চ্যাম্পিয়নস লিগ
বিরতির মাত্র কয়েক মিনিট আগে একবার, আর শেষ বাঁশির ঠিক আগেই আরেকবার—দুবারই গোল খেয়ে নিজেদের মাঠে ইউরোপিয়ান গৌরব ধরে রাখতে পারল না বায়ার্ন মিউনিখ। ২২ ম্যাচ পর ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে হার দেখল জার্মান জায়ান্টরা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাদের ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
বুধবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধেই লিড নেয় ইন্টার মিলান। ম্যাচের ৩৮তম মিনিটে মার্কাস থুরামের ব্যাক হিল থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন লাওতারো মার্তিনেজ। এরপর গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে বায়ার্ন। হ্যারি কেইন, মাইকেল ওলিস আর রাফায়েল গেরেইরারা একের পর এক শট নেন, তবে সফলতা মিলছিল না।
শেষ পর্যন্ত ৮৫তম মিনিটে সমতায় ফেরে বায়ার্ন। লেরয় সানের পরিবর্তে নামা অভিজ্ঞ ফরোয়ার্ড টমাস মুলার আলতো টোকায় বল জালে পাঠিয়ে সমতা ফেরান। ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়া এই ফরোয়ার্ড যেন বিদায়ী বার্তাতেই দলের প্রাণ ফিরিয়ে দেন।
কিন্তু সেই উল্লাস স্থায়ী হয়নি বেশিক্ষণ। মাত্র তিন মিনিট পরই আবারও এগিয়ে যায় ইন্টার। কার্লোস অগাস্তোর বাঁ দিক থেকে বাড়ানো ক্রসে দারুণ ফিনিশ করেন বদলি নামা মিডফিল্ডার ডেভিড ফ্রাত্তেসি। এই গোলে জয় নিশ্চিত করে সান সিরোতে ফিরছে সিমোন ইনজাগির দল।
এই হারে ২০২১ সালের এপ্রিলের পর চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে প্রথম হার দেখল বায়ার্ন। সবশেষ ২২ ম্যাচ ধরে অপরাজিত ছিল তারা ইউরোপের এই আসরে।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল, ইন্টার মিলানের ঘরের মাঠ সান সিরোতে।
চ্যাম্পিয়নস লিগ
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
বিরতির মাত্র কয়েক মিনিট আগে একবার, আর শেষ বাঁশির ঠিক আগেই আরেকবার—দুবারই গোল খেয়ে নিজেদের মাঠে ইউরোপিয়ান গৌরব ধরে রাখতে পারল না বায়ার্ন মিউনিখ। ২২ ম্যাচ পর ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে হার দেখল জার্মান জায়ান্টরা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাদের ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
বুধবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধেই লিড নেয় ইন্টার মিলান। ম্যাচের ৩৮তম মিনিটে মার্কাস থুরামের ব্যাক হিল থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন লাওতারো মার্তিনেজ। এরপর গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে বায়ার্ন। হ্যারি কেইন, মাইকেল ওলিস আর রাফায়েল গেরেইরারা একের পর এক শট নেন, তবে সফলতা মিলছিল না।
শেষ পর্যন্ত ৮৫তম মিনিটে সমতায় ফেরে বায়ার্ন। লেরয় সানের পরিবর্তে নামা অভিজ্ঞ ফরোয়ার্ড টমাস মুলার আলতো টোকায় বল জালে পাঠিয়ে সমতা ফেরান। ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়া এই ফরোয়ার্ড যেন বিদায়ী বার্তাতেই দলের প্রাণ ফিরিয়ে দেন।
কিন্তু সেই উল্লাস স্থায়ী হয়নি বেশিক্ষণ। মাত্র তিন মিনিট পরই আবারও এগিয়ে যায় ইন্টার। কার্লোস অগাস্তোর বাঁ দিক থেকে বাড়ানো ক্রসে দারুণ ফিনিশ করেন বদলি নামা মিডফিল্ডার ডেভিড ফ্রাত্তেসি। এই গোলে জয় নিশ্চিত করে সান সিরোতে ফিরছে সিমোন ইনজাগির দল।
এই হারে ২০২১ সালের এপ্রিলের পর চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে প্রথম হার দেখল বায়ার্ন। সবশেষ ২২ ম্যাচ ধরে অপরাজিত ছিল তারা ইউরোপের এই আসরে।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল, ইন্টার মিলানের ঘরের মাঠ সান সিরোতে।