালো ৯১০। আর আন্তর্জাতিক ম্যাচে তার গোল হলো ১৩৫টি। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২তম ম্যাচ জয়ী ফুটবলার এখন রোনালদো তিনি পিছনে ফেলেছেন স্পেনের রামোসকে। তার পরিসংখ্যান এমন উচ্চতায় পৌঁছেছে যে রোনালদো খেলতে নামলেই এখন তৈরি হয় রেকর্ড।
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
গোল করেছেন দুটি, অ্যাসিস্ট একটি। দল জয় পেয়েছে ৫-১ গোলের, পোলান্ডের বিপক্ষে। এই জয়ে এক ম্যাচ বাকী থাকতেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো পর্তুগালের।এরচেয়ে মধুময় রাত আর কি হতে পারে ৩৯ বছর বয়সী ‘তরুণ’ ক্রিস্তিয়ানো রোনালদোর।
পর্তুগালের দো দ্যাগাও স্টেডিয়ামে নেশনস লিগের ম্যাচটিতে বড় জয়ে আরো অবদান রাখেন ফার্নান্দেজ, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো।
প্রথমার্ধ গোল শূন্যে শেষ। প্রথম গোলের দেখা মেলে দ্বিতীয়ার্ধে, খেলার ৫৮ মিনিটে। গোলটি করেন পর্তুগালের লিয়াও। পেনাল্টি থেকে ৭২ মিনিটে রোনালদো গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল।
ম্যাচের সবচেয়ে সুন্দর গোলটি করেন রোনালদো। ৮৭ মিনিটের সময় ডান পায়ে শূন্যে ভেসে করা শট কোনোভাবেই আটকাতে পারেনি পোলান্ডের গোলরক্ষক।
এতে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর গোল দাঁড়ালো ৯১০। আর আন্তর্জাতিক ম্যাচে তার গোল হলো ১৩৫টি। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২তম ম্যাচ জয়ী ফুটবলার এখন রোনালদো তিনি পিছনে ফেলেছেন স্পেনের রামোসকে। তার পরিসংখ্যান এমন উচ্চতায় পৌঁছেছে যে রোনালদো খেলতে নামলেই এখন তৈরি হয় রেকর্ড।