শ্রীলঙ্কায় এসেছিলেন ভাঙা আঙুল নিয়ে। উপমহাদেশের কন্ডিশনে অস্ট্রেলিয়া দলে বাড়তি স্পিনার দরকার ছিল। ম্যাথু কুনিম্যান সেই দায়িত্বটা পালন করেছেন একেবারেই যথাযথভাবে। কিন্তু সেটার পরেই যে বাঁধলো বিপত্তি। গলে দ্বিতীয় টেস্টে তার বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা।
দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৬ উইকেট নেওয়া কুনেমানকে এখন বাধ্যতামূলক পরীক্ষার মুখোমুখি হতে হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট শেষ হওয়ার পর ম্যাচ কর্মকর্তারা বিষয়টি উত্থাপন করেছেন। দল বিষয়টি সম্পর্কে অবগত আছে। তারা ম্যাটকে পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করবে।’ ধারণা করা হচ্ছে, কুনিম্যানের বোলিং পরীক্ষা ব্রিসবেনের সেন্টার অব এক্সিলেন্সেই করা হবে। সেই পরীক্ষার ফলাফল আইসিসির কাছে পাঠানো হবে।
২০১৭ সালে পেশাদার ক্রিকেটে অভিষেকের পর থেকে এবারই প্রথম কুনিম্যানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এরমাঝে পেশাদার ক্যারিয়ারে কুনিমান ১২৪টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে পাঁচটি টেস্ট, চারটি ওয়ানডে ও ৫৫টি টি-টোয়েন্টি বিগ ব্যাশ লিগের ম্যাচ রয়েছে।
ক্রিকেটের নিয়ম অনুযায়ী, একজন বোলারের বাহু সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকতে পারে। এর বেশি হলে তা অবৈধ বলে গণ্য করা হয়। কুনিম্যানের ক্ষেত্রে এরচে বেশি হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। তার বোলিং অ্যাকশন যদি অবৈধ প্রমাণিত হয়, তাহলে তার বোলিং নিষিদ্ধ হবে। নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে হলে তাকে অ্যাকশন সংশোধন করতে হবে এবং পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং স্বতন্ত্র বিশেষজ্ঞদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব, যাতে সবকিছু আইসিসির নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়।’
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
শ্রীলঙ্কায় এসেছিলেন ভাঙা আঙুল নিয়ে। উপমহাদেশের কন্ডিশনে অস্ট্রেলিয়া দলে বাড়তি স্পিনার দরকার ছিল। ম্যাথু কুনিম্যান সেই দায়িত্বটা পালন করেছেন একেবারেই যথাযথভাবে। কিন্তু সেটার পরেই যে বাঁধলো বিপত্তি। গলে দ্বিতীয় টেস্টে তার বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা।
দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৬ উইকেট নেওয়া কুনেমানকে এখন বাধ্যতামূলক পরীক্ষার মুখোমুখি হতে হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট শেষ হওয়ার পর ম্যাচ কর্মকর্তারা বিষয়টি উত্থাপন করেছেন। দল বিষয়টি সম্পর্কে অবগত আছে। তারা ম্যাটকে পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করবে।’ ধারণা করা হচ্ছে, কুনিম্যানের বোলিং পরীক্ষা ব্রিসবেনের সেন্টার অব এক্সিলেন্সেই করা হবে। সেই পরীক্ষার ফলাফল আইসিসির কাছে পাঠানো হবে।
২০১৭ সালে পেশাদার ক্রিকেটে অভিষেকের পর থেকে এবারই প্রথম কুনিম্যানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এরমাঝে পেশাদার ক্যারিয়ারে কুনিমান ১২৪টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে পাঁচটি টেস্ট, চারটি ওয়ানডে ও ৫৫টি টি-টোয়েন্টি বিগ ব্যাশ লিগের ম্যাচ রয়েছে।
ক্রিকেটের নিয়ম অনুযায়ী, একজন বোলারের বাহু সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকতে পারে। এর বেশি হলে তা অবৈধ বলে গণ্য করা হয়। কুনিম্যানের ক্ষেত্রে এরচে বেশি হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। তার বোলিং অ্যাকশন যদি অবৈধ প্রমাণিত হয়, তাহলে তার বোলিং নিষিদ্ধ হবে। নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে হলে তাকে অ্যাকশন সংশোধন করতে হবে এবং পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং স্বতন্ত্র বিশেষজ্ঞদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব, যাতে সবকিছু আইসিসির নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়।’