রাজধানীর পল্টনে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
শনিবার এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত এই ক্রীড়া স্থাপনার নতুন নাম ‘জাতীয় স্টেডিয়াম’ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনের অনুলিপি জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক, স্টেডিয়ামের প্রশাসক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে পাঠানো হয়েছে।
১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়াম বিভিন্ন সময়ে ‘ঢাকা স্টেডিয়াম’ ও ‘ঢাকা জাতীয় স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। পরে ১৯৯৬ সালে এটি ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’ নামে নামকরণ করা হয়। দীর্ঘ সময় ধরে দেশের ক্রীড়া ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সাক্ষী এই স্টেডিয়ামের নাম পরিবর্তন নিয়ে ক্রীড়াঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
রাজধানীর পল্টনে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
শনিবার এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত এই ক্রীড়া স্থাপনার নতুন নাম ‘জাতীয় স্টেডিয়াম’ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনের অনুলিপি জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক, স্টেডিয়ামের প্রশাসক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে পাঠানো হয়েছে।
১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়াম বিভিন্ন সময়ে ‘ঢাকা স্টেডিয়াম’ ও ‘ঢাকা জাতীয় স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। পরে ১৯৯৬ সালে এটি ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’ নামে নামকরণ করা হয়। দীর্ঘ সময় ধরে দেশের ক্রীড়া ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সাক্ষী এই স্টেডিয়ামের নাম পরিবর্তন নিয়ে ক্রীড়াঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।