‘খেলা নিয়ে উত্তেজনা নেই, আগ্রহ আছে’
মোহামেডান-আবাহনীর ফাইল ছবি
আবাহনী বনাম মোহামেডানের দ্বৈরথ যেমন ঐতিহাসিক সেই সঙ্গে রোমাঞ্চকরও। আগের মতো সেই টান টান উত্তেজনা না থাকলেও এখনো দুই দলের লড়াই ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই। এখনও আবাহনী-মোহামেডান লড়াইয়ের বেশ আবেদন রয়েছে। ঢাকা ডার্বিতে আজ মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
আবাহনী অধিনায়ক নাজমুল শান্ত বলেন, ‘আগের মতো উত্তেজনা নাই। আগেরমতো মাঠে হয়তো আবাহনী মোহামেডানের খেলা দর্শক দেখতেও আসে না। আমি যখন শুরু করেছিলাম ২০১৫-১৬ সালের দিকে তখনও কিছু দর্শক মাঠে খেলা দেখতে আসতো। ওই জিনিসটা কমার যে উত্তর এটা আমার কাছে নাই।’
‘আমার মনে হয় আবাহনী-মোহমেডান যখন খেলা হয় ওরকম এক্সাইটমেন্ট থাকে খেলোয়ারদের মধ্যে। তেমনি দর্শকদের মধ্যে উত্তেজনা থাকে। আর খেলা কিন্তু ভালো কম্পিটিটিভ গেম হয়। তো আমি আশা করবো দর্শকরা আগে যেভাবে আসতেন সেভাবে যেন আসেন।’- যোগ করেন তিনি।
শান্ত আরও বলছিলেন, ‘প্রস্তুতি ম্যাচ আমি বলবো না খেলোয়াড়রা অনেকদিন পর টেস্ট ক্রিকেট খেলবে। অবশ্যই অনুশীলনটা আরও যদি একটা দুইটা দিন বেশি পাওয়া যেত তাহলে আমার কাছে মনে হয় যে ভালো হতো। পাশাপাশি আমি এটাও বলবো আবাহনী মোহামেডান ম্যাচ দর্শকদের অনেক চাওয়া পাওয়া থাকে। এটা অনেক গুরুত্বপূর্ণ তেমনি যারা চান্স পেয়েছে টেস্ট দলে তারা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে কিভাবে আমি ভালো করা যায়। আবাহনী-মোহামেডান যেমন গুরুত্বপূর্ণ তেমনি টেস্ট ক্রিকেটও গুরুত্বপূর্ণ।’
শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। ঢাকা ডার্বির আগে আলোচনায় মুশফিকুর রহিম। তাকে ম্যাচটি খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মোহামেডান টিম ম্যানেজমেন্ট থেকে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
ডিপিএলের পয়েন্ট টেবিলের এই মুহূর্তে শীর্ষ অবস্থানে আবাহনী। হান্নান সরকারের দলটি ১০ ম্যাচে ১৮ পয়েন্ট দখলে রেখেছে নম্বর ওয়ান স্পট। সমান সংখ্যাক ম্যাচ খেলে মোহামেডানের অর্জন ১৬ পয়েন্ট, তারা দুইয়ে অবস্থান করছে। ফলে কারণে উভয় দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই ম্যাচের জন্যই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের পূর্ববর্তী ক্যাম্প পিছিয়ে দেয়া হয়েছে।
নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজসহ আরও বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটারকে দেখা যাবে এই ম্যাচে। খেলা শেষেই তারা সিলেটে শুরু হতে যাওয়া জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।
লিটন-রিশাদের জন্য শান্তর শুভকামনা
পিএসএলে অংশ নিতে চলতি সপ্তাহেই পাকিস্তান গেছেন লিটন ও রিশাদ। আর দেশে শান্তরা খেলছেন প্রিমিয়ার লীগে। পিএসএল শুরুর আগে লিটন-রিশাদের জন্য শুভকামনা জানালেন শান্ত।
‘খুবই ভালো। সত্যি বলতে আমি খুবই রোমাঞ্চিত। তারা ওখানে (পিএসএল) যাবে, খেলবে এবং ভালো করবে। আমি চাই যে, এই ধরনের সুযোগ বিসিবি সবসময় করে দিক। অবশ্যই দেশের খেলার গুরুত্ব বেশি। তবে যদি ওই ধরনের সুযোগ থাকে, তাহলে আশা করবো সামনের দিকে আমাদের অনেক ক্রিকেটার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে যাবে।’
পিএসএলের প্রথম ম্যাচেই মাঠে দেখা যেতে পারে রিশাদকে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে লাহোরের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। পরদিন রাত ৯টায় মুলতান সুলতানসের মুখোমুখি হবে লিটনের করাচি।
‘খেলা নিয়ে উত্তেজনা নেই, আগ্রহ আছে’
মোহামেডান-আবাহনীর ফাইল ছবি
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
আবাহনী বনাম মোহামেডানের দ্বৈরথ যেমন ঐতিহাসিক সেই সঙ্গে রোমাঞ্চকরও। আগের মতো সেই টান টান উত্তেজনা না থাকলেও এখনো দুই দলের লড়াই ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই। এখনও আবাহনী-মোহামেডান লড়াইয়ের বেশ আবেদন রয়েছে। ঢাকা ডার্বিতে আজ মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
আবাহনী অধিনায়ক নাজমুল শান্ত বলেন, ‘আগের মতো উত্তেজনা নাই। আগেরমতো মাঠে হয়তো আবাহনী মোহামেডানের খেলা দর্শক দেখতেও আসে না। আমি যখন শুরু করেছিলাম ২০১৫-১৬ সালের দিকে তখনও কিছু দর্শক মাঠে খেলা দেখতে আসতো। ওই জিনিসটা কমার যে উত্তর এটা আমার কাছে নাই।’
‘আমার মনে হয় আবাহনী-মোহমেডান যখন খেলা হয় ওরকম এক্সাইটমেন্ট থাকে খেলোয়ারদের মধ্যে। তেমনি দর্শকদের মধ্যে উত্তেজনা থাকে। আর খেলা কিন্তু ভালো কম্পিটিটিভ গেম হয়। তো আমি আশা করবো দর্শকরা আগে যেভাবে আসতেন সেভাবে যেন আসেন।’- যোগ করেন তিনি।
শান্ত আরও বলছিলেন, ‘প্রস্তুতি ম্যাচ আমি বলবো না খেলোয়াড়রা অনেকদিন পর টেস্ট ক্রিকেট খেলবে। অবশ্যই অনুশীলনটা আরও যদি একটা দুইটা দিন বেশি পাওয়া যেত তাহলে আমার কাছে মনে হয় যে ভালো হতো। পাশাপাশি আমি এটাও বলবো আবাহনী মোহামেডান ম্যাচ দর্শকদের অনেক চাওয়া পাওয়া থাকে। এটা অনেক গুরুত্বপূর্ণ তেমনি যারা চান্স পেয়েছে টেস্ট দলে তারা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে কিভাবে আমি ভালো করা যায়। আবাহনী-মোহামেডান যেমন গুরুত্বপূর্ণ তেমনি টেস্ট ক্রিকেটও গুরুত্বপূর্ণ।’
শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। ঢাকা ডার্বির আগে আলোচনায় মুশফিকুর রহিম। তাকে ম্যাচটি খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মোহামেডান টিম ম্যানেজমেন্ট থেকে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
ডিপিএলের পয়েন্ট টেবিলের এই মুহূর্তে শীর্ষ অবস্থানে আবাহনী। হান্নান সরকারের দলটি ১০ ম্যাচে ১৮ পয়েন্ট দখলে রেখেছে নম্বর ওয়ান স্পট। সমান সংখ্যাক ম্যাচ খেলে মোহামেডানের অর্জন ১৬ পয়েন্ট, তারা দুইয়ে অবস্থান করছে। ফলে কারণে উভয় দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই ম্যাচের জন্যই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের পূর্ববর্তী ক্যাম্প পিছিয়ে দেয়া হয়েছে।
নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজসহ আরও বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটারকে দেখা যাবে এই ম্যাচে। খেলা শেষেই তারা সিলেটে শুরু হতে যাওয়া জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।
লিটন-রিশাদের জন্য শান্তর শুভকামনা
পিএসএলে অংশ নিতে চলতি সপ্তাহেই পাকিস্তান গেছেন লিটন ও রিশাদ। আর দেশে শান্তরা খেলছেন প্রিমিয়ার লীগে। পিএসএল শুরুর আগে লিটন-রিশাদের জন্য শুভকামনা জানালেন শান্ত।
‘খুবই ভালো। সত্যি বলতে আমি খুবই রোমাঞ্চিত। তারা ওখানে (পিএসএল) যাবে, খেলবে এবং ভালো করবে। আমি চাই যে, এই ধরনের সুযোগ বিসিবি সবসময় করে দিক। অবশ্যই দেশের খেলার গুরুত্ব বেশি। তবে যদি ওই ধরনের সুযোগ থাকে, তাহলে আশা করবো সামনের দিকে আমাদের অনেক ক্রিকেটার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে যাবে।’
পিএসএলের প্রথম ম্যাচেই মাঠে দেখা যেতে পারে রিশাদকে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে লাহোরের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। পরদিন রাত ৯টায় মুলতান সুলতানসের মুখোমুখি হবে লিটনের করাচি।