আর্জেন্টিনার পতাকার রঙে চুল রাঙিয়ে মাঠে নেমেছিলেন এমিলিয়ানো মার্তিনেস, লক্ষ্য ছিল আবারও বীর হয়ে ওঠা। কিন্তু প্যারিসে সে গল্পটা লেখা হয়নি। পিএসজির মাঠে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে হেরে ফিরেছে তার দল অ্যাস্টন ভিলা।
ম্যাচের শুরুতে মরগ্যান রজার্সের গোলে এগিয়ে গিয়েছিল ভিলা। তবে এরপর পিএসজির হয়ে দিজিরে দুয়ে, খাভিচা কাভারাৎস্খেলিয়া এবং নুনো মেন্দেসের গোলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফরাসি চ্যাম্পিয়নরা।
ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখেছে পিএসজি। প্রথমার্ধেই তারা নিয়ন্ত্রণ করে ৭৪ শতাংশ বল এবং গোলমুখে ১৫টি শট নেয়। ভিলার রক্ষণভাগ ও মার্তিনেস প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয়ার্ধে আর পারলেন না এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
শেষ মুহূর্তে মেন্দেসের গোলে ব্যবধান ৩-১ করলে নিশ্চিত হয় পিএসজির জয়ের পথ।
ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ এখন ভিলার সামনে। ম্যাচটি হবে আগামী বুধবার, ভিলার মাঠে।
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
আর্জেন্টিনার পতাকার রঙে চুল রাঙিয়ে মাঠে নেমেছিলেন এমিলিয়ানো মার্তিনেস, লক্ষ্য ছিল আবারও বীর হয়ে ওঠা। কিন্তু প্যারিসে সে গল্পটা লেখা হয়নি। পিএসজির মাঠে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে হেরে ফিরেছে তার দল অ্যাস্টন ভিলা।
ম্যাচের শুরুতে মরগ্যান রজার্সের গোলে এগিয়ে গিয়েছিল ভিলা। তবে এরপর পিএসজির হয়ে দিজিরে দুয়ে, খাভিচা কাভারাৎস্খেলিয়া এবং নুনো মেন্দেসের গোলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফরাসি চ্যাম্পিয়নরা।
ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখেছে পিএসজি। প্রথমার্ধেই তারা নিয়ন্ত্রণ করে ৭৪ শতাংশ বল এবং গোলমুখে ১৫টি শট নেয়। ভিলার রক্ষণভাগ ও মার্তিনেস প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয়ার্ধে আর পারলেন না এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
শেষ মুহূর্তে মেন্দেসের গোলে ব্যবধান ৩-১ করলে নিশ্চিত হয় পিএসজির জয়ের পথ।
ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ এখন ভিলার সামনে। ম্যাচটি হবে আগামী বুধবার, ভিলার মাঠে।