আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সুপার ওভারে ‘শূন্য’ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়েছে বাহরাইন। শনিবার মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজের ম্যাচে হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রান যোগ না করেই গুটিয়ে যায় বাহরাইন। যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ঘটনা।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করে হংকং। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে ম্যাচ টাই করে বাহরাইন। এরপর ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ও তৃতীয় বলে উইকেট হারিয়ে কোনো রান যোগ না করেই গুটিয়ে যায় বাহরাইন। দুই উইকেটই নেন অফ-স্পিনার এহসান খান। জবাবে তৃতীয় বলে ১ রান করে ম্যাচ জয় নিশ্চিত করে হংকং।
টি-টোয়েন্টির নিয়মে সুপার ওভারে ২ উইকেট হারলেই অলআউট হবে ব্যাটিং দল। এতদিন টি-টোয়েন্টির সুপার ওভারে সর্বনি¤œ রানের রেকর্ড ছিল ১। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সুপার ওভারে শূন্য রানে গুটিয়ে যাবার ঘটনা প্রথম হলেও টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লীগে এমন অনেকবারই হয়েছে। প্রথমবার হয়েছিল ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লীগে।
শনিবার, ১৫ মার্চ ২০২৫
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সুপার ওভারে ‘শূন্য’ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়েছে বাহরাইন। শনিবার মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজের ম্যাচে হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রান যোগ না করেই গুটিয়ে যায় বাহরাইন। যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ঘটনা।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করে হংকং। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে ম্যাচ টাই করে বাহরাইন। এরপর ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ও তৃতীয় বলে উইকেট হারিয়ে কোনো রান যোগ না করেই গুটিয়ে যায় বাহরাইন। দুই উইকেটই নেন অফ-স্পিনার এহসান খান। জবাবে তৃতীয় বলে ১ রান করে ম্যাচ জয় নিশ্চিত করে হংকং।
টি-টোয়েন্টির নিয়মে সুপার ওভারে ২ উইকেট হারলেই অলআউট হবে ব্যাটিং দল। এতদিন টি-টোয়েন্টির সুপার ওভারে সর্বনি¤œ রানের রেকর্ড ছিল ১। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সুপার ওভারে শূন্য রানে গুটিয়ে যাবার ঘটনা প্রথম হলেও টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লীগে এমন অনেকবারই হয়েছে। প্রথমবার হয়েছিল ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লীগে।