অ্যানফিল্ডে লিভারপুল অপরাজেয় ধারায় ছেদ পরতে পরতে বেঁচে গেছে। গতকাল রাতে ১০ জন নিয়ে ফুলহামের সাথে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল।
ঘরের মাঠে বিব্রতকর অবস্থায় পড়েছিল লিভারপুল। আর্নে স্লটের দল দুই বার পিছিয়ে পরে ড্র করেছে।এই ড্রয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকলো অলরেডরা।
কাউন্টার অ্যার্টাকে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। ফুলহামের অ্যান্টনি রবিসনের লম্বা পাসে গোল করেন আন্দ্রেই পেরেইরার। গোল হজম করে স্বাভাবিক হবার আগেই বিপদ আরো বাড়িয়ে তোলে ১৭ মিনিটে অ্যান্ডি রবার্টসনের লাল কার্ড।
ম্যাচে হট্টগোল দেখা দেয় রেফারি ভিআরের সহায়তা নেয়। সেখানে অনুমান করা হয় কার্ড যথাযথ ছিলো না। কিন্তু রেফারি তার সিদ্ধান্তে অটল থাকলে বাকী সময় ১০ নিয়ে খেলতে হয় অলরেডদের।এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধে পিছিয়ে থেকে শুরু করে ম্যাচের ৪৭ মিনিটের সময় মোহাম্মদ সালাহর অসাধারণ অ্যাসিস্ট থেকে নিখুঁত গোল করেন লিভারপুলের কোডি গাকপো।
তবে ম্যাচের ৭৬ মিনিট আবারও পিছিয়ে পড়ে লিভারপুল। ফুলহামের অ্যান্টনি রবিনসনের অসাধারণ অ্যাসিস্ট থেকে রদ্রিগো মুনিজ আড়াআড়ি শটে গোল করলে আবারো নিজ মাঠে ২-১ গোলে পিছিয়ে পরে হারের শংকায় পড়ে লিভারপুল।
কিন্তু দিয়াগো জোতা ৮ ম্যাচ পরে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে বুঝিয়ে দেন তিনি ফুরিয়ে যাননি। মাঠে নামার ৭ মিনিট পরেই করেছেন গোল। ৮৬ মিনিটের সময় ডারউইন নুনিজের অ্যাসিস্টে গোল করেন জোতা। সমতায় ফিরে লিভারপুল।
বাকী সময় রক্ষন সামলে পরাজয় ঠেকিয়েছে অলরেডরা। এই ড্র তে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষেই রইলো লিভারপুল। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট তাদের। দুইয়ে থাকা চেলসির সমান ম্যাচে ৩১ পয়েন্ট।
রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
অ্যানফিল্ডে লিভারপুল অপরাজেয় ধারায় ছেদ পরতে পরতে বেঁচে গেছে। গতকাল রাতে ১০ জন নিয়ে ফুলহামের সাথে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল।
ঘরের মাঠে বিব্রতকর অবস্থায় পড়েছিল লিভারপুল। আর্নে স্লটের দল দুই বার পিছিয়ে পরে ড্র করেছে।এই ড্রয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকলো অলরেডরা।
কাউন্টার অ্যার্টাকে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। ফুলহামের অ্যান্টনি রবিসনের লম্বা পাসে গোল করেন আন্দ্রেই পেরেইরার। গোল হজম করে স্বাভাবিক হবার আগেই বিপদ আরো বাড়িয়ে তোলে ১৭ মিনিটে অ্যান্ডি রবার্টসনের লাল কার্ড।
ম্যাচে হট্টগোল দেখা দেয় রেফারি ভিআরের সহায়তা নেয়। সেখানে অনুমান করা হয় কার্ড যথাযথ ছিলো না। কিন্তু রেফারি তার সিদ্ধান্তে অটল থাকলে বাকী সময় ১০ নিয়ে খেলতে হয় অলরেডদের।এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধে পিছিয়ে থেকে শুরু করে ম্যাচের ৪৭ মিনিটের সময় মোহাম্মদ সালাহর অসাধারণ অ্যাসিস্ট থেকে নিখুঁত গোল করেন লিভারপুলের কোডি গাকপো।
তবে ম্যাচের ৭৬ মিনিট আবারও পিছিয়ে পড়ে লিভারপুল। ফুলহামের অ্যান্টনি রবিনসনের অসাধারণ অ্যাসিস্ট থেকে রদ্রিগো মুনিজ আড়াআড়ি শটে গোল করলে আবারো নিজ মাঠে ২-১ গোলে পিছিয়ে পরে হারের শংকায় পড়ে লিভারপুল।
কিন্তু দিয়াগো জোতা ৮ ম্যাচ পরে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে বুঝিয়ে দেন তিনি ফুরিয়ে যাননি। মাঠে নামার ৭ মিনিট পরেই করেছেন গোল। ৮৬ মিনিটের সময় ডারউইন নুনিজের অ্যাসিস্টে গোল করেন জোতা। সমতায় ফিরে লিভারপুল।
বাকী সময় রক্ষন সামলে পরাজয় ঠেকিয়েছে অলরেডরা। এই ড্র তে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষেই রইলো লিভারপুল। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট তাদের। দুইয়ে থাকা চেলসির সমান ম্যাচে ৩১ পয়েন্ট।