alt

খেলা

টাইগাররা দেশ ছাড়বে আগামী বৃহস্পতিবার

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু

ক্রীড়া বার্তা পরিবেশক : রোববার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

ক্যাম্পে কোচদের সামনে বোলিংয়ে মোস্তাফিজ

শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে আনুষ্ঠানিকভাবে রুদ্ধদ্বার ঘোষণা না হলেও শনিবার থেকে এই ব্যবস্থায়ই চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প।

প্রথম দুই দিন অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা সবাই যোগ দেননি অনুশীলনে। প্রথম দিন ক্যাম্পে যোগ দেন তানজিদ হাসান, তানজিম হাসান, জাকের আলি, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। প্রথম চার জন্য অবশ্য বিপিএলের প্রথম পর্ব থেকে বাদ পড়ার পর থেকেই নিজ উদ্যোগে অনুশীলন শুরু করে দিয়েছেন।

ক্যাম্প শুরুর দিন ক্রিকেটারের চেয়ে কোচের উপস্থিতিই ছিল বেশি। প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ফাস্ট বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, স্পিন কোচ মুশতাক আহমেদের সঙ্গে পাঁচ দিনের এই ক্যাম্পের জন্য ডেকে নেয়া হয়েছে স্থানীয় দুই কোচ সোহেল ইসলাম ও তালহা জুবায়েরকে।

রবিবার ০৯ ফেব্রুয়ারি কাল দ্বিতীয় দিন ক্যাম্পে যোগ দেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও নাসুম আহমেদ। এ দিন আরেক স্থানীয় কোচ আশিকুর রহমানকেও দেখা গেছে দলের সঙ্গে।

বিপিএল ফাইনাল খেলা ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ছয়জন নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও পারভেজ হোসেনকে দেয়া হয়েছে দুই দিনের ছুটি। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজও পেয়েছেন ছুটি। বরিশালের ক্রিকেটাররা রবিবার বিপিএল ট্রফি নিয়ে গেছেন বরিশালে। তারা সবাই আজ যোগ দেবেন প্রস্তুতি ক্যাম্পে।

দেশ ছাড়ার আগে পুরো দলের সবাই মিলে তিন দিন অনুশীলন করবেন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগামী বৃহস্পতিবার রাতে আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন শান্ত-মিরাজরা। পরে দুবাইয়ে কিছু দিন প্রস্তুতি নিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন তারা। বাকি দুই ম্যাচ খেলতে পাকিস্তানে চলে যাবে বাংলাদেশ।

প্রায় দেড় মাস ধরে বিপিএল, এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও সর্বশেষে টি-২০ খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এখন তাই ওয়ানডে সংস্করণে মনোযোগ ফেরানোর চ্যালেঞ্জ তাদের। দুটিই সাদা বলের খেলা হওয়ায় কিছুটা হলেও অবশ্য সহজ হবে তাদের কাজ।

তবে দলের জন্য দুর্ভাবনার কারণ হতে পারে শান্তর ফর্মহীনতা ও ম্যাচ অনুশীলনের ঘাটতি। পুরো বিপিএলে বরিশালের হয়ে পাঁচ ম্যাচের বেশি খেলা হয়নি বাংলাদেশ অধিনায়কের। সর্বশেষটি ছিল সেই ১৬ জানুয়ারি। দলের পক্ষ থেকে কম্বিনেশনের কথা বলা হয়েছে, তবে পারফরম্যান্সও ছিল না শান্তর পক্ষে।

সুযোগ পাওয়া পাঁচ ম্যাচের চারটিতেই দুই অঙ্ক ছুঁতে পারেননি শান্ত। সব মিলিয়ে করেন ৫৬ রান। পরে শেষ দিকের ম্যাচগুলো বেঞ্চে বসে কাটান বাঁহাতি ব্যাটসম্যান। চোটের কারণে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিলেন না অধিনায়ক। ম্যাচ অনুশীলনের বড় একটা ঘাটতি তাই থাকছেই তার।

ওয়ানডেতে অবশ্য সর্বশেষ সিরিজগুলোয় ভালো ফর্মে ছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে করেন ১২৩ রান। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষেও তিনি পান রানের দেখা।

টপ-অর্ডারের আরেক ব্যাটসম্যান পারভেজের ফর্ম নিয়েও ছিল শঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর বিপিএলে কয়েক ম্যাচে রান করতে পারেননি তিনি। তবে সর্বশেষ চার ম্যাচের দুটিতে ৭০ ছোঁয়া ইনিংস খেলে ফর্মে ফেরার আভাস দিয়েছেন তরুণ ওপেনার। ফাইনালে তার ৭৮ রানের সৌজন্যে দুইশো ছুঁইছুঁই পুঁজি পেয়েছিল চিটাগং।

বাঁহাতি ওপেনার তানজিদের বিপিএল ছিল দুর্দান্ত। ১২ ম্যাচে এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে তিনি করেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৫ রান। সব মিলিয়ে ৩৬টি ছক্কা মেরে গড়েন এক আসরে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ছয়ের রেকর্ড।

চোট কাটিয়ে বিপিএলের শেষ দিকে ফেরা সৌম্য সরকার ছন্দে ফেরার বার্তা দেন খুলনা টাইগার্সের বিপক্ষে ৪৮ বলে ৭৪ রানের ইনিংস খেলে।

মিডল-অর্ডার নিয়েও কিছুটা চিন্তার কারণ আছে। বরিশালের হয়ে পরপর দুই শিরোপা জয়ের আনন্দে মাতলেও ব্যাট হাতে নিজেদের সেরা ফর্মে ছিলেন না মাহমুদউল্লাহ, মুশফিক, হৃদয়রা।

ফাইনালের আগে ৮২ রানের ইনিংসে ছন্দে ফেরার আভাস দেন হৃদয়। বিপিএলে তিনি বেশিরভাগ ম্যাচ ওপেনিংয়ে খেলেছেন। জাতীয় দলে দেখা যাবে মিডল-অর্ডারে।

টুর্নামেন্টের শুরুর দিকে কিছু ভালো ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। কিন্তু পরের দিকে সেই ছন্দ ধরে রাখতে পারেননি অভিজ্ঞ ব্যাটার। একই অবস্থা মুশফিকের। ৯ ইনিংসে মাত্র একবার চল্লিশ ছুঁতে পারেন তিনি। দুজনই অবশ্য পুরো আসরে খুব বেশি সময় পাননি ব্যাটিংয়ের।

বোলিং বিভাগের তাসকিন কাটিয়েছেন রেকর্ড গড়া বিপিএল। ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়ে গড়েছেন টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। শুরু থেকে শেষ পর্যন্ত একই ছন্দে দেখা যায় তাকে। এছাড়া নাহিদ, তানজিম, মোস্তাফিজরাও নিজ নিজ দলের হয়ে রাখেন কার্যকর ভূমিকা।

স্পিনে নাসুম, রিশাদরাও ছিলেন ভালো ছন্দে। অলরাউন্ড নৈপুণ্যে বিপিএলের আসর সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মিরাজ। চিটাগংয়ের বিপক্ষে ফাইনাল ম্যাচে মারা দুই ছক্কায় রিশাদও জানিয়ে দেন, চাপের মধ্যে ব্যাট হাতে দলের জন্য নিজেকে মেলে ধরতে তিনি প্রস্তুত।

তবে বিপিএলে টি-২০ সংস্করণের খেলা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। ২০১৭ সালের টুর্নামেন্টের সর্বশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ।

আট বছর পর নতুন আসরে সেই সাফল্যের পুনরাবৃত্তি অথবা তার চেয়েও বেশি কিছুর আশা থাকবে সবারই। সেই অভিযানে প্রস্তুতি পর্বে নিজেদের সব ঘাটতি শুধরে নেয়ার চেষ্টাই করবেন ক্রিকেটাররা।

ছবি

নিউজিল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টি-২০ মঙ্গলবার

তরুণ ক্রিকেটারদের নিয়ে ‘মাতামাতি না করার’ অনুরোধ শান্তর

ছবি

‘আমার বড় স্বপ্ন আছে, ইনশাল্লাহ আমরা উইন খরমু’

ছবি

ভক্তদের উচ্ছ্বাসে সিলেটে হামজা চৌধুরী

ছবি

ইনশাআল্লাহ, আমরা উইন খরমু, বড় স্বপ্ন আছে: হামজা চৌধুরী

মোহামেডান ও আবাহনীর বড় জয়

ছবি

ভারতীয় সিনেমায় ডেভিড ওয়ার্নার

স্বাধীনতা দিবস ওয়ালটন রেটিং দাবা উদ্বোধন

আইপিএলে দুই বছর নিষিদ্ধ হ্যারি ব্রুক

ছবি

‘চ্যাম্পিয়ন্স ট্রফির বাইরে একদিনের ক্রিকেটের কোনো গুরুত্ব নেই’

টি-২০র সুপার ওভারে ‘শূন্য’ রানের রেকর্ড

ছবি

স্পেশাল অলিম্পিকসে বাংলাদেশের স্বর্ণ

ছবি

জাতীয় ক্রিকেট: উদ্বোধনী খেলায় গাজীপুর জয়ী

ছবি

ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন নেইমার

ছবি

জাতীয় ক্রিকেট শুরু আজ

ছবি

এবারের আইপিএলে দশ অধিনায়ক

স্পেশাল অলিম্পিকসের ফ্লোরবলের ফাইনালে বাংলাদেশ

ছবি

ক্রাইস্টচার্চে পাকিস্তান টি-২০ সিরিজ খেলতে নামছে কাল

ছবি

বাংলাদেশের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে নারী বিশ্বকাপ ক্রিকেট বাছাই

ফ্রান্স দলে ফিরলেন এমবাপ্পে

ছবি

ফার্নান্দেসের হ্যাটট্রিকে শেষ আটে ম্যানইউ

ছবি

মেসির গোলে চ্যাম্পিয়ন্স কাপের শেষ আটে মায়ামি

জুনিয়র ডেভিস কাপ বাছাইয়ে বাংলাদেশ অষ্টম

ছবি

তায়েফে ফুরফুরে মেজাজে বাংলাদেশের খেলোয়াড়রা

টিভিতে আজকের খেলা

ছবি

চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টারে রেয়াল মাদ্রিদ

ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদুল্লাহর যত নজির

ছবি

আইসিসি এখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড হয়ে গেছে: অ্যান্ডি রবার্টস

ছবি

‘আইসিসি ইভেন্টে শিরোপা জয়ের কাছেই আছে কিউইরা’

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট

জুনিয়র ডেভিস কাপ পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

বিশ্বকাপ বাছাই বাংলাদেশ নারী ওয়ানডে দলে নতুন মুখ ইশমা

ছবি

নারী বিশ্বকাপ দল থেকে বাদ পড়েই জ্বলে উঠলেন সুলতানা

ছবি

মাহমুদউল্লাহর বিদায়ে সামাজিক মাধ্যমে সতীর্থরাদের আবেগঘন বার্তা, ভালোবাসা

টিভিতে আজকের খেলা

ছবি

উত্তেজনা-নাটকীয়তায় ভরা রিয়াল-আতলেতিকোর ম্যাচ, টাইব্রেকারে রিয়ালের জয়

tab

খেলা

টাইগাররা দেশ ছাড়বে আগামী বৃহস্পতিবার

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু

ক্রীড়া বার্তা পরিবেশক

ক্যাম্পে কোচদের সামনে বোলিংয়ে মোস্তাফিজ

রোববার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে আনুষ্ঠানিকভাবে রুদ্ধদ্বার ঘোষণা না হলেও শনিবার থেকে এই ব্যবস্থায়ই চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প।

প্রথম দুই দিন অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা সবাই যোগ দেননি অনুশীলনে। প্রথম দিন ক্যাম্পে যোগ দেন তানজিদ হাসান, তানজিম হাসান, জাকের আলি, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। প্রথম চার জন্য অবশ্য বিপিএলের প্রথম পর্ব থেকে বাদ পড়ার পর থেকেই নিজ উদ্যোগে অনুশীলন শুরু করে দিয়েছেন।

ক্যাম্প শুরুর দিন ক্রিকেটারের চেয়ে কোচের উপস্থিতিই ছিল বেশি। প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ফাস্ট বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, স্পিন কোচ মুশতাক আহমেদের সঙ্গে পাঁচ দিনের এই ক্যাম্পের জন্য ডেকে নেয়া হয়েছে স্থানীয় দুই কোচ সোহেল ইসলাম ও তালহা জুবায়েরকে।

রবিবার ০৯ ফেব্রুয়ারি কাল দ্বিতীয় দিন ক্যাম্পে যোগ দেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও নাসুম আহমেদ। এ দিন আরেক স্থানীয় কোচ আশিকুর রহমানকেও দেখা গেছে দলের সঙ্গে।

বিপিএল ফাইনাল খেলা ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ছয়জন নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও পারভেজ হোসেনকে দেয়া হয়েছে দুই দিনের ছুটি। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজও পেয়েছেন ছুটি। বরিশালের ক্রিকেটাররা রবিবার বিপিএল ট্রফি নিয়ে গেছেন বরিশালে। তারা সবাই আজ যোগ দেবেন প্রস্তুতি ক্যাম্পে।

দেশ ছাড়ার আগে পুরো দলের সবাই মিলে তিন দিন অনুশীলন করবেন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগামী বৃহস্পতিবার রাতে আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন শান্ত-মিরাজরা। পরে দুবাইয়ে কিছু দিন প্রস্তুতি নিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন তারা। বাকি দুই ম্যাচ খেলতে পাকিস্তানে চলে যাবে বাংলাদেশ।

প্রায় দেড় মাস ধরে বিপিএল, এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও সর্বশেষে টি-২০ খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এখন তাই ওয়ানডে সংস্করণে মনোযোগ ফেরানোর চ্যালেঞ্জ তাদের। দুটিই সাদা বলের খেলা হওয়ায় কিছুটা হলেও অবশ্য সহজ হবে তাদের কাজ।

তবে দলের জন্য দুর্ভাবনার কারণ হতে পারে শান্তর ফর্মহীনতা ও ম্যাচ অনুশীলনের ঘাটতি। পুরো বিপিএলে বরিশালের হয়ে পাঁচ ম্যাচের বেশি খেলা হয়নি বাংলাদেশ অধিনায়কের। সর্বশেষটি ছিল সেই ১৬ জানুয়ারি। দলের পক্ষ থেকে কম্বিনেশনের কথা বলা হয়েছে, তবে পারফরম্যান্সও ছিল না শান্তর পক্ষে।

সুযোগ পাওয়া পাঁচ ম্যাচের চারটিতেই দুই অঙ্ক ছুঁতে পারেননি শান্ত। সব মিলিয়ে করেন ৫৬ রান। পরে শেষ দিকের ম্যাচগুলো বেঞ্চে বসে কাটান বাঁহাতি ব্যাটসম্যান। চোটের কারণে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিলেন না অধিনায়ক। ম্যাচ অনুশীলনের বড় একটা ঘাটতি তাই থাকছেই তার।

ওয়ানডেতে অবশ্য সর্বশেষ সিরিজগুলোয় ভালো ফর্মে ছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে করেন ১২৩ রান। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষেও তিনি পান রানের দেখা।

টপ-অর্ডারের আরেক ব্যাটসম্যান পারভেজের ফর্ম নিয়েও ছিল শঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর বিপিএলে কয়েক ম্যাচে রান করতে পারেননি তিনি। তবে সর্বশেষ চার ম্যাচের দুটিতে ৭০ ছোঁয়া ইনিংস খেলে ফর্মে ফেরার আভাস দিয়েছেন তরুণ ওপেনার। ফাইনালে তার ৭৮ রানের সৌজন্যে দুইশো ছুঁইছুঁই পুঁজি পেয়েছিল চিটাগং।

বাঁহাতি ওপেনার তানজিদের বিপিএল ছিল দুর্দান্ত। ১২ ম্যাচে এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে তিনি করেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৫ রান। সব মিলিয়ে ৩৬টি ছক্কা মেরে গড়েন এক আসরে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ছয়ের রেকর্ড।

চোট কাটিয়ে বিপিএলের শেষ দিকে ফেরা সৌম্য সরকার ছন্দে ফেরার বার্তা দেন খুলনা টাইগার্সের বিপক্ষে ৪৮ বলে ৭৪ রানের ইনিংস খেলে।

মিডল-অর্ডার নিয়েও কিছুটা চিন্তার কারণ আছে। বরিশালের হয়ে পরপর দুই শিরোপা জয়ের আনন্দে মাতলেও ব্যাট হাতে নিজেদের সেরা ফর্মে ছিলেন না মাহমুদউল্লাহ, মুশফিক, হৃদয়রা।

ফাইনালের আগে ৮২ রানের ইনিংসে ছন্দে ফেরার আভাস দেন হৃদয়। বিপিএলে তিনি বেশিরভাগ ম্যাচ ওপেনিংয়ে খেলেছেন। জাতীয় দলে দেখা যাবে মিডল-অর্ডারে।

টুর্নামেন্টের শুরুর দিকে কিছু ভালো ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। কিন্তু পরের দিকে সেই ছন্দ ধরে রাখতে পারেননি অভিজ্ঞ ব্যাটার। একই অবস্থা মুশফিকের। ৯ ইনিংসে মাত্র একবার চল্লিশ ছুঁতে পারেন তিনি। দুজনই অবশ্য পুরো আসরে খুব বেশি সময় পাননি ব্যাটিংয়ের।

বোলিং বিভাগের তাসকিন কাটিয়েছেন রেকর্ড গড়া বিপিএল। ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়ে গড়েছেন টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। শুরু থেকে শেষ পর্যন্ত একই ছন্দে দেখা যায় তাকে। এছাড়া নাহিদ, তানজিম, মোস্তাফিজরাও নিজ নিজ দলের হয়ে রাখেন কার্যকর ভূমিকা।

স্পিনে নাসুম, রিশাদরাও ছিলেন ভালো ছন্দে। অলরাউন্ড নৈপুণ্যে বিপিএলের আসর সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মিরাজ। চিটাগংয়ের বিপক্ষে ফাইনাল ম্যাচে মারা দুই ছক্কায় রিশাদও জানিয়ে দেন, চাপের মধ্যে ব্যাট হাতে দলের জন্য নিজেকে মেলে ধরতে তিনি প্রস্তুত।

তবে বিপিএলে টি-২০ সংস্করণের খেলা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। ২০১৭ সালের টুর্নামেন্টের সর্বশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ।

আট বছর পর নতুন আসরে সেই সাফল্যের পুনরাবৃত্তি অথবা তার চেয়েও বেশি কিছুর আশা থাকবে সবারই। সেই অভিযানে প্রস্তুতি পর্বে নিজেদের সব ঘাটতি শুধরে নেয়ার চেষ্টাই করবেন ক্রিকেটাররা।

back to top